![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে
পাপ (sin) পৃথিবীর সবচেয়ে উপযুক্ত কিন্তু এড়িয়ে চলা শব্দ। যেই মুহুর্তে আদম হাওয়া নিষিদ্ধ মাকাল ফল খেয়েছিল, সেটাই ছিল কোন মানুষের দারা সংঘটিত প্রথম পাপ। সেই থেকে যুগ যুগ ধরে মানুষ অসঙ্খ্য পাপ করেছে। নিত্যনতুন উপায়ে। তবে পাপেরও শ্রেনীবিভাগ আছে...
( ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে ঝুলানো আদম হাওয়ার মাকাল ফল খাওয়ার একটা পেইন্টিং। একেছেন দা মাস্টার Michelangelo)
সর্বপ্রথম গ্রীক ধর্মীয় দার্শনিক ইভাগ্রিয়াস মনুষ্য সৃষ্ট পাপকে ৮টি ভাগে ভাগ করেন। এরপর সপ্তম শতাব্দিতে পোপ গ্রেগ্ররী ৮ টি থেকে ৭ টি তে কমিয়ে আনেন। কিন্তু তার মধ্যে sadness বা কস্ট নামক পাপ ছিল। পড়ে সেইন্ট থমাস অ্যাকুইনাস এর বিরোধিতা করে বলেন কষ্ট কখনো পাপ হতে পারেনা। এর বদলে তিনি sloth বা আলসেমি কে পাপ হিসেবে স্থান দেন।দান্তের বিখ্যাত কাব্য The Divine Comedy তে ৭ রকমের পাপ/ পাপীর বর্ননা দেন যারা তীব্রতা অনুযায়ী ৭ টি আলাদা স্তরে ৭ টী আলাদা উপায়ে শাস্তি পাবেন। ইতালিয়ান চিত্রকর বতিচেল্লি নরকের যে মানচিত্র আকেন সেখানেও নরক কে ৭ টি ভাগে ভাগদেখা যায় যাকে map of hell বলে। ইসলামে ৭ জাহান্নামের কথা বলা হয়েছে তা মুলত নরকের এই ৭ টি স্তর, যেখানে আল্লাহ ৭ রকমের পাপীকে স্তান দিবেন। এই ৭ টি পাপকেই একসাথে The Seven Deadly Sins বলে। সবগুলো পাপের বর্ননা,প্রকৃতি, সেই পাপের জন্য শাস্তি ক্রমানুসারে নীচে দেয়া হল-
7. Lust (কাম)- অবৈধ শারীরিক সম্পর্ক কড়া, এমনকি কাউকে দেখে কামোত্তেজনা বোধ কড়া। বিপরীত লিঙ্গের সাথে মিলনকে অতিরিক্ত ভালোবাসা। দান্তে এটিকে ৭ম স্তরে রেখেছেন। এই পাপের জন্য আপনাকে নরকে তরল গলিতলাভা পান করতে দেয়া হবে। যাকে অনেকে রসিকতাকরে কিস অফ লাভও বলে ।প্রতিক গরু এবং রং নীল
6. Gluttony(অতিক্ষুধা)- প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া কিংবা নষ্ট করা। ভুখা মানুষকে খাবার না দেয়া। এর স্থান ৬ ষষ্ঠ। এর জন্য আপনাকে ইদুর, বিছা, সাপ খেতে বাধ্য করা হবে। প্রতিক শূয়র, রং কমলা
(এই চিত্রে দেখান হয়েছে, আসলে আমাদের মনের কোন কোন অংশ কোন কোন পাপের সাথে যুক্ত। প্রত্যেকটি পাপকে একটি পশু দিয়ে বুঝানো হয়েছে। (clockwise: toad = avarice; snake = envy; lion = wrath; snail = sloth; pig = gluttony; goat = lust; peacock = pride).
5.Sloth(আলসেমী)- শারীরিক পরিশ্রমে অনিহা,অতিরিক্ত আলসে। সাপের গর্তে ছুড়ে ফেলাহবে। প্রতিক ছাগল, রং হাল্কা নীল
4.Greed (লোভ)- জীবন্ত তেলে সেদ্ধ করা হবে। এই ব্যাপারে কোরআনে বলা আছে, সেই তেল হবে সর্বোতকৃস্ট। প্রতিক ব্যাঙ রং কমলা
3.Wrath( অতিরিক্ত রাগ)- অতিরিক্ত রাগ করা,অকারনে অন্যকে কস্ট দিতে ভালোবাসা, যুদ্ধবাজ মানুষ/জাতি। জীবন্ত শরীর কে টেনে ছিঁড়ে ফেলা হবে। প্রতিক ভালুক রং লাল
2.Envy (jealousy)- হিংসা। হিংসার উত্তাপ নাকি আগুনের চাইতে বেশি। তাই তাদেরকে ঠান্ডা করার জন্য ঈশ্বর তাদের অসম্ভব ঠান্ডা পানিতে চুবাবেন। ঈশ্বর তো ভালই রসিক দেখছি । প্রতিক কুকুর, রং সবুজ
1.Pride(অহংকার)- অহংকারির স্তান সবচেয়ে নীচে। অহংকারীকে চাকার উপর বেঁধে শরীরের প্রত্যেকটা হাড় ভেঙ্গে ফেলা হবে। হার ভাঙ্গার মট মট শন্দ নাকি অহংকারীকে মনে করিয়ে দিবে, কতটা ক্ষুদ্র তারা। প্রতিক ঘোড়া রং বেগুনী।
১৫৮৯ সালে Peter Binsfeld প্রত্যেকটি পাপের জন্যে এক একজন করে শয়তান কে দায়ী করে তাদের নাম প্রকাশ করেন। আসলে এটা শয়তানেরি ৭ টা রুপ যা আমাদের ওই পাপগুলো করতে উতসাহিত করে।
পাপ - দায়ী শয়তানের নাম
pride- Lucifer
greed - Mammon
lust - Asmodeus
envy - Leviathan
gluttony - Beelzebub
wrath - Amon or Satan
sloth - Belphegor
খুশির কথা হল এই যে ঈশ্বর এই ৭ টা পাপকে কাউন্টার করার জন্য ৭ টা পুন্য কে রেখেছেন। যাদের একসাথে বলে সেভেন ভার্চুস (Seven Virtues) বা ৭ টি পুণ্য। কোন পাপের বিপক্ষে কোন পুণ্য কে রেখেছেন টেবিল নীচে দেয়া হল
আজ থেকে ৪ মাস আগে ইতালিয়ান দার্শনিক দান্তের বিখ্যাত কাব্যগ্রন্থ দা ডিভাইন কমেডি পড়তে শুরু করেছিলাম। ১৪০০০ লাইনের সুবিশাল এই কাব্য গ্রন্থটি পড়তে সময় লেগেছে তিন মাস। এতো সময় লাগত না। আমি চেয়েছি শুধু মুখে পড়া না, প্রত্যেকটা লাইনের সিম্বলিক মিনিং ইতিহাস সহ জানতে। যার জন্য প্রাচীন ইটালিয়ান ভাষাও পড়তে হয়েছে কিছু। নেটে কাটাতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। বলেছিলাম পড়া শেষ হলে গল্প শুনাব নরকের। আজ শুরু হল। এটা প্রথম লিখা ডিভাইন কমেডির উপর... নরকের দরজার সামনে কি লিখা থাকবে জানেন?
Abandon All Hope Ye Who Enter Here
©somewhere in net ltd.