নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ারিশ আজাদ নাফির উঠোন

আমি একটু থামি। আমি বুঝি, আমি বোঝার চেষ্টা করি। আমার কোন আফসোস নেই, নেই অভিযোগ। আমি শুধু আমার লোক

আহারে বেচারা

আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে

আহারে বেচারা › বিস্তারিত পোস্টঃ

কোটি মরদে মুজাহিদ এবং একজন হুমায়ুন আজাদ

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩

তিনি বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে...



নষ্টই তো। দেশের ৪০% মানুষ শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করে বলে রাজাকারের বিচার চায়না। শুধু মাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি লয়্যালিটি দেশ ও মুক্তিযুদ্ধের প্রতি লয়্যালিটির চেয়ে বেশি গুরুত্ত পায়...



আমার দাদা বলত বাংলাদেশের মুসলমানরা হল বিশ্বের সবচেয়ে বড় মুসলমান। এমনকি সৌদি অ্যারাবিয়ানরা এতবড় মুসলমান হতে পারেননি। প্রমান চান , কয়টা দিব। আজকের টা দেই, কুমিল্লায় গুজবের জেড় ধরে ৩৫ হিন্দু বাড়ি মন্দিরে হামলা-ভাংচুর। শাবাস মর্দে মুজাহিদ। এই না হলে সবচেয়ে বড় মুসলমান... তোদের কৃতিত্তে আর কিছুদিন পর নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগবে



এইসব মর্দে মুজাহিদ আল্লাহর অলি ইসলাম ধর্মের ন্যাশনাল সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে যে মানুষটা সবচেয়ে সোচ্চার ছিল আজ তার জন্মদিন। হুমায়ুন আজাদ এক জলন্ত অগ্নিশিখার নাম। নাম এক বিছুটি পাতার। যে পাতার নাম শুনলেই নষ্টদের সর্বাঙ্গে জ্বলুনি উঠত। হুমায়ুন আজাদ ধর্মান্ধ স্বাধীনতা বিরোধিদের কাছে ছিল প্যান্ডেমিক ভাইরাসের মত। তার কবিতা চোখে পড়লে ধর্মান্ধদের কোষে কোষে ভাঙ্গন ধরত...



নষ্টরা তাই তাকে বাঁচতে দেয়নি। হুমায়ুন আজাদরা মরে নারে পাগলা। আমার মত লাখো ঘাড়ত্যারা তরুণের মাঝে বেঁচে থাকে হুমায়ুন আজাদরা



আজ রাজাকারের বিচারের কথা বললে কোটি বাঙালী পাক সার জমিন সাদ বাদ গায়। আজ ভারতের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আবার আরেকদল গেয়ে ওঠে বন্দে মাতরম। আজ মায়ের বদন মলিন হলে চোখ ভাসেনা কারো। আজ এক হুমায়ুন আজাদের বড় দরকার...সত্য তবু উন্মোচিত হোক



মানুষের সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে ; অতিশয় দূরে বেঁচে আছি ,

পথের কুকুর দেখে মুগ্ধ হই , দেখি দূরে আজো ওড়ে মুখর মৌমাছি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

যুবায়ের খান বলেছেন: ইসলাম সর্বদা বিধর্মীদের অধিকার নিশ্চিত করেছে। তাই বিভ্রান্তির কোন সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.