![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
আমাদের সমাজে অত্যন্ত হীন উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে কট্টর সেক্যুলারিস্টরা একটি প্রবাদ চালু করেছে, আর সেটি হলো, "ধর্ম যার যার, উৎসব সবার।" আর একশ্রেণীর নামকাওয়াস্তে অবুঝ মুসলিম নিজেদের তথাকথিত "আধুনিক" "অসাম্প্রদায়িক" প্রমাণ করার জন্য এই কট্টর সেক্যুলারিস্টদের পাতা ফাঁদে পা দিয়ে, তাদের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে।
খুবই কাছাকাছি সময়ে দুটি বিপরীত মেরুর সম্প্রদায়ের প্রধাণ ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। বিপরীত মেরু বললাম কেন? খুবই সহজ। এক দল বহু ঈশ্বরের (যদিও সনাতন ধর্মের অনেক অনুসারী আছে, যাদের কেউ একেশ্বরবাদী, আবার কেউ সর্বেশ্বরবাদী। তবে বহু ঈশ্বরবাদীদের চাপে সনাতন ধর্মীয় একেশ্বরবাদীরা চাপা পরে গেছে বলেই অনুভূত হয়) আরাধনা করে। আর অন্যদল বিশুদ্ধ একেশ্বরবাদী, যারা সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা অথবা সংহারকর্তা হিসেবে একটিমাত্র সত্ত্বায় বিশ্বাস ও তাঁর আরাধনা বা উপাসনা করে থাকে।
এই বিশুদ্ধ একেশ্বরবাদীরা নিজেদের পরিপূর্ণভাবে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করে বলে, তাদের বলা হয় মুসলিম, যার অর্থ আত্মসমর্পণকারী। এই মুসলিমদের একটি অন্যতম প্রধাণ ধর্মীয় উৎসব হলো হজ্জ্ব। আর্থিক ও শারিরীকভাবে সামর্থবান মুসলিমরা জীবণে একবার হজ্জ্ব পালন করে থাকে। আর হজ্জ্ব পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমি মক্কায় গমণ করে। সেখানে হাজীরা যে বাণীটি প্রতিনিয়ত উচ্চারণ করে সেটিই হলো তালবিয়া,
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ
যার অর্থ, আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার।
আপনার কোন অংশীদার নেই। ভালো করে লক্ষ্য করুন, এখানে দুবার উল্লেখ আছে আপনার কোন অংশীদার নেই। তো আমার প্রশ্ন, একজন মুসলিম সজ্ঞানে, স্বেচ্ছায় কি করে এমন কোন উৎসব, অনুষ্ঠান বা কর্মকান্ডে অংশ নিতে পারে যেখানে আল্লাহ্ -র সাথে কোন অংশীদার সাব্যস্ত করা হয়?
আজ থেকে আমিও একটা প্রবাদ চালু করলাম, সেটা হলো, "ধর্ম যার যার, উৎসবও তার তার।" আমার মতে অসাম্প্রদায়িকতা হলো, অন্য সম্প্রদায়কে শ্রদ্ধার চোখে দেখা, তাদের কোন ক্ষতি না করা। নিজের বিশ্বাস বিসর্জন দিয়ে, অন্য সম্প্রদায়ের উৎসবকে নিজের উৎসব মনে করে, তাতে নির্বোধ মূর্খের ন্যায় গা ভাসিয়ে দেয়া কোন ভাবেই অসাম্প্রদায়িকতা নয়। এর নাম সুবিধাবাদীতা।
তথ্যসূত্রঃ
ছবি বিবিসির সৌজন্যে
১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১
নাফাজি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
বোধহীন স্বপ্ন বলেছেন: আমার মতে অসাম্প্রদায়িকতা হলো, অন্য সম্প্রদায়কে শ্রদ্ধার চোখে দেখা, তাদের কোন ক্ষতি না করা।[/sb
সহমত ।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
নাফাজি বলেছেন: ধন্যবাদ সহমত পোষণ করার জন্য।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮
আমি নি (?) বলেছেন: উৎসব সবার।
উৎসব কে কোন ধর্ম বর্ণ গোত্র কিম্বা লিঙ্গের বাধনে আসলে কখনই বাধা যায় নি।
উৎসব সে যে করনেই হোক না কেন তা মানুষের সম্পদ।
জীবকে সুখী করে, নির্ভার করে, রঙিন করে উৎসব।
ভেদ নয়। উৎসব চাই।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮
আমি নি (?) বলেছেন: উৎসব সবার।
উৎসব কে কোন ধর্ম বর্ণ গোত্র কিম্বা লিঙ্গের বাধনে আসলে কখনই বাধা যায় নি।
উৎসব সে যে করনেই হোক না কেন তা মানুষের সম্পদ।
জীবকে সুখী করে, নির্ভার করে, রঙিন করে উৎসব।
ভেদ নয়। উৎসব চাই।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
নাফাজি বলেছেন: ধর্ম কর্ম বাদ দিয়ে খালি উৎসবই করে যাবেন? উৎসব পালন করতে গিয়ে যদি স্রষ্টার সাথে কাউকে অংশীদার করতে হয়, তবুও তা করে যাবেন? আগে তো ধর্ম এসেছে, তারপর এসেছে ধর্মীয় উৎসব।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: "ধর্ম যার যার, ধর্মীয় উৎসবও তার তার।"
সহমত................
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
নাফাজি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
তানজিব বলেছেন: সহমত
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
নাফাজি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৮
আবদুল্লাহ্ আল মামুন বলেছেন: "ধর্ম যার যার, উৎসবও তার তার।" আমার মতে অসাম্প্রদায়িকতা হলো, অন্য সম্প্রদায়কে শ্রদ্ধার চোখে দেখা, তাদের কোন ক্ষতি না করা। নিজের বিশ্বাস বিসর্জন দিয়ে, অন্য সম্প্রদায়ের উৎসবকে নিজের উৎসব মনে করে, তাতে নির্বোধ মূর্খের ন্যায় গা ভাসিয়ে দেয়া কোন ভাবেই অসাম্প্রদায়িকতা নয়। এর নাম সুবিধাবাদীতা।
১০০% সহমত...
১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
নাফাজি বলেছেন: ১০০% সহমত পোষণ করার জন্য মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০
মদন বলেছেন: +++++++++++++++++