![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
কিছুক্ষণ আগে দেখলাম, বিটিভিতে এক অদ্ভুত অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে (অনেকেই হয়তো বলবেন, এ আর নতুন কি), অনুষ্ঠানের টাইটেল "ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু"। মিনিট পাচেক দেখলাম। সেখানে "পদ্মা সেতু" নামক এক অভাগা সেতুর সাথে জড়িত এক বিশেষ ব্যক্তি "মশিউর রহমান" বিশ্বব্যাংকের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নিয়ে কিছুক্ষণ আলোকপাত করলেন। তারপর অনুষ্ঠানের সঞ্চালক চলে গেলেন, এইচ টি ইমামের কাছে। এইচ টি ইমাম সাহেব, বঙ্গবন্ধুর বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিতে শুরু করলেন। আর আমি সাথে সাথেই টিভির সুইচ বন্ধ করে সামুতে ব্লগ লিখতে বসে গেলাম। সবার সাথে এই বিচিত্র অভিজ্ঞতা শেয়ার না করে থাকতে পারলাম না।
অনুষ্ঠানের টাইটেলর সাথে উপস্থিত অতিথিদের আলোচনার কোন মিল না পেয়ে খুবই মর্মাহত। কেউ কেউ হয়তো বলবেন পুরো অনুষ্ঠান না দেখেই মন্তব্য করা ঠিক না। পুরো অনুষ্ঠান দেখার মতো এত বড় ঝুকি আমি নিতে পারলাম না, দুঃখিত।
বিঃ দ্রঃ আমি জানি এই পোস্টটি পড়ার পর অনেকেই হয়তো আমার উপর খুবই রাগ করবেন, কেন আমি বস্তাপচা চ্যানেল বিটিভি দেখতে গেলাম। বিশ্বাস করেন, আমি চ্যানেল পরিবর্তন করছিলাম আর হুট করে মাঝখানে বিটিভি এসে গেল।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৪
নাফাজি বলেছেন: বিটিভি যে সরকারি চ্যানেল তা তো সবাই জানি। আমার কথা হলো, ৯৬ থেকে ২০০০ বা ২০০৮ থেকে ২০১৩ এই সময় তো আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। তখন বিটিভিতে "ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু" এ টাইটেলে কোন অনুষ্ঠান কি প্রচারিত হয়েছিল? মনে হয় না। কিন্ত্ত এইবার "ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু" এ টাইটেলে অনুষ্ঠান হচ্ছে। হুমমম।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৮
নাফাজি বলেছেন: আমি বলতে চাইছিলাম, হারানো ইতিহাস পুনরুদ্ধার করতে একটু বেশী সময় লেগেছে, এই আর কি।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫২
প্রবাসী ভাবুক বলেছেন: অপেক্ষা করেন! সম্প্রচার নীতিমালা পাশ হয়ে গেলে দেশের সব চ্যানেলই বিটিভির মত হয়ে যাবে৷
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৫
নাফাজি বলেছেন: সম্প্রচার নীতিমালার কথা বলে মনে ভয় ঢুকিয়ে দিলেনতো।
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৯
এমএম মিন্টু বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
নাফাজি বলেছেন:
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ২:০০
এমএম মিন্টু বলেছেন:
৫| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: ইসলাম প্রচারে বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের অসামান্য অবদান আছে। আওয়ামী লীগ না থাকলে আসিফ মহিউদ্দীন, থাবা বাবা, হু আজাদ, চামচুল হক, অমি রহমান পিয়াল নামের এই বেশ্যা কুকুরগুলোর জন্ম হতোনা - আর ইসলামের প্রতি মানুষের সহজাত আকর্ষণ কখনোই গড়ে উঠত না।
তাদের জীবন যাপন পদ্ধতি আর ইসলামী ব্যক্তিত্বদের জীবন যাপন পদ্ধতি অনুধাবন করে সাধারণ মানুষের পক্ষে জীবন যাপনের সঠিক সুন্দর পদ্ধতি বেছে নিতে সহজ হচ্ছে।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
নাফাজি বলেছেন: দারুণ। অতি উত্তম বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫১
ইমাম হাসান রনি বলেছেন: শেষ কবে বিটিভি দেখছিলাম মনে নাই
যখন যে সরকার ক্ষমতায় থাকবে তখন এটা তার চ্যানেল সোজা হিসাব ।