![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
গত রামাদানের একটি বহুল আলোচিত খবর ছিল, চীনা সরকারের, মুসলিমদের উপর রোজা রাখায় নিষেধাজ্ঞা এবং জোর করে মুসলিম ছাত্রদের রোজা ভাঙতে বাধ্য করা। আজকে আরেকটি খবর দেখলাম, সেখানে উল্লেখ করা হলো, চীনা সরকারের মুসলিমদের দাড়ি রাখার এবং মুসলিম মেয়েদের হিজাব পরিধানের ব্যাপারেও আপত্তি রয়েছে। প্রিয় পাঠক, এটাই হলো কম্যুনিজমের আসল রূপ।
খবরে আরো উল্লেখ রয়েছে, এই নোংরা বাম কম্যুনিস্ট সরকার মুসলিম ছাত্রদের কুরআন শরীফ তেলাওয়াত করতেও বাধা দেয়। এমনকি কোন বিয়েতে বা মৃত সৎকারে যদি ইসলামী অনুশাসন পালন করা হয় তাতেও এ কম্যুনিস্ট সরকারের আপত্তি।
পাবলিক বাসে মুসলিমদের উঠতে দেয়া হয়নি, শুধুমাত্র দাড়ি রাখার কারণে বা হিজাব পরিধান করার কারণে। কি অদ্ভুত, কি বিচিত্র দেশ! হিজাবের কারণে মেয়েদের এরেস্ট করার ঘটণাও ঘটেছে।
অনেকেই হয়তো অবাক হচ্ছেন। অবাক হবার কোন কারণ নেই, কারণ এটাই কম্যুনিজমের আসল রূপ। কম্যুনিস্ট দেশগুলোতে সাধারণ মানুষ নিজস্ব সত্তা বিসর্জন দিয়ে এক অদ্ভুত ধরণের দাসে পরিণিত। পৃথিবীর যেখানেই কম্যুনিস্ট সরকার ক্ষমতায় এসেছে, সেখানেই মানুষের ব্যক্তি স্বাধীণতা, ধর্মীয় স্বাধীণতা হরণ করা হয়েছে। আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর, ইসলামই এখন তাদের নাম্বার ওয়ান শত্রু।
তথ্যসূত্রঃ
China targets Uighurs with beards, burqas
China Xinjiang: Muslim students 'made to eat' at Ramadan
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
নাফাজি বলেছেন: জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জলিল তাঁর ‘কৈফিয়ত ও কিছুকথা’ গ্রন্থে লিখেছেনঃ “দলীয় জীবনে জাসদের নেতা-কর্মীরা ধর্মীয় মূল্যবোধ প্রায় সম্পূর্ণভাবে বিসর্জন দেয়ার ফলে নৈতিকতার ক্ষেত্রে অবক্ষয় ঘটে, ব্যক্তিজীবনে আসে বিশৃঙ্খলা এবং ধর্মীয় নৈতিকতা এবং মূল্যবোধে পরিচালিত সমাজদেহ থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়লেও সমাজে বসবাসরত জনগণকে ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক জীবন এবং মূলবোধ থেকে বিচ্ছিন্ন করতে মোটেও সক্ষম হয়নি। প্রচলিত পারিবারিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা থেকে কেবল নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলেই বিকল্প সংস্কৃতি জন্ম নেয় না, বরং এই ধরনের রণকৌশল অবলম্বন সমাজে প্রচলিত নীতি, নৈতিকতা, আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি তাচ্ছিল্য, উপহাস এবং ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায়, যা প্রকারান্তরে বিপ্লবী আন্দোলনের বিপক্ষে চলে যায়।"
২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯
আবদুল্লাহ্ আল মামুন বলেছেন: এতদিন মনে করতাম, china আমাদের বন্ধু, কিন্তু এরা ইসলামের বড় শত্রু...
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০১
নাফাজি বলেছেন: ভাই, বাম কম্যুনিস্টরা কখনোই মুসলিমদের বন্ধু ছিল না। যদিও এরা দেখতে মানুষের মত, কিন্তু আমার কাছে এরা সমাজ সভ্যতা সংস্কৃতি বিবর্জিত নিচু স্তরের প্রাণী বিশেষ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮
আবদুল্লাহ্ আল মামুন বলেছেন: এতদিন মনে করতাম, china আমাদের বন্ধু, কিন্তু এরা ইসলামের বড় শত্রু...