![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলাকায় ওয়াজ মাহফিল হয়েছিল বছর খানেক আগে। সেই ওয়াজ মাহফিলে আমার অতি প্রিয় একজন বক্তা বলেছিলেন ঠিক এভাবে -
--
আমি এক মাহফিলে ববক্তৃতা শেষ করে স্টেজ থেকে নামার পরে একজন নাস্তিক আমার পাশে এসে আমাকে বলে
'হুজুর, হাজার হাজার বছর আগের একটি বইকে (কুরআন শরীফ) কেন্দ্র করে আপনারা কিভাবে (মুসলিম জাতি) নিজেদের জীবন চালনা করছেন??'
আমি প্রশ্নটি শুনে খানিকটা হকচকিয়ে গিয়ে ছেলেটার মাথা দেওয়ালের সাথে ঠেসে ধরি।
ছেলেটা যখন শ্বাস নিতে না পেরে ছটফট করে তখন তাকে ছেড়ে দেই।
এরপর ছেলেটাকে বলি,
"কোটি কোটি বছর আগের অক্সিজেন নিয়ে তুমি কিভাবে তোমার বর্তিমান জীবন অতিবাহিত করছ?"
ছেলেটি আমার কথা শুনে নিজের ভিতরে ইমান প্রতিষ্ঠা করে এবং এরপর থেকে সে ধার্মিক হয়ে যায় ---
এখন আমার কথা হচ্ছে নাসার বিজ্ঞানীরা পর্যন্ত আল্লাহর অস্তিত্ব নিয়ে অনেক ঘাটাঘাটি করে ব্যার্থ হয়ে কুরআনের বানীর সাথে সহমত পোষণ করে তাহলে এই মুক্তমনা ব্লগের কিছু কিছু পাতি সো কলড স্মার্ট নাস্তিকরা কিভাবে আল্লাহ এবং প্রিয় নবী রাসুলকে অশীকার করে? তাদের মনে কি একটুও ভয় নেই?
আরে গর্ধব বালিশে মাথা দিয়ে চিন্তা কর যে এই পৃথিবীর আবির্ভাব হয়েছে কিভাবে। তোরা বলিস অগ্নিতপাতের কারনে এই দুনিয়ার জন্ম হয়েছে। আমি মেনে নিচ্ছি। তবে এটা কি দিয়ে ভুল প্রমাণ করবি যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহতালা?? নাকি বলবি এটাও কোন অগ্নিতপাতের থেকে সৃষ্ট?
হাসি লাগে মুক্তমনার কিছু পাতি নাস্তিকের লজিক বিহীন পোস্ট পড়ে।
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
গরু গুরু বলেছেন: অরা (পাতি নাস্তিকরা) এক ধরনের মানষিক রুগী।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
সিপন মিয়া বলেছেন: প্রথমেই বলে নিই আমি মুসলিম। আপনার লেখায় অনেক ফাঁকফুকুর আছে।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২০
Nafiz Shovon বলেছেন: সিপন মিয়া- ভাই শুরু করেছি বেশিদিন হয়নি। ভালো করবার চেষ্টায় আছি
৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২২
Nafiz Shovon বলেছেন: গরু গুরু এবং নাদিম হোসেন ভাই @ সহমত
৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৯
মিতক্ষরা বলেছেন: নাস্তিকতাও এক ধরনের বিশ্বাস। অন্ধ বিশ্বাস।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০৪
Nafiz Shovon বলেছেন: আমি নাস্তিকদের মানসিক রোগীদের সাথে তুলনা করি
৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২০
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: বাংলাদেশের ম্যাক্সিমাম নাস্তিক পাগল এবং এদের দেখলে বুঝাযায় এরা কতটা হতাশায় ভুগছে।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: হায়রে শধু আস্তিক আর নাস্তিক ।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৫
কলাবাগান১ বলেছেন: মানুষ মংগল গ্রহে পানি খুজে পায় আর আমাদের এরা আছে সেই আস্তিক/নাস্তিক নিয়েই
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৮
জে এম নাদিম হোসেন বলেছেন: এক টা পুতুলের যদি সৃষ্টি কর্তা থাকে , তাহলে মানুষের ও সৃষ্ট
কর্তা আছে।