![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে
অনেকেই আমাকে ইনবক্সে এবং সরাসরি জিজ্ঞেস করেন , ভাই মুক্তিযুদ্ধের বইয়ের একটা লিস্ট দেন। ছেলে মেয়েদের এমন আগ্রহ দেখে ভাল লাগে। মুক্তিযুদ্ধের অনেক বই আজকাল দুর্ল্ভ হয়ে গেছে। পাওয়া যায় না। মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে আশি নব্বই এর দশকে। আজকাল সবাইর হাতে হাতে অ্যান্ড্রোয়েড ফোন আছে। এই ফোনে একটা সুবিধা হল ইবুক রিডার দিয়ে ই বুক পড়া যায়। আমরা যদি মুক্তিযুদ্ধের বই গুলি ডাউনলোড করে মোবাইলেই পড়া শুরু করি কেমন হয়। খরচ টাও বেচে গেল। আর মুক্তিযুদ্ধ নিয়েও জানলাম। মুক্তিযুদ্ধ বিষয়টা ইতিহাস যেহেতু একটু কাটখোট্টা। তাই প্রথম ভাগে যে ৫ টা বইয়ের নাম দিলাম সেগুলো সহজপাঠ্য এবং আনন্দদায়ী বই। এই ৫ টা শেষ হলে কমেন্টে আমাকে জানাবেন , তারপর আর ৫ টা দেয়া হবে। মুক্তিযুদ্ধ কে জানতে হলে জীবন কে থামায় রাখা লাগেনা। যারা এইসব অজুহাত দেখায় তারা সুবিধাবাদী মডারেট ছাড়া আর কিছুনা। আমি চাই আমি যেমন মুক্তিযুদ্ধের গল্প শোনাই, একদিন এই ছোট ভাই বোনেরাও শোনাবে। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক মুক্তিযুদ্ধকে জানা। হ্যাপি রিডিং। ও হা শেয়ার করবেন। সবাইর জানার দরকার আছে
1.একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
ডাউনলোড লিঙ্কঃ http://goo.gl/Ft9ViF
2. একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/VZwYCn
3. চরমপত্র- এম আর আখতার মুকুল
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/1pXDxBY
4. অপারেশন জ্যাকপট- সেজান মাহমুদ
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/1vzwOBj
5. জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/1rH9gtF
6. একাত্তরের একদল দুষ্ট ছেলে- আনিসুল হক
ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/1ufj0In
©somewhere in net ltd.