নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

এবার হিজাব নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আলেমে কট্টর সেক্যুলারিস্ট শাহরিয়ার কবির

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

বিশিষ্ট আলেমে কট্টর সেক্যুলারিস্ট শাহরিয়ার কবিরের মতে হিজাব কোন ইসলামী পোশাক নয়, এটা সৌদী আরব ইসলামী পোশাকের নামে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে পেট্রো ডলারের মাধ্যমে। মুহতারাম খুবই আফসোস করে বললেন, পঞ্চাশের দশকেই বঙ্গীয় নারীরা স্লিভলেস পোশাক পরতো আর এখন তারা হিজাবের প্রতি ঝুকে পরছে। /:) উনি সরাসরি বললেই পারতেন যে, উনি স্লিভলেস পোশাকেই মেয়েদের দেখতে ইচ্ছুক, তাহলে হয়তোবা কর্তৃপক্ষ উনার জন্য বিশেষ ব্যবস্থা করতো। :P





মুহতারাম কবিরের সেই অমীয় বাণী, শুনিয়া বন্য হইবেন, তা আমি জানি ;)



পঞ্চাশ ষাটোর্ধ্ব বয়োবৃদ্ধরা যখন জ্ঞান বিতরণের নামে এই ধরণের কথা জনসম্মুখে বলে, তখন আমাদের সাবধান হওয়া ছাড়া কোন গতি নেই। আমি অনেককেই দেখছি, যারা সম্পূর্ণ স্বতঃস্ফুর্তভাবে ইসলামী পোশাক পরছে। মুহতারাম কবির সাহেবের কথা শুনে মনে হয়েছে, উনার ইসলামী পোশাক সম্পর্কে বিন্দুমাত্রও ধারণা নেই। উনার মতো বিশিষ্ট আলেমে কট্টর সেক্যুলারিস্টের অবস্থা যদি এই হয়, তাহলে ম্যঙ্গো পিপলদের (আমজনতা) অবস্থা তো আরো শোচনীয়। :-*



এবার সরাসরি চলে যাই পবিত্র কুরআনে। কুরআনে আছে, মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। ২৪ নং সূরা আন নূর, আয়াত ৩০ থেকে ৩১



উপরের আয়াত থেকে সহজেই বোঝা যাচ্ছে, শরীরের যে অংশ বিপরীত লিঙ্গের আকৃষ্টের কারণ তা আবৃত রাখতে হবে। আরো স্পষ্ট করে বলা আছে যে, বিশ্বাসী নারীরা যে মাথায় ওড়না দেয় তা অব্যাহত রাখবে এবং সেই ওড়না যেন দীর্ঘ হয় যাতে করে তা দিয়ে তাদের বক্ষদেশকেও ঢেকে রাখা যায়। এছাড়াও পবিত্র কুরআনের ৩৩ নং সূরা আল আহযাবের ৫৯ নং আয়াতে নবী পত্নী ও কন্যাদের যে উপদেশ দেয়া হয়েছে সেই একই উপদেশ দেয়া হয়ছে মুমিনদের স্ত্রীদেরকেও, হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।



আমি জানি না, উল্লেখিত কুরআনের বাণীগুলো, কখনো মুহতারাম কবির সাহেবের দৃষ্টিগোচর হয়েছে কি না! এই বাণীগুলো আরবের জনগণ সাদরে গ্রহণ করেছিল সেখানে তেলসম্পদ আবিষ্কৃত হবারও প্রায় তেরশ বছর পূর্বে। তারা ঘটিয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্ববৃহৎ, দীর্ঘস্থায়ী এক মহা বিপ্লব। আমি মুহতারাম কবির সাহেবকে প্রশ্ন করি, বলতে পারেন, কোন পেট্রোডলার তাদের অনুপ্রাণিত করেছিল? আমি খুব ভালো করেই জানি এর উত্তর আপনার জানা, কিন্ত্ত আপনি উত্তর দিবেন না। কারণ সত্য লুকানো আপনাদের অন্যতম একটি বাজে স্বভাব।



আমি খুব অবাক হয়ে ভাবি, এদেশের অসংখ্য নারী যেমন ইসলামী পোশাক পরছে ঠিক তেমনি অসংখ্য নারী পাশ্চাত্য বা ভারতীয় পোশাক ও সংস্কৃতিকে হুবহু অনুসরণ করছে, অনেকে আবার পাশ্চাত্য বা ভারতীয় পোশাক ও সংস্কৃতির সাথে দেশীয় পোশাক ও সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছে। কৈ তখনতো এরা কোন উচ্চবাচ্য করে না! :-*



প্রিয় পাঠক একটু ভাবুনতো। নিরপেক্ষ দৃষ্টিতে ভাবুন। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এটা ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছুই না। মুহতারাম কবির সাহেবতো কখনো ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করার ব্যাপারে কিছু বলেন না। অথচ ভারতীয় চ্যানেলে সম্প্রচারিত বস্তাপচা অবাস্তব কাহিণী নির্ভর সিরিয়ালগুলো ধীরে ধীরে আমাদের সমাজকে, পারিবারিক বন্ধনকে নষ্ট করে দিচ্ছে। কবির সাহেবরা এ ব্যাপারে নিশ্চুপ। :-* কি পরিমাণ ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ এরা এদের অন্তরে লালন করে! কি জঘণ্য! X(



কবির সাহেবের মত লোকেরাই কিন্তু গলার রগ ফাটিয়ে চিৎকার করে বলে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাহলে কেউ যখন ব্যক্তিগত উদ্যোগে ধার্মিক হবার সিদ্ধান্ত নেয় তখন আবার কেন এরা আপত্তি তোলে? হিজাব পরিহিত নারীতে এদের আপত্তি, মসজিদে মুসল্লীর সংখ্যা বেড়ে গেলে এদের আপত্তি, যুবক পুরুষেরা দাড়ি রাখলে তাতেও এদের আপত্তি! এ তো বিশুদ্ধ ইসলাম বিদ্বেষ ছাড়া অন্য কিছু নয়। :-* X(



ইদানীং এইসব কট্টর সেক্যুলারিস্টরা কি এক অজ্ঞাত কারণে হিজাবের পিছনেই বেশী করে লেগেছে। তাদের কথাবার্তা শুনলে মনে হয়, এখন দেশের একমাত্র মূল সমস্যা হিজাব। এরা যখনই ইসলাম নিয়ে এ ধরণের বেফাস কথা বলে, ঠিক তখনই নৌকার তলায় একটি একটি করে ছিদ্র তৈরী হয় আর নৌকা ডুবতে শুরু করে। আফসোস নৌকার মালিক যদি তা উপলব্ধি করতে পারতো আর এইসব বিভ্রান্ত, পথভ্রষ্ট, জ্ঞানপাপীদের নৌকায় উঠতে না দিতো! /:)

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

রিয়াজ৩৬ বলেছেন: +++

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

নাফাজি বলেছেন: ধন্যবাদ। এদের থেকে সাবধাণ থাকবেন।

২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

মোমেরমানুষ৭১ বলেছেন: এই মুরগী শাহরিয়ারের কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়?

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

নাফাজি বলেছেন: কি পরিমাণ জঘন্য এদের চিন্তাভাবনা!

৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি পরিমাণ ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ এরা এদের অন্তরে লালন করে! কি জঘণ্য! X(

কেউ যখন ব্যক্তিগত উদ্যোগে ধার্মিক হবার সিদ্ধান্ত নেয় তখন আবার কেন এরা আপত্তি তোলে? হিজাব পরিহিত নারীতে এদের আপত্তি, মসজিদে মুসল্লীর সংখ্যা বেড়ে গেলে এদের আপত্তি, যুবক পুরুষেরা দাড়ি রাখলে তাতেও এদের আপত্তি! এ তো বিশুদ্ধ ইসলাম বিদ্বেষ ছাড়া অন্য কিছু নয়। :-* X(

পাকিদের মুরগী সাপ্লাইয়ার যখন মুক্তিযুদ্ধের হোলসেলার-তখন এরচে ভাল কি আশঅ করবেন!!!!

বুইড়া ভাম!
কসনা কেন রাম রাম
নাম কেটে মুসলমানি
ধরগে বেশ নাস্তিকানি!!!

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

নাফাজি বলেছেন: ধন্যবাদ সহমত পোষণের জন্য, আরো ধন্যবাদ ছোট্ট ছড়াটির জন্য, এদের জন্য পারফেক্ট।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

রাতুল রেজা বলেছেন: খুবই খারাপ , মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানে ইসলামের বিপক্ষে কথা বলা নয়। এই ধরনের মানুষগুলা সমাজ নষ্ট করার পক্ষে যথেষ্ট

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

নাফাজি বলেছেন: জামায়াত যে ভুল করেছে, এরাও কিন্ত্ত সেই একই ভুল করছে। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাড় করানোর ব্যর্থ চেষ্টা করছে।

৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

স্পেলবাইন্ডার বলেছেন: এই বুড়ো শুয়োরটা ইসলাম সম্পর্কে না জেনে অথবা ইচ্ছাকৃতভাবেই মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। এর প্রতিটি কথার রেকর্ড থাকা দরকার।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

নাফাজি বলেছেন: এদের চেষ্টা ব্যর্থতাই পর্যবসিত হবে, তুরস্কের কামালই যেখানে ব্যর্থ হয়েছে সেখানে এরা তো ছাড়পোকা তুল্য।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

ShusthoChinta বলেছেন: ইদানিং এই টাইপের প্রাণীগুলোর চুলকানি অত্যধিক হারে বাড়িয়া চলিয়াছে,ঘটনা কী?

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

নাফাজি বলেছেন: নৌকা ডুবু ডুবু, এই কারণে হয়তোবা ... :D

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

রাজাধিরাজ বলেছেন: এই বাইনচোতের মেশিনের প্রবলেম আছে, তাকে অতি সত্তর কোন সেক্স স্পেসালিস্ট কাছে পাঠানো হোক। ভাই আপনাদের কারো কাছে কোন ভাল ডাক্তার এর ঠিকানা থাকলে উনাকে জানায়ে দেন।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

নাফাজি বলেছেন: :) :D =p~

৮| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

রাজাধিরাজ বলেছেন: bainchot= murgi kobir

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

নাফাজি বলেছেন: আস্তে ভাই আস্তে, মাথা ঠান্ডা রাখেন।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

বৈকন্ঠ বলেছেন: কোন বাংগালী রমনী যদি জন্ম দিনেব পোশাক পরে ঢাকার রাস্তায় হাটে তবে কোন বাংলাদেশী মনে হয় তাকে নাজেহাল করবে না.......

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

নাফাজি বলেছেন: :#) B-))

১০| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

ম্যানিলা নিশি বলেছেন:

মুরগী কবির নামকরণের শানেনুজুল কি?
পোষ্ট ভাল হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

নাফাজি বলেছেন: লোকে বলে, ৭১ এ উনি নাকি পাক বাহিণীদের মুরগী সাপ্লাই করতেন। কিন্ত্ত আমি এ ব্যাপারে নিশ্চিত না। যারা নাম দিয়েছে তাদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। আর পোস্টির প্রশংসা করার জন্য আপনাকেও ধন্যবাদ।

১১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

বেলাল আহমেদ রাসেল বলেছেন: মুহতারাম কবির সাহেবতো কখনো ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করার ব্যাপারে কিছু বলেন না। অথচ ভারতীয় চ্যানেলে সম্প্রচারিত বস্তাপচা অবাস্তব কাহিণী নির্ভর সিরিয়ালগুলো ধীরে ধীরে আমাদের সমাজকে, পারিবারিক বন্ধনকে নষ্ট করে দিচ্ছে। কবির সাহেবরা এ ব্যাপারে নিশ্চুপ।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

নাফাজি বলেছেন: হুমমমম। /:)

১২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

জহির উদদীন বলেছেন: কুত্তার বাচ্চাকে রাম ধালাই দেওয়া দরকার......

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

নাফাজি বলেছেন: :) :D =p~

১৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

তারেক বলেছেন: কবির সাহেব ভাল পরিমান টাকা পেয়েছে।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

নাফাজি বলেছেন: বলেন কি! :-* :-*

১৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

নষ্ট ছেলে বলেছেন: এ নিয়ে হাম্বাদের মতামত কি?

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

নাফাজি বলেছেন: এখন পর্যন্ত চোখে পরেনি। B-)

১৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

সবুজ ভীমরুল বলেছেন: বুঝলেন না? শেষ সময়ে আইসা এইসব চেতনা ব্যাবসায়ীরা একটু ট্যাকা টুকা কামাইয়া নিতাসে।

মুরগী কবির ঐসব কথা না বললে তো সে ট্যাকা টুকা কামাই করতে পারব না। তার উপর সময় শেষ হইয়া আসতাসে! এখন ইসলাম, হিজাবের বিরুদ্ধে বইলা ডবল কামাই কইরা নিতাসে!!

কারন ইলেকশনের পরদিন (যদি সব দলের অংশগ্রহন করে) সে তার গাট্টি বোচকা নিয়া পগার পার হইয়া যাবে!!

এইসব শুয়োরদের গরু পিডান না দিলে সোজা হইবো না!!! X( X( X(

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

নাফাজি বলেছেন: :) :D :D =p~ =p~ =p~

১৬| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

বৈকন্ঠ বলেছেন: বাংলাদেশীরা লিখতে থাকেন...........................

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

নাফাজি বলেছেন: হুমমমম :|

১৭| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

ShusthoChinta বলেছেন: মুরগী কবিরের নামকরণ সম্পর্কে যতটুকু জানি শফি মুশতারির একটি লেখায় নাকি তার এই পাকবাহিনীকে মুরগী সাপ্লাইয়ের ঘটনা আছে,যদিও পার্সোনালি এখনো চেক করা হয়ে ওঠেনি তবে চেতনাধারীদের পক্ষ থেকে কোন প্রতিবাদ ও কোনসময় দেখিনি।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

নাফাজি বলেছেন: মৌনতা সম্মতির লক্ষণ। ;)

১৮| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

নিজাম বলেছেন: তিঁনি নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দান করেন। একজন মুসলমান হিসেবে আমরা তাঁর অমঙ্গল কামনা করতে পারি না। আল্লাহ্ তাঁকে সঠিক জ্ঞান দান করুন। হেদায়েত দান করুন, দুনিয়াতে মঙ্গল দান করুন এবং আখিরাতে মুক্তি দান করুন।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪

নাফাজি বলেছেন: আমীন।

১৯| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

মাইন রানা বলেছেন: শাহরিয়ার কবিররা হল চরম লুইচ্চার প্রজাতি। মেয়েরা হিজাব পড়লে তাঁদের কুবাসনা পুরন হয়না। তারা চায় মেয়েরা উলঙ্গ ও অর্ধ উলঙ্গ হলে রাস্তায় আসুন আর এরা মজা লুটে খাক

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

নাফাজি বলেছেন: :P ;)

২০| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

জাহিদ মজুমদার বলেছেন: দেশের কপালটাই এমন। জনগণের কাছে দুই পয়সার মূল্য নাই এসব রামপন্থী দালালদের, অথচ এরা জাতিকে উপদেশ বিকিরণ করে। আরো ভাবুন ইউনিয়ন পরিষদের মেম্বাররা যা ভোট পায় সেই ভোট পেয়েও যদি ইনু, দিলীপরা মন্ত্রী হতো তাও দুঃখ থাকতো না। এই উচ্ছিষ্টরাই এখন জাতির বিবেক।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

নাফাজি বলেছেন: এরাই এখন আমাদের জাতীয়তা, সংস্কৃতি, রাষ্ট্রব্যবস্থা, ধর্ম, আদর্শ নিয়ে জ্ঞান দেয়, এমনকি পোশাক পরিচ্ছদ নিয়েও। অত্যন্ত হাস্যকর। আর এদের কথায় যারা নৃত্যকলা করে, উঠ বস করে তারা আরো বেশী হাস্যকর। /:)

২১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

ছািব্বর বলেছেন: মাইন রানা বলেছেন: শাহরিয়ার কবিররা হল চরম লুইচ্চার প্রজাতি। মেয়েরা হিজাব পড়লে তাঁদের কুবাসনা পুরন হয়না। তারা চায় মেয়েরা উলঙ্গ ও অর্ধ উলঙ্গ হলে রাস্তায় আসুন আর এরা মজা লুটে খাক

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

নাফাজি বলেছেন: হুমমমমম।

২২| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

ছািব্বর বলেছেন: মরার পর এই ব্যাটারে যেন আরবী কায়দায় দাফন-কাফন না করা হয়

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

নাফাজি বলেছেন: B:-) B:-/

২৩| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

ছািব্বর বলেছেন: প্রসঙ্গ: শাহরিয়ার কবিরের পর্দা বিরোধী বক্তব্য---গণ্ডমূর্খের লক্ষণ: ‘সে যে মূর্খ তা সে নিজেই জানে না

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

নাফাজি বলেছেন: হুমমম পড়লাম। ভালো হয়েছে।

২৪| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

মনোহারী দোকান বলেছেন: শয়তানের মানবীয় রুপ এই মুরগী কুবের । শয়তানের জাত ।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

নাফাজি বলেছেন: :) :D

২৫| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নির্জন আমি বলেছেন: এত্তোগুলা ছাগু এক লগে! সামু কি খোঁয়াড় খুলছে? =p~

২৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আমিভূত বলেছেন: আগেই ভালো ছিল এত টেলিভিশন ছিল না এত সংলাপ ছিল না এত বেশী কথা মাতামাতিও হত না । সেই ভালো ছিল কে কি বলল তাতে আমার মাথা ঘামানোর দরকার কি ? আমার কিছু জানার দরকার তো পবিত্র কোরআন আছে হাদিস আছে :)

আপনার কাছ থেকে কিছু ধর্মীয় শিক্ষামূলক পোস্ট আশা করি সমালোচনা নয় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.