![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁরা এবং মেঘ একসাথে দেখতে পারবে না। সবচে ভাল হয় পৃথিবী দ্যাখো, মানুষ দ্যাখো। সব শেষ হলে বিগত সময় বাক্সবন্দি করো। তালা দিয়ে চাবি সমুদ্রে ছুড়ে ফ্যালো। তারপর বালুচরে বসে আরেকটি সূর্যোদয় দ্যাখো। গান গাও, শিস বাজাও আর বাড়ি ফিরে যাও।
বনের মধ্যে সবুজের প্রাচুর্য আমাকে এখন আর আগের মত হাসায় না বহুকাল, সেখানে বুলরেজার দিয়ে একশ সাতাশ জন লোকের বসোতি গড়া হয়েছে গত শীতে। সবার বাড়িতে আছে একটা করে পোষা কুকুর। নিশাচর কুকুর নিশাচর মানুষ দেখলে তেরে আসে। জলাতঙ্ক আতংক গ্রাস করে কুকুর স্বপ্ন। আমি বন থেকে পালিয়ে নদী ধরে এগীয়ে যাই, মাছেরা ঘুমায় না, চোখ খুলে তাকিয়ে থাকে। চোখে চোখ পরলে ফুসফুস বন্ধ হয় কিছুকালের জন্য। আমি ভয় পাই যদি আর চালু না হয়!
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯
কানিজ রিনা বলেছেন: আমরা মঙ্গল গ্রহে যাবত তাই এমন দারশনিকতা
প্রাকটিস করছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
ক্রিবিণ বলেছেন: লেখাটার গতিপ্রকৃতি বুঝতে পারিনি...