নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

কে বড় সাম্রাজ্যবাদী, আমেরিকা নাকি রাশিয়া?

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

আমি জানি, এ প্রশ্ন শুনেই ভন্ড বামেরা তেলে বেগুনে জ্বলে উঠবে। তাতে আমার কি! /:) নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে, আপনাকে স্বীকার করতেই হবে যে, আমেরিকা ও রাশিয়া উভয়ই সাম্রাজ্যবাদী। যাদের পবিত্রভূমি রাশিয়া, তাদের প্রায়শই দেখা যায়, কয়েকডজন একত্রিত হয়ে রাস্তার ধারে দাড়িয়ে, সাম্রাজ্যবাদী আমেরিকা আর একটি বিশেষ ধর্মে বিশ্বাসীদের (ভন্ড বামদের ভাষায় এরা মৌলবাদী) বিরুদ্ধে গলা ফাটিয়ে চিৎকার চেচামেচি করছে। আর এই সব জঞ্জালদের উৎসাহ দেয় ধবধবে সাদা চুলের ক্লিন সেভড থুরথুরে বুড়োরা। ;)



ভন্ড বামদের পবিত্রভূমি রাশিয়া যে, কত বড় মাপের সাম্রাজ্যবাদী তা আবারো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। :-* ইউক্রেনের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। খালি ক্রিমিয়া দখল করেই রাশিয়া তুষ্ট হতে পারছে না। এখন পুরো ইউক্রেনের দিকে লোলুপ দৃষ্টি দিয়েছে। অতীতে আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে তাদের সাম্রাজ্যবাদী চরিত্র উন্মোচিত করেছিল। মানুষ ভুলে গেছে, তাই হয়তোবা আবারো সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে। একসময়তো পুরো মধ্য এশিয়া আর পূর্ব ইউরোপ দীর্ঘ সময়ের জন্য দখল করে রেখেছিল।



প্রিয় পাঠক, আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি না যে, আমেরিকা ধোয়া তুলসী পাতা। আমেরিকা যেরকম সাম্রাজ্যবাদী, ঠিক তদ্রূপ রাশিয়া একটি সাম্রাজ্যবাদী। এই চরম সত্যটা এ দেশের বামেরা লুকিয়ে রাখতে চায়। তুরস্কের গেজি পার্কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তুরস্কের পুলিশ কঠোর অবস্থান নিলে এ দেশের বামদের গায়ে আগুন লেগে যায়, রাস্তার ধারে দাড়িয়ে তুরস্কের (তাদের ভাষায় মৌলবাদী) সরকারে বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অথচ ব্রাজিলে ও ভেনেজুয়েলায় বিক্ষোভকারীদের বিপক্ষে যখন সে দেশের সরকার কঠোর অবস্থান নেয়, তখন এরা মুখে কুলুপ এটে বসে থাকে। মায়ানমারের রোহিঙ্গাদের উপর যখন বৌদ্বরা বর্বর হামলা চালায় তখন তো এরা প্রতিবাদ করেনা। চিন্তা করুন, কি ভয়ঙ্কর রকমের দ্বিমুখী আচরণ।



এদের কেউ কেউ অন্তরে ধর্মীয় বিদ্বেষ লালন করা সত্ত্বেও লোকদেখানো ধর্ম কর্ম করে। বিপ্লবের নামে বিশৃঙ্খলা ফিৎনা আর প্রগতিশীলতার নামে নাস্তিকতার বিষ বাষ্প ছড়িয়ে দেয়ায় এদের প্রধাণ কাজ। এরা দ্বিমুখী নীতি বিশিষ্ট। এদের অন্তরে এক আর মুখে আরেক। আপনারা কি জানেন, ইসলামে এই সব দ্বিমুখীনীতি বিশিষ্ট দ্বিপদীদের কি বলে? উত্তর, মুনাফিক। সুতরাং এদের থেকে সাবধাণ। :-*

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬

ইমাম হাসান রনি বলেছেন: দুইটাই তবে আমেরিকা রাশিয়ার চেয়ে বেশি সাম্রাজ্যবাদী X(

জোর যার মল্লুক তার

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫০

নাফাজি বলেছেন: উহু, একমত হতে পারলাম না। আমার মতে দুটোই সমানে সমান।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: এই মুহুর্তে আমেরিকাই বেশি সাম্রাজ্যবাদী। রাশিয়া এখন আমেরিকার পর্যায়ে আশার চেষ্টা করছে।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১১

নাফাজি বলেছেন: রাশিয়ার পকেটে পয়সা কম তো তাই আমেরিকা থেকে কিছুটা পিছিয়ে আছে। খুব শীঘ্রই আমেরিকাকে ধরে ফেলবে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২১

জেনারেশন সুপারস্টার বলেছেন: রাশিয়া :P

বাংলাদেশের বামেরা এখন আর রাশান বলশেভিকেজমের স্বপ্ন দেখেনা।রাশান বলশেভিকদের পথে এখন বিএনপি হাটছে এটা বলা যেতে পারে।বাংলা বাম এখন খানি চীনা কমিউনিস্টদের মাঝে সোনার খনি দেখে /:)

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

নাফাজি বলেছেন: বাংলাদেশের বামেরা এখন শাসক দলের কাছাকাছি থেকে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৭

রিফাত ২০১০ বলেছেন: নিজের দেশের অবস্থা ১২ টা । ওদের নিয়ে চিন্তা করার সময় কোথায়?

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২

নাফাজি বলেছেন: এই দুই দেশের সাথে নিজের দেশও জড়িত। আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারে একটু সচেতন হোন, বুঝতে পারবেন। রাশিয়া যদি মনে করে আমেরিকা বিএনপিকে সমর্থন দিচ্ছে তাহলে সে ও ভারত সমর্থন দিবে আওয়ামীলীগকে। মারা পরবে বাংলাদেশী, যেভাবে মরছে সিরিয়ানরা।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

নাফাজি বলেছেন: লোড হতে অনেক সময় নিচ্ছে।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

হেডস্যার বলেছেন:
আমেরিকা রাশিয়ার তুলনায় অবশ্যই অতি মাত্রায় বেশি সাম্রাজ্যবাদী।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪

নাফাজি বলেছেন: মনে হচ্ছে, শীতল যুদ্ধের ইতিহাস আপনার অজানা।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কোল্ড ওয়ার দেখতে চাই। সভ্যতা অনেক নতুন আবিষ্কার পাবে। :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.