নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ারিশ আজাদ নাফির উঠোন

আমি একটু থামি। আমি বুঝি, আমি বোঝার চেষ্টা করি। আমার কোন আফসোস নেই, নেই অভিযোগ। আমি শুধু আমার লোক

আহারে বেচারা

আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে

আহারে বেচারা › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি দেন, বৃষ্টি নেন

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

সমস্যা হইছে বৃষ্টি কেন আসতেছে না। আসেন দেখি কারণ কি



আইডেন্টিটি ক্রাইসিস

বৃষ্টি বাংলাদেশে আসার সমস্ত প্রস্তুতি নিয়েছিল। এ সময়ে টিভিতে দেখে এক লোক বলছে ' জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।' যে দেশে জন্ম পরিচয় পাল্টানোর চেষ্টা চলে সে দেশে আসলে বৃষ্টির নিজের বার্থ সার্টিফিকেট নিয়া টানাটানি পড়ে যাবে। দুঃস্বপ্ন দেখে সে ,' জিয়াউর রহমানই পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি এনেছিল ...' আইডেন্টিটি ক্রাইসিসের ভয়ে বৃষ্টি আর এদিকে আসেনা



তাবিজ তুমার

সারাদেশ যখন একফোটা বৃষ্টির জন্য হাহাকার করছে, খবর পাওয়া গেছে কোল্ড ড্রিঙ্কস আর এসি কোম্পানির মালিকরা এক হইয়া বৃষ্টি না আসার জন্য নফল রো্যা রাখা শুরু করছে। মাদ্রাজের বিখ্যাত এক পীর কে লক্ষ টাকা দিয়ে বৃষ্টিকে তাবিজ করার ব্যাবস্থা করা হয়েছে। সাথে আখের রস, লেবুর সরবত ওয়ালা, তরমুজওয়ালারা বৃষ্টি না আসার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে...



ইটস রেইনিং ফ্ল্যাশ এন্ড মবস

গরমের শুরুতে বৃষ্টি বাংলাদেশে রওনা দেয়। বাংলাদেশ সীমান্তের কাছে এসে দেখে অলরেডি আকাশ থেকে কিছু একটা সমস্ত বাংলাদেশে ঝরছে। তাই বাংলাদেশের নতুন করে বৃষ্টির দরকার নেই ভেবে বৃষ্টি সোমালিয়ার দিকে পথে ধরে। ঘটনা হচ্ছে আকাশ থেকে তাহলে কি ঝরছিল। এলিয়েন ইউএফো । না! আসলে ফ্ল্যাশ মব। ফ্ল্যাশ মবের বৃষ্টি হচ্ছিল তখন



আসল কারণ



গত বিয়াল্লিশ বছর ধরে বৃষ্টি ধৈর্য ধরে বাংলাদেশে সার্ভিস দিছে। ধৈর্য কেন। বৃষ্টি কাদের মোল্লা সাইদি গো আজমদের একাত্তরে দেখেছিল কুকাম করতে। সে রাজাকারদের বিচার হয়নি দেখেও বৃষ্টি দাঁত মুখ খিচে সার্ভিস দিছে বিয়াল্লিশ বছর। মাঝে মাঝে মাথা গরম করে অতিবৃষ্টি ঝরাইয়া বন্যায় ডাইকা আনছে... কিন্তু আর না। অনেক হইছে। জেলের মধ্যে বেঁচে আছে সেই কুখ্যাত রাজাকাররা। একজন মরেছে। বৃষ্টি সিদ্ধান্ত নিয়েছে এ পাপীরা যতদিন বাংলাদেশের আকাশে কার্বন ডাই অক্সাইড ছাড়বে ততদিন বাংলাদেশের আকাশে বৃষ্টি দেখা দিবেনা



... তাই দেশের আকাশে বৃষ্টি দেখতে চান ...তাত্তারি রাজাকারদের ওপাড়ে পাঠান

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.