নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ারিশ আজাদ নাফির উঠোন

আমি একটু থামি। আমি বুঝি, আমি বোঝার চেষ্টা করি। আমার কোন আফসোস নেই, নেই অভিযোগ। আমি শুধু আমার লোক

আহারে বেচারা

আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে

আহারে বেচারা › বিস্তারিত পোস্টঃ

পকেট সাইজ ডায়নামাইট... ফাটলে উইরা যাইবা মনা

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়াম নাকি ভারতে অধ্যুসিত বাঙালী মুসলমানদের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ জায়গা দাবি করেছেন। অস্বাভাবিক কিছু না। কট্টর হিন্দুবাদি বিজেপি নেতা ভোটের বাজারে হিন্দুদের ভোট পাওয়ার জন্য এইসব উতভট কথা বলছেন বোঝাই যায়।তবে ঘটনা বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে আজকাল। ডিয়ার সুব্রামানিয়াম...নালায়েখ কে আওয়াদ কিছু কথা বলি শুন



এক ৭১ যুদ্ধটা ভারতের না , অল দা ওয়ে পাকিস্তান- বাংলাদেশ যুদ্ধ ছিল। শেষ পর্যায়ে পরাজয় নিশ্চিত জেনে জাতিসঙ্ঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করাবার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য পাকিরা ভারত আক্রমন করে। কারণ বাংলাদেশের মত ছোট দেশের কাছে সরাসরি হারলে মান ইজ্জতের ঘন্টা বাইজা যাইত তাদের ...

সেকেন্ড কথা, পাকিস্তান ভারত আক্রমন করে ডিসেম্বরে। কিন্তু তার আগের সাতমাসে যদি আমাগো বীর মুক্তিযোদ্ধারা পাকিদের ঠ্যাং আগেই ভাইঙ্গা না রাখত তোমরা ভারতীয়রা একলা এতসহজে পাকিদের সাথে যুদ্ধে জিততা না। তখনো তোমাগো এতো জোর হয় নাই। শুধুমাত্র উপকার করেছ বলে কিছু কই না।



ডিসেম্বরের ঘটনাই শোনাই, একটার পর একটা ফ্রন্টে পাক বাহিনীর পরাজয় হচ্ছে মিত্রবাহিনীর কাছে। পাকিরা সারেন্ডারের সময় হাত উচিয়ে একটা কথা বলত ' তুমি লোগ কন হো। ইণ্ডিয়ান আর্মি ওর মুক্তি। ইন্দিয়ান হোতো সারেন্ডার কারেঙ্গে। লেকিন মুক্তিকে পাস সারেন্ডার নেহি কারেঙ্গে ।' পাকিরা মুক্তিবাহিনীর বিচ্ছুদের এতই ভয় পেত যে তারা মুক্তিবাহিনীর কাছে সারেন্ডার পর্যন্ত করত না। জানে যে মুক্তির কাছে সারেন্ডার করলে রক্ষা নাই। কিন্তু ভারতীয় বাহিনী তাদের কিছু করবে না, জেনেভা কনভেনশনের কারণে বাঙালী বীর ঈশা খাঁর কথা মনে নাই! খাজনা তো দেয় নাই, তোমাগো মান সিংহরে ইঁদুর বানায়া ছাইড়া দিছিল



সেই মুক্তির দেশের জায়গা দাবি কর তুমি সুব্রামানিয়াম।



তোমাদের দেড়শ কোটি মানুষ আছে তিরিশ লক্ষ শহীদ নাই তোমাদের পনেরটা স্টেট আছে, কিন্তু এগারোটা সেক্টর নাই সাতজন বীরশ্রেষ্ঠ খুইজা আনত পারলে

তোমাদের সমঝোতার স্বাধীনতা দিবস আছে , কিন্তু বীরত্তের বিজয় দিবস নাই




সাইজে ছোট... পকেট সাইজ ডায়নামাইট... ফাটলে উইরা যাইবা মনা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

নিরব বাংলাদেশী বলেছেন: বিরিয়ানি খাওয়ার সময় আমার একছটাক ও নাই
পঞ্চগড় থেকে ভুটান বডারে দেয়াল টানিতে চাই

২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১

আহারে বেচারা বলেছেন: লোল ;)

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: বাঙালী বীর ঈশা খাঁর কথা মনে নাই! খাজনা তো দেয় নাই, তোমাগো মান সিংহরে ইঁদুর বানায়া ছাইড়া দিছিল
ইতিহাস কেউ মনে রাখে না, কিন্তু সে তার নিজস্ব গতিপথেই চলে।।

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

মাশুক আরেফিন প্রাঞ্জল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.