![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁরা এবং মেঘ একসাথে দেখতে পারবে না। সবচে ভাল হয় পৃথিবী দ্যাখো, মানুষ দ্যাখো। সব শেষ হলে বিগত সময় বাক্সবন্দি করো। তালা দিয়ে চাবি সমুদ্রে ছুড়ে ফ্যালো। তারপর বালুচরে বসে আরেকটি সূর্যোদয় দ্যাখো। গান গাও, শিস বাজাও আর বাড়ি ফিরে যাও।
আমায় তুমি ভাবতে পারো,যেমন খুশি তেমন সাজো।
আমায় তুমি ভাবতে পারো, কয়লা বাসন দু’বার মাজো।
আমায় তুমি ভাবতে পারো, একটা কুকুর পিছ ছাড়েনা।
আমায় তুমি ভাবতে পারো, বন্দী পাখি আর উড়েনা।
আমায় তুমি ভাবতে পারো, সাদাকালো এমন ছবি।
আমায় তুমি ভাবতে পারো, দিনের শেষে অস্ত রবি।
আমায় তুমি ভাবতে পারো, পরাজিত ভীত মানুষ।
আমায় তুমি ভাবতে পারো, চুপসে যাওয়া বাতিল ফানুশ।
ভাবতে পারো একটা সকাল, পুরোটা তার মিথ্যে ছিলো,
যে সকালে বৃষ্টি ভিজে দুই নদীতে এক মোহনা।
ভাবতে পারো সেই দুপুরে, একটু খানি রোদও ছিলো,
ভাবনা রঙে রাঙিয়ে দিয়ে একটু আকাশ লাল গহনা।
©somewhere in net ltd.