নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দায়িত্ববান নাগরিক

“হে কলম, উদ্ধত হ'য়ো না, নত হও, নত হতে শেখো, তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ পেয়েছেন ভদ্রমহোদয়গণ

দায়িত্ববান নাগরিক

Your heart is beating too fast, me too !

দায়িত্ববান নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা, উপলব্ধি এবং প্রেমপত্র

২১ শে জুন, ২০১৩ রাত ৯:২২





কখনো এমন সময় আসে যখন দুটি হৃদয় একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারে কিন্তু পারে না একে অপরকে আকড়ে ধরতে। পারে না একসাথে সারাজীবন বাচতে। অনেক সময় ক্ষনিকেই শেষ হয়ে যায়। অনেক ভালোবাসাই আছে যেখানে দুটি প্রাণ একসাথে স্পন্দিত হয় কিন্তু তার ছোয়া তৃতীয় কোনো প্রাণে লাগে না। হয়তবা লাগে, লাগলেও তারা দূরে সরিয়ে রাখে পৃথিবীর সামন্জস্যতার ব্যঘাত নিরসনে। অদ্ভুত এসব জটিলতার মাঝে অনেক বাধা বিপত্তি পার করা যায় কিন্তু শান্তি মেলেনা। জানি ভালোবাসা শান্তির সুবাতাস নিয়ে আসে, কিন্তু ঠিক একই কারনে অনেক সময় ভালোবাসা দূরে সরে যায় স্বেচ্ছায়।



স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া হৃদয়ে অনেক শুন্যতা ঘিরে ধরে, দিনের পর দিন শুন্যতা বাড়তেই থাকে। অনেক সময় এই শুন্যতার মাঝে ঝটিকা শান্তির সুবাতাস দোলা দিয়ে যায় কিন্তু শূন্যতাকে ছূড়ে ফেলতে পারে না। শুন্য হৃদয় জানে, যেখানে দুটি হৃদয় সমসুরে গাইলেও সংগীত হয় না সেখানে প্রেমকাব্যও রচিত হতে পারে না। তাই এই সংগীত, কাব্য শুন্য থেকে শুন্যেই মিলিয়ে যায়।



ভালোবাসার উদয়ের দিনগুলোতে মনের হাজারো কথা কয়েক লাইনে লিখে পাঠানো চিঠিখানা শুরু থেকে শেষদিন পর্যন্ত রয়ে যায় স্মৃতি হয়ে। হয়তবা খুলেও দেখা হয় না, কিন্তু সময়ের ব্যবধানে হৃদয়ে নাড়া দেয় ভালোবাসা, হ্যা আমি আছি। হয়তোবা সাথে নেই, হয়তোবা নেই আজীবনের জন্য, কিন্তু হ্যা আমি আছি। এই ব্যক্ত কথামালার উপলব্ধি সামনের অব্যক্ত ভালোবাসাকে ভয় পায়। শত চাওয়া পাওয়ার আকাঙ্খাকে দূরে সরিয়ে রাখে। হয়তবা চায়না একই কাব্য বার বার রচিত হোক যেখানে দুটি হৃদয়ের একটি প্রানও সমসুরে সুর মেলাতে পারে না। প্রেমের পদ্য তাই নানা অনিশ্চয়তায় শুধুই ভেসে বেড়ায়। ধরা দেয় না। মন চায় বলতে, পারেনা নানা উপলব্ধির বেড়াজালে বন্দীদশায়।





অসীম প্রতিক্ষার শেষে

আজ এক টুকরো মেঘ নিয়ে এলে,

মরুভূমির দেশে এক পশলার বৃষ্টি।



চলে যেও মেঘ এতটুকু বৃষ্টি ঝড়িয়ে,

ধুয়ে মুছে দিও এই মরুর সীমাহীন ক্লান্তি,



সহস্র যুগ অপেক্ষার পর মেঘ তোমায় পেয়েছি

যেওনা এখনি, থেকে যাওনা কিছুক্ষন।

থেকে যাও রংধনু ফুটে ওঠা পর্যন্ত

চলে যেও, তবে দিয়ে যাও এতটুকু প্রতিশ্রুতি

আবার আসবে ফিরে, থাকবে তুমি আরও কিছুক্ষন

অপেক্ষায় রইলাম সেই মুহুর্তের জন্য।

(ডার্কলর্ড)

মন্তব্য ৬৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

নিয়েল হিমু বলেছেন:
অসীম প্রতিক্ষার শেষে
আজ এক টুকরো মেঘ নিয়ে এলে,
মরুভূমির দেশে এক পশলার বৃষ্টি।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতাটা সুন্দর !

ধন্যবাদ নিয়েল।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

ভূতাত্মা বলেছেন: :#> :#> :#>

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: X(( X((

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: :#> :#>

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

কালোপরী বলেছেন: প্রতিটি নীরব জোছনা
হৃদয়ের অমাবস্যায়
কড়া নেড়ে যায়

:)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ধন্যবাদ কালো পরী। :)

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: ভালোবাসার উদয়ের দিনগুলোতে মনের হাজারো কথা কয়েক লাইনে লিখে পাঠানো চিঠিখানা শুরু থেকে শেষদিন পর্যন্ত রয়ে যায় স্মৃতি হয়ে। হয়তবা খুলেও দেখা হয় না, কিন্তু সময়ের ব্যবধানে হৃদয়ে নাড়া দেয় ভালোবাসা, হ্যা আমি আছি। হয়তোবা সাথে নেই, হয়তোবা নেই আজীবনের জন্য, কিন্তু হ্যা আমি আছি।

দারুন লিখেছেন ব্রো । কবিতাটাও চমৎকার ।

+++

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। এই প্রথম প্রেম ভালোবাসা নিয়ে লেখার চেষ্টা করলাম। ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

থ্যাংকস !!

৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুন লিখেছেন ব্রো । কবিতাটাও চমৎকার ।

+++

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ধন্যবাদ ব্রেো !!

৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

ভূতাত্মা বলেছেন: ভূতাত্মা খুশি হয়েছে!! :#> :#>

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক টেনশনে ছিলাম। আর কোনো টেনশন নাই ! :#> :#>

৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আহা! ব্রো আপনার লেখা পড়ে কমেন্ট করতে কত্তোদিন পড়ে লগ ইন করলাম! খুব ভালো লেগেছে, আপনি নিয়মিত পোস্ট করবেন প্লীজ। পছন্দের মানুষদের লেখা পড়তে ভালো লাগে :)


শুভকামনা রইলো।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো ! ভালো লাগলো আপনাকে দেখে। নিয়মিত পোষ্ট করা সম্ভব না, তাই করি না। তবে মাঝমাঝে অবশ্যই পোষ্ট করব।

আপনার জন্যও অনেক শুভকামনা। :)

৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অন্যরকম একটি পোস্ট ভ্রাতা +++++++++। লাভ ইউ।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ! :)

লাভ ইউ টু :#>

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩০

সায়েদ রিয়াদ বলেছেন: নাইস !

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই। :)

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

রেজোওয়ানা বলেছেন: কবিতাটা ভাল হয়েছে!

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতাটা ঠিক আমার নয় তবে ইন্টারেস্টিং সংযোগ আছে মূল লেখাটার সাথে। ধন্যবাদ আপু। আপনার উপস্থিতির জন্য খুব ভালো লাগলো।

১১| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ।

১২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসার উপলব্ধি যখন নিজের ভেতরে কাজ করে তখন তখন মুখ নিঃসৃত কথাগুলোই সুন্দর একেকটা চিঠি হয়ে যায় !

শুভ লেখালেখি :)

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেক ভালো থাকবেন। :)

১৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ চমৎকার লাগল।
ভালবাসাময় কিছু অকৃত্তিম উপলব্ধি :)

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো লাগলো লেখাটা পড়েছেন বলে। সত্যই অকৃত্তিম :)

১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো লেখাটা।

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন। :)

১৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: শুরুর কথাগুলো ভাল লেগেছে, কবিতাটাও চমৎকার।

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন। :)

১৬| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন হইছে বস। :) :)

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন :) :)

১৭| ২২ শে জুন, ২০১৩ ভোর ৬:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা দুঃখের না আনন্দের বুঝলাম না :||

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: বুঝছেন তো ! অর্ধেক দু:খের আর অর্ধেক আনন্দের :)

১৮| ২২ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৪

যোগী বলেছেন:
হা হা হা এই বেশ ব্যাতিক্রমধর্মি লেখাটা কালই দেখছি ! অন্তত দাযিত্ববানের কাছ থেকে। ফিরে এসে ভাল ভাবে পড়ব।

কিপ বেটারিং অলওয়েজ!!!!!!!!

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ যোগী ভাই।

Many Many thanks for the inspiration !

১৯| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:০৬

ডি মুন বলেছেন: :) :) :) :)

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন :)

২০| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:২৬

আরমিন বলেছেন: খুবই চমৎকার করে লিখেছেন, প্রথম প্যারাটা বেশী ভাল লাগলো !

শুভকামনা!

+

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার ব্লগে মনে হয় প্রথম আসলেন। খুশি হয়েছি অনেক!

অনেক ধন্যবাদ !! ভালো থাকবেন !

২১| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০০

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা ।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া :)

২২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

আমিভূত বলেছেন: বাহ বাহ !!

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: :)

২৩| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সপ্নাতুর আহসান বলেছেন: ১৪ নং ভাল লাগা

২৩ শে জুন, ২০১৩ ভোর ৬:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ সপ্নাতুর আহসান ।

২৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: অসীম প্রতিক্ষার শেষে
আজ এক টুকরো মেঘ নিয়ে এলে,
মরুভূমির দেশে এক পশলার বৃষ্টি
ওয়াও ভাইয়া।পোষ্টে ঢুকেই এই কবিতা দেখে অনেক ভালো লাগলো :) :)
++++++++++++++++++

২৩ শে জুন, ২০১৩ ভোর ৬:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ রহস্যময়ী কন্যা !

২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।


:) :) :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাংকু :)

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল, দায়িত্ববান নাগরিক ভাইয়া :#>

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাংকু ! নিশ্চয়ই ভাল আছেন স্বর্না :!>

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ভাল আছি, আপনিও নিশ্চয়ই ভাল আছেন :#> আপনার নাম কি, দায়িত্ববান নাগরিক ভাইয়া? 8-| ;)

পোষ্ট প্রিয়তে নিয়েছি B-))

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমিও ভালো আছি :!>

আমার নাম জানেন না ? আমি তো জানতাম জানেন 8-|

প্রিয়তে নেয়ার জন্য থ্যাংকু B-))

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

মুর্দা ফকির বলেছেন: কবিতা টা কার একটু বলবেন .।.।.।অসাধারন লাগতেছে
পোস্টের জন্নে বিয়াপুক থাঙ্কু.।.।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতাটা ইন্টারেস্টিংভাবে হঠাৎ পাওয়া :#>

সার্চ করে লেখকের নাম বের করতে পারি নাই । কোথায় যেনো দেখলাম ডার্কলর্ড নামে কোন ব্লগার পোষ্ট করছে। সেটাই রেফারেন্স হিসেবে দিলাম।

ভালো লাগার একটা কবিতা।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কেমন আছেন?

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: :) ভাল আছি। আশা করি ভাল আছেন স্বর্না :) একটা ট্রাঞ্জিশনের ভিতর দিয়ে যাচ্ছি। দোয়া করবেন :)

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Lol

আপনি পি এইচ ডি করবেন না কেন? সো স্যাড।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: হাহা.,,, ভালোই খেয়াল করেছেন দেখি ! :) করব না বলতে আপাতত আর না ..ভবিষ্যতে করতেও পারি। এখন অন্য কিছু করার চিন্তা ভাবনা করছি। নিড আ ব্রেক !

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

বেঈমান আমি. বলেছেন: মিস ইউ ব্রো :(

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: সেম হেয়ার মোশাররফ ভাই। নিজেকে একটু গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। এজন্য অনলাইনে একটু বিরতি। দোয়া করবেন। ভালো থাকবেন ব্রো।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

গুগলরকস বলেছেন: ভাল্লাগসে

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাক্স :)

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

ইখতামিন বলেছেন:
কী খবর
কেমন আছেন?

৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

আকাশ১৩ বলেছেন: কি ভাইয়া কেমন আছেন?আমাকে চিনতে পারছেন তো?নাকি ভুলে গেছেন??ফেছবুক এ তো দেখাই যায় না আপনাকে??কোথায় হাওয়া হয়ে গেলেন ভাইয়া!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.