নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা পেচ্যাল

হাফ ইঞ্জিনিয়ার

নিশাচর নাইম

ওয়েবঃ http://goo.gl/yArYq ফেসবুকে বন্ধু হতে চাইলেঃ facebook.com/nisacara প্রযুক্তি ও কমিউনিট ব্লগঃ techspate.com

নিশাচর নাইম › বিস্তারিত পোস্টঃ

মানুষ কি তবে পাখা লাগিয়ে ডানা ঝাপটিয়ে সত্যিই আকাশে উড়তে পারবে???:D :D

২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:১৬







মানুষ বড়ই আজব এক প্রানী।মাঝে মাঝে তারা ভাবে ইস! কেমন হত যদি পাখির মত ডানা ঝাপটিয়ে আকাশে উড়া যেত কিংবা মাছের মত পানিতে সাঁতার কাটা যেত লেজ নাচিয়ে??পানিতে সুইমিং স্যুট পরে

সাঁতার কাঁটা সম্ভব হলেও পাখির মত ডানা ঝাপটিয়ে আকাশে উড়া ছিল মানুষের কল্পনাতীত।তবে সম্ভবত সেদিন খুব বেশী দেরি নেই যেদিন মানুষ পাখা লাগিয়ে আকাশে উড়তে পারবে। :D আমার এই ধারনার কারণ ডাচ ইঞ্জিনিয়ার জারনো স্মেটস।ইনি ইতিমধ্যেই পাখা লাগিয়ে ৩০০ ফিট উপরে উড়েছেন এবং এটি করেছেন হাতের সাথে লাগানো পাখা ঝাপটিয়ে।:|













জারনো স্মেটস এই প্রথম ব্যাক্তি যিনি কোন ইঞ্জিন বা রকেট এর সাহায্য ছাড়াই ভুমি থেকে পাখা ঝাপটিয়ে উড়েছেন।অনেকেই এটিকে ফেক বলে আখ্যায়িত করেছেন, তবে তা একবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই ডাচ ইঞ্জিনিয়ার বরং তিনি এটিকে বলেছেন ইঞ্জিনিয়ারিং এর চালাকী।একাজে তিনি সাহায্য নিয়েছেন নিন্টেনডো এর ওয়াই ট্রান্সফারিং মোশন সেন্সর এর।তার হাতে লাগানো পাখাটিতে রয়েছে বিশেষ ওয়্যারলেস ইঞ্জিন যেটি তার হাতকে যথাসময়ে একইসাথে নাড়াতে সাহায্য করে যেটি পাখি উড়ার সময় করে।ওয়্যারলেস ইঞ্জিনে স্থাপিত এইচটিসি ওয়াইল্ডলাইফ স্মার্টফোনের ওয়াই মোশন সেন্সর স্মেট এর হাতের নড়া-ছড়া খেয়াল করে সেই অনু্যায়ী নির্দেশ দেয় পাখায় থাকা ছোট একটি রোটরকে এবং এই রোটর তখন হাতের নাড়া-ছাড়ার সাথে সাথে ২০০ ফিট লম্বা পাখাও ঝাপটাতে সাহায্য করে।B-)



















প্রায় ৬ মাস কাজের পর তিনি তার এই কাজের সাফল্য পেলেন।গনমাধ্যমে তার এই ঊড়াউড়ি ভাল নজর কেড়েছে।তাকে এই আজব পাখির মত উড়ার চিন্তা কেন মাথায় এল জিজ্ঞেস করলে তিনি লিওনার্ডো দ্যা ভিঞ্চি এর সেই হেলিকপ্টারের স্কেপ এর কথা তুলে ধরেন। চলুন এক নজর তার সেই উড়াউড়ি দেখে আসি।;)

































পুরো দৃশ্যের ভিডিও













লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকশিত।টেকস্পেটের এ সপ্তাহের জনপ্রিয় আরো কিছু পোস্টঃ





১।নকল ভাইরাস বানিয়ে হয়ে যান হ্যাকার





২।পেন্ড্রাইভের সাহায্যে ইন্সটল করুন উইন্ডোজ সেভেন বা এইট





৩।শুভ জন্মদিন টুইটার





৪।ফেসবুক হ্যাকার কাপ ২০১২





৫।দুষ্টু মিষ্টি সংবাদ পর্ব ১০:: কপি প্রটেক্টেড সাইট থেকে যেভাবে কপি করবেন



মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:২৮

বিরোধী দল বলেছেন: :-B :-B :-B :-B :-B

২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৪

নিশাচর নাইম বলেছেন: বহুত মজা হবে।সাড়া-শব্দবিহীন উড়া... :D :D

২| ২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৪

রিফাত হোসেন বলেছেন: ++

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:২৪

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:১৪

দর্পন বলেছেন: এপ্রিল ফুল

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:২৭

নিশাচর নাইম বলেছেন: এপ্রিল মাস আসতে এখনো বাকী আছে আর এপ্রিল ফুল নামে কাউকে ধোঁকা দেয়ার কোন ইচ্ছা নাই। X( X(

৪| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:১৫

ল্যাটিচুড বলেছেন: সত্যি অবিশাস্য ....... ভিডিও ক্লিপস দেখে দারুন উত্তেজনা অনুভব করেছি।

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৭

নিশাচর নাইম বলেছেন: ভিডিও ক্লিপস না দেখলে আমি লিখতাম না।দেখে মুগ্ধ হয়ে লিখলাম।

৫| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আরে বাহ!!

:)

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:৪০

নিশাচর নাইম বলেছেন: :D :D

৬| ২৪ শে মার্চ, ২০১২ রাত ২:২১

দুঃখ বিলাসি বলেছেন: আমিও উড়তে চাই। /:)

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৩৩

নিশাচর নাইম বলেছেন: আমারো ইচ্ছা আছে... :D

৭| ২৪ শে মার্চ, ২০১২ রাত ২:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

৮| ২৪ শে মার্চ, ২০১২ রাত ২:৪৯

রবিন মিলফোর্ড বলেছেন: দারুন । ++++++++++

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ। ++

৯| ২৪ শে মার্চ, ২০১২ ভোর ৫:৩২

বিদ্রোহী সত্ত্বা বলেছেন: ++++++++

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৯

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে মার্চ, ২০১২ ভোর ৬:০৯

এবিসি১০ বলেছেন: ভ্রাতা, সত্যিকারের ঘটনা বলে এসব হোক্স ডিস্ট্রিবিউট করবার আগে একটু দেখেশুনে নিলে হয় না?

আশা করি পোস্ট সংশোধন করবেন। পুরো বার্ডম্যান ভিডিওর অ্যানালাইসিস এখানে:

Click This Link

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৮

নিশাচর নাইম বলেছেন: ভ্রাতা পোস্টে বলাই আছে অনেকেই এটাকে ফেক বলে আখ্যায়িত করেছেন তবে তার বক্তব্যও তুলে বলা হয়েছে।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৪

নিশাচর নাইম বলেছেন: আপনার দেয়া পোস্টের কমেন্টেই অনেকেই ওই ভদ্রলোকের রিভিউতে যেটির কথা উল্লেখ করেছেন সেটি জারনো স্মিট নামে ফেইক ভিডিও বানিয়ে সেটির প্রচার করার কথা বলেছেন।ভ্রাতা কমেন্ট দেয়ার আগে আপনার ভালোভাবে কমেন্টসহ পড়া উচিত ছিল। :P

১১| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১৫

কামরুল হাসান শািহ বলেছেন: +++

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

১২| ২৬ শে মার্চ, ২০১২ রাত ১২:২০

এবিসি১০ বলেছেন: ভাইরে নিজে লিখেছেন হাফ ইঞ্জিনিয়ার। তাহলে একটুখানি ফিজিক্সতো জানেন নিশ্চয়ই।

Click This Link

হয়েছে। আপনার ভিডিওনির্মাতা নিজেই স্বীকার করেছে এটা ফেইক।

১৩| ২৬ শে মার্চ, ২০১২ রাত ১২:২২

এবিসি১০ বলেছেন: শুধু এটা নয়, ফিজঅর্ফ, পপুলার মেকানিক্স, পপুলার সায়েন্স-- সবগুলোতে এটা অসম্ভব প্রমাণ করে দেয়া হয়েছে। আপনি যদি এরপরো মানতে চান এটা ঠিক, তাহলে আর কী করা! :(

১৪| ২৭ শে মার্চ, ২০১২ রাত ২:৫৭

এ রাইডার বলেছেন: াই http://www.scribd.com/ দওনল্লয়াদ দিতে পেরতেসি না ! একটু হেল্প দরকার ।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১:৫১

নিশাচর নাইম বলেছেন: ওই পোস্টে গিয়ে কমেন্ট এ ডাউনলোড করতে কি সমস্যায় পড়ছেন জানান অথবা যেই ফাইলটি ডাউনলোড করতে চান জানান তাহলে লেখক সমাধান দিতে পারবে।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৩

শিশিরের শব্দ বলেছেন: বাহ্....দারুণতো :) :)

০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১:১৪

নিশাচর নাইম বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.