![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
আমি সত্যি বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যম হতে প্রাপ্ত তথ্য অনুসারে, অবাধ (কারণ উনারা কোন বাধার সম্মুখীন হননি
) ও নিরপেক্ষ (কারণ অন্য কোন পক্ষ নেই
) নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় দেড়শতাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন। হাততালি, হিপ হিপ হুররে। এদেশের নির্বাচনের ইতিহাসে এটা একটা রেকর্ড
।
ভোট গ্রহণের আগেই দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বর্তমান শাসক দল। এ বিজয় যে, কত গর্বের তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি নিশ্চিত, বিজয়ী দলের বাকপটু নেতারা অবশ্যই তা ভাষায় প্রকাশ করবেন
। বিজয়ের এই মাসে নির্বাচনে শাসক দল যে বিজয় অর্জন করেছে তার জন্য তাদের জানাই অভিনন্দন
। জাতিকে এমন একটি নির্বাচন উপহার দিয়ে এবং জনগণের কিছু টাকা অন্তত অপচয়ের হাত থেকে রক্ষা করে, নির্বাচন কমিশন নিশ্চয়ই গর্ববোধ করছে।
যাক এই বার একটু সিরিয়াস হই, বর্তমান শাসক দলকে কিছু প্রশ্ন করি। বলুনতো, কি অর্জন করলেন এই নির্বাচনের মাধ্যমে? সম্মান, ভালোবাসা, সমর্থন? সংবিধান, ভোটাধিকার কি প্রতিষ্ঠিত হল? গণতন্ত্র কি সুরক্ষিত হল? এইটা কি ইলেকশান হলো না সিলেকশান? আর জনগণকেই বা কি শিক্ষা দিলেন, আদর্শ গণতন্ত্রের দীক্ষা?
আমার মনে হয়, সময় এসেছে "আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব" এই স্লোগানটি পরিবর্তন করার। এখন থেকে চালু হোক নতুন স্লোগান, "আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।"
তথ্যসূত্রঃ
নির্বাচনে রেকর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ১৫১ জন
ভোট ছাড়াই মহাজোট সংখ্যাগরিষ্ঠ?
ব্যালটে ভোট ১৪৯ আসনে
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
নাফাজি বলেছেন: এতটা পক্ষপাতদুষ্ট না হলেও পারতেন।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
জন রাসেল বলেছেন: ফেবুতে দেয়া ইশটেটাশটা শেয়ারাইলামঃ Click This Link
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
নাফাজি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬
বাঁশ আর বাঁশ বলেছেন: "আমার ভোট আমিই দিব,
কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।"
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।।।।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
নাফাজি বলেছেন: জোরসে বলো
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬
বাঁশ আর বাঁশ বলেছেন: "আমার ভোট আমিই দিব,
কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।"
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।।।।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
নাফাজি বলেছেন: আরো জোরে
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০
মদন বলেছেন: আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
নাফাজি বলেছেন: আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
রাজীব বলেছেন: এখন ডিজিটাল যুগ। এই যুগে কস্ট করে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হয় না।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
নাফাজি বলেছেন: ১০০ ভাগ সহমত। মায়া লাগছে ঐ ১৪৯ টা আসনের ভোটারদের কথা ভেবে, তারা এখনো এনালগ যুগে পরে আছে, উনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। :-<
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
আবদুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্যিই সেলুকাস... রে বাবা...
আসলেই সব সম্ভবের দেশ, আমাদের এই দেশ...
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
নাফাজি বলেছেন: আর বইলেন না ভাই, যেই তামাশা দেখছি তা যে কবে শেষ হবে আল্লাহ্ই ভালো বলতে পারবেন।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: "আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব।"
নির্লজ্জতার সীমা পেরিয়ে গেছে
স্বেচ্ছাচার আর তবে কারে বলে?????
স্বৈরাচারী হতে কি এরচে বেশী কিছু করতে হয়????
স্বাধীনতার সমৃদ্ধ ইতিহাসকে একদলীয় করে যাওবা করে খাচ্ছিল-১৩-তে এসে একেবারে বাপের নাম ডুবিয়ে যাচ্ছে!!!!!
হিটলারতো বিশ্বের দুই তৃতীয়াংশ দখল করতে পেরেছিল- দখলে আছে না নামটা সম্মান পায়!!!!!????
শুধূই ঘৃণা সেখানে!!!!!
যার খুশী যত ঘৃনার সঞ্চয় করুক
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
নাফাজি বলেছেন: আমি খুব অবাক হয়ে ভাবছি, সরকার কি অর্জন করতে চাইছে এই নির্বাচনের মাধ্যমে, জনগণকে বা আন্তর্জাতিক বিশ্বকে কি বোঝাতে চাইছে? অদ্ভূত।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
উপপাদ্য বলেছেন: মদন বলেছেন: আমার ভোট আমিই দিব, কিন্তু সুযোগ পেলে তবেই না দিব
=p
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
নাফাজি বলেছেন: হুমম, সর্বশেষ তথ্যমতে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন। হাততালি।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
পাঠক১৯৭১ বলেছেন: হাসিনার উচিত ভোট বন্ধ করে, সন্ত্রাস দমন।