![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গবেষকরা জরিপ চালিয়ে দেখেছন, মেয়েরা সচরাচর ১৩টি মিথ্যা কথা প্রায়ই বলে। জেনে রাখা ভাল কী সেগুলো।
১. আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম না।
২. আমি তোমাকে পছন্দ করি কিন্তু কখন আমার মধ্যে ভালোবাসা তৈরি হবে জানি না।
৩. এখনই যদি আমি রাত কাটানোর সিদ্ধান্ত নেই, তবে তোমাকেই বেছে নেব।
৪. আমার মনে হয় আমাদের বিলটা শেয়ার করা উচিত। সবসময় তুমি দেবে কেন?
৫. আমি কখনোই বুঝতে পারিনি- এটা আমার এত ভাল লাগবে।
৬. তুমি যদি বন্ধু হতে চাও- আমার আপত্তি নেই। আমিও তাই ভাবছিলাম। কেন শুধু শুধু জটিলতা ডেকে আনা?
৭. হোক ছেলেটা টাকমাথার এবং দেখতে খারাপ। কিন্তু টাকা তো আছে। একটা নিশ্চিত জীবন পাওয়া যাবে।
৮. আমি সবকিছু আঁকড়ে ধরে থাকতে চাই না। ঘ্যানঘ্যানও করতে চাই না।
৯. আমি শুধু তোমাকেই চেয়েছিলাম।
১০. আমি যদি তার সঙ্গে না থাকি, তবে সে আরেকজনকে ঠিকই খুঁজে নেবে।
১১. তোমার কোনো ভুল নেই, আমারই কোথাও ভুল হয়েছে।
১২. তোমার বাড়ির লোকদের সঙ্গে আমি ভালই আছি। হাজার হোক তারা তো আমারই পরিবার।
সাবধান !!!
এমন আচরণে সম্পর্ক ভাঙ্গবেন না।
কেননা এটি গবেষনার ফলাফল হয়ত আপনার সুন্দর রিলেশান পারে ফলাফল বদলে দিতে।
"যে মুহূর্তে আপনি আশা ছেড়ে দিতে চান
সে মূহুর্তে একবার নিজেকে প্রশ্ন করুন-
তাহলে কেনইবা আপনি এতকাল আশা করে বেঁচেছিলেন ?
আপনার উত্তর আপনাকে আবার বেঁচে থাকার নতুন আশা যোগাবে।"
== মনে রাখবেন ==
পৃথিবীর সবচে সুন্দর সম্পর্ক হচ্ছে সেটা
যাতে একটা সাধারন হাসি বা ছোট্ট একটা sorry....
সবকিছু আবার আগের মত করে ফেলতে পারে !! ♥♥
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
nafihnn বলেছেন: তা তো আমিও জানি, তবে নতুন সম্পর্কের আগে জানলে ছেলেও পন্ডিত হবে, বলবে : 'তুমি এটি বলবে আমি জানি'
২| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
শাহ আজিজ বলেছেন: আপনার এই থিওরি পশ্চিম ঘেঁষা । দেশী বুদ্ধি দেন ।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
nafihnn বলেছেন: দেশী বুদ্ধি তো নিচে দিয়েছিলাম
সম্পর্ক টিকিয়ে রাখতে ==
পৃথিবীর সবচে সুন্দর সম্পর্ক হচ্ছে সেটা
যাতে একটা সাধারন হাসি বা ছোট্ট একটা sorry....
সবকিছু আবার আগের মত করে ফেলতে পারে !! ♥♥
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
নতুন বলেছেন: ৩. এখনই যদি আমি রাত কাটানোর সিদ্ধান্ত নেই, তবে তোমাকেই বেছে নেব।
৪. আমার মনে হয় আমাদের বিলটা শেয়ার করা উচিত। সবসময় তুমি দেবে কেন
এইগুলান অনুবাদ>> আমগো দেশের মেয়েরা এই কথা বলেই না...
দেশী মেয়েরা কি কি মিথ্যা বলে সেইটা নিয়া গবেষনা করেন...
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
nafihnn বলেছেন: আপনার আইডিয়াতে কি কি বলে ?
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
শূন্য পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
মেয়েরা মিথ্যা না বললে মজা নাই ||