| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মাঝে মাঝে শুনি যে এই ওয়েবসাইট হ্যাকিং হয়েছে ওই ওয়েবসাইট হ্যাকিং হয়েছে। আসলে হ্যাকিং টা কি? আগে জানতে হবে হ্যাকিং কি।
হ্যাকিং কি?
একটা ওয়েবসাইটের অনেক দুর্বল পয়েন্ট থাকে , সেই দুর্বল পয়েন্ট মাধমে কিছু মানুষ অবৈধ ভাবে ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢুকে পরে এবং ওয়েবসাইটির ক্ষতি সাধন করে থাকে,ওয়েবসাইটে অবৈধ ভাবে প্রবেশ করাই হল হ্যাকিং। যারা এই কাজ করে তাদের কে আমরা বলি হ্যাকার। আবার প্রশ্ন আসতে পারে হ্যাকার কি?
হ্যাকার কারা?
হ্যাকার হল একজন ব্যক্তি যিনি কোন মাধ্যম/ সিস্টেম খুত খুজে বের করে। একজন হ্যাকার মুলত প্রোগ্রামার যার প্রধান কাজ অনলাইনে কোন সিস্টেমের দুর্বল দিক গুলু খুজে বের করা ।
হ্যাকিং শিখতে হলে আপনাকে প্রথমে জানতে হবে IP address ।.
IP ADDRESS কি?.
IP Address বা Internet ProtocolAddress এর একটি সংখ্যা বিশেষ যা Network- এ যুক্ত প্রতি টি Device-এর জন্য নিধারিত যারা Communication-এর জন্য Internet Protocol ব্যাবহার করে । প্রতি টি IP Address unique ,. আপনে যে IP address ব্যাবহার করছেন তা অন্য কেউ আর ব্যাবহার করার সম্ভাবনা নাই। IP address দিয়ে ব্যাবহার কারি সনাক্ত করা হয়।
চলবে.........
©somewhere in net ltd.