নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরালে

স্বপ্ন ছুঁয়ে

নাহিয়ান বিন হোসেন

এবং নির্বাসন

নাহিয়ান বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু রাশেদ, যে বন্ধুটাকে কখনো ভুলতে পারব না

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৫

ছোটবেলা থেকেই অন্ধভক্ত ছিলাম জাফর ইকবাল স্যারের লেখার। ভার্সিটি লাইফের মাঝামাঝি এসেও সেই মুগ্ধতা একটুও কমে নি! এখনো সমান আগ্রহ নিয়ে পড়ি তাঁর সব নতুন উপন্যাস গুলো। কিশোর উপন্যাস হলে তো কথাই নেই! এভাবেই একদিন পড়লাম "আমার বন্ধু রাশেদ" উপন্যাসটি। কোন ক্লাশে পড়ি তখন? সম্ভবত ক্লাশ এইট।এক বসায় উপন্যাস টা যখন পড়া শেষ করেছিলাম, তখনকার অনুভুতিটা ছিল ভয়াবহ! ভয়াবহ বলছি এ কারনে যে, রাশেদের মৃত্যুতে যে তীব্র আঘাতটা পেয়েছিলাম, তা খুবই অসহনীয় ছিল সেই কৈশোরে। কতদিন যে ভেবেছি আনমনে ইশ, রাশেদ যদি না মারা যেত। বহুদিন হয়ত আর মনে ছিল না সেই দুর্দান্ত সাহসী,বুদ্ধিমান কিশোরটির কথা। কিন্তু আবার মনে করিয়ে দিল পত্রিকার একটি নিউজ, "আমার বন্ধু রাশেদ" উপন্যাসটি নিয়ে সিনেমা হবে! অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কবে মুক্তি পাবে সিনেমাটা আর তা দেখতে পাব!





অবশেষে সিনেমা হলে হাজির আমি।সিনেমা শুরু হল। প্রথমেই ইবু তার ছেলেকে নিয়ে যাচ্ছে নিজের সেই কৈশোরের মফস্বলে। ছেলের সাথে কথা বলতেই বলতেই ফ্ল্যাশব্যাকে চলে যায় ইকবাল। মূল কাহিনী শুরু হয়। রাশেদকে সিনেমায় প্রথম দেখা যায় ক্লাশে ভর্তির কাগজ হাতে নিয়ে ক্লাশ টীচার এর সামনে এসে দাঁড়াতে। কি আশ্চর্য! উপন্যাসটা পড়ে ঠিক যেরকম একটা ছেলে কল্পনায় ভেসে ওঠে সেরকম একজনই এসে দাঁড়িয়েছে সিনেমার পর্দায়! মনে মনে অনেকগুলো ধন্যবাদ দিয়ে দেই মোরশেদুল ইসলামকে! রাশেদের নাম যে প্রথমে লাড্ডু ছিল, আর নতুন নাম রাশেদ ঠিক হওয়ার পর তার সাথে বন্ধুদের সখ্যতা গড়ে ওঠা সব দৃশ্যগুলো একে একে যেতে থাকে চোখের সামনে দিয়ে। রাশেদের অসম্ভব সাহসের পরিচয় প্রথম পাওয়া যায় যখন ক্লাশের সবচেয়ে মারপিট পারদর্শী কাদেরের সাথে তাকে সমান তালে মারপিট করতে দেখা যায়।রাশেদকে মারার শাস্তি হিসেবে যখন রাশেদের পাড়ার কাচ্চু ভাই কাদেরকে মাথা ন্যাড়া করে দেন। আর সেই ন্যাড়া মাথা নিয়ে অসহায় রাগে কাদেরের ক্যাপ পরে থাকার দৃশ্যটি হল ভর্তি দর্শককে হাসায়! সিনেমা এগোতে থাকে। রাশেদের রাজনৈতিক সচেতনতায় শুধু তার বন্ধু ইবু,আশরাফ, ফজলু, দিলীপ যে অবাক হয় তা না, হতবাক হয়ে যান শফিক ভাইও। এর ই মাঝে একদিন বন্ধুদের নিয়ে মিছিলে যায় রাশেদ। যে কিশোরেরা স্বাধীন বাংলাদেশ শব্দটাই কখনো শোনেনি তারাই এই দেশের জন্য ঘরের শাসনের কথা ভুলে গিয়ে মিছিলে যায় রাশেদের সাথে। হঠাৎ ই একদিন বিকেলে ইবু শুনতে পায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ঢাকা শহরে হাজার হাজার মানুষ মেরে ফেলেছে মিলিটারীরা। কিছু বুঝে উঠার আগেই মিলিটারী এসে পড়ে ওদের ওই ছোট্ট শহরটাতেও। সবাই যখন আতঙ্কে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে, তখন কিশোর রাশেদ ঘুরে বেড়াচ্ছে পুরো শহর। মিলিটারীদের প্রতিটা কাজ লক্ষ্য করছে দূর থেকে, আর তালিকা তৈরি করছে বিশ্বাসঘাতকদের। তাইতো কিশোর রাশেদ যখন পকেট থেকে একটা কাগজ বের করে বলে , "এটা বিশ্বাস ঘাতকদের তালিকা" , খুব একটা অবাক হই না । রাশেদ ই তো এই কাজ করবে। তবে তালিকা বানিয়েই বসে থাকেনা রাশেদ, আরো কত কাজ বাকি তার। সিনেমার খুব একটা মজার দৃশ্য হচ্ছে রাজাকার আজরফ আলীর অন্য দুই রাজাকারের পা ধরে কান্নাকাটির দৃশ্যটি! ব্যাপারটা এমন, রাশেদ আর ইবু শান্তি কমিটির অফিসে যেয়ে আড়ালে দাঁড়িয়ে শুনতে পায়, দুই রাজাকারকে পাঠানো হচ্ছে আজরফ আলীর কাছে একটি চিঠি দিয়ে। মুহুর্তেই করনীয় ঠিক করে ফেলে রাশেদ! একটূ আগেই রাজাকার আজরফ আলীকে রাস্তায় দেখে এসেছে ওরা। শার্ট খুলে মুখে বেঁধে নেয় রাশেদ। দৌঁড়ে যায় আজরফ আলীর কাছে, তার কাছে গিয়ে বলে, "আপনাকে মারতে আসছে দুই মুক্তিযোদ্ধা", বলেই দৌড়ে সরে যায়। ভয়ে অন্তরাত্বা কেঁপে যায় আজরফ আলীর। এই দিকে এসে পড়ে সেই দুই রাজাকার! দৌড়ে পালানোর চেষ্টা করে আজরফ আলী! হতভম্ব দুই রাজাকার আজরফ আলীকে জাপ্টে ধরে। আর আজরফ আলী কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে তাদের পা! বলে, "আমারে ছাইড়া দ্যান, আমি মুক্তি বাহিনী, আমারে ছাইড়া দ্যান"। রাজাকাররা যতই ছাড়ানোর চেষ্টা করে ততই জোরে পা চেপে ধরে কাঁদতে থাকে আজরফ আলী! পুরো সিনেমা হল তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে ঘৃন্য রাজাকারের এই অবস্থা দেখে! আর এদিকে রাস্তায় দাঁড়িয়ে সবার সাথেই মজা দেখছে রাশেদ আর ইবু! এই ঘটনায় পুরো শহরে রটে যায় , শহরে মুক্তিবাহিনী নেমেছে, এবার আর পাকবাহিনীর রক্ষা নাই। তবে শুধু এসবেই থেমে থাকে না রাশেদের কাজ। মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র-গুলি পৌছে দেয়া, নিজেদের স্কুলের ম্যাপ মুক্তিযোদ্ধা ক্যাম্পে নিয়ে তাদের সাথে বসে যুদ্ধ পরিকল্পনায় অংশ নেয়া, এমনকি শেষ পর্যন্ত ইবু আর রাশেদ শফিক ভাইয়ের সাথে ওদের স্কুলের পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আক্রমনেও অংশ নেয়। পাকিস্তানিদের ক্যাম্পটা অনেকখানিই ধ্বংস হয়, কিন্তু ধরা পড়েন শফিক ভাই। পরদিন প্রকাশ্যে তার ফাঁসি দেয়ার আয়োজন করতে থাকে আজরফ আলী। এবার আবার দৃশ্যপটে হাজির রাশেদ।মুক্তিযোদ্ধাদের সুইসাইড স্কোয়াডের কথা ছড়িয়ে দিয়ে পন্ড করে দেয় সেই আয়োজন।শফিক ভাইকে হাসপাতালে পাঠায় রাজাকারেরা , সুস্থ হলে অত্যাচার করে মারবে বলে। আর এদিকে চার বন্ধু মিলে বসে একসাথে।রাশেদের পরিকল্পনায়, ডাক্তার সাহেবের সহযোগিতায় আর ইবু, আশরাফ ও ফজলুর সাহায্যে অবিশ্বাস্য কিন্তু খুব সহজেই শফিক ভাইকে উদ্ধার করে ওরা!এর পরই হঠাৎ করে ইবুর বাসায় সিদ্ধান্ত হয় ওরা শহর ছেড়ে চলে যাবে অরু আপাদের সাথে। ফজলু আর আশরাফ চলে গিয়েছে আরো আগে। বিকেলবেলা দুই বন্ধু গিয়ে বসে সেই চেনা রেলব্রিজটার উপরে। এসময় রাশেদ যখন বলে ওঠে, "ইবু তুইও চলে যাবি? আমি একা হয়ে যাব রে। সব কাজ এখন থেকে একা একাই করতে হবে"। রাশেদের এই মন ভেঙ্গে দেয়ার মত কথাটা শুনে খুব ইচ্ছে করে নিজেকে নিয়ে যেতে এই সাহসী , বুদ্ধিমান কিশোরটির পাশে। রাশেদের সেই হতাশা যেন সমানভাবে আমাকেও ছুঁয়ে যায়। পুরো সিনেমার ভেতর অসাধারন একটা দৃশ্য রাশেদ আর ইবুর এই রেলব্রিজের উপর চুপচাপ বসে থাকা। ক্যামেরার কাজ ছিল অসম্ভব সুন্দর।চলে যায় ইবু। আর তার পরপরই বজ্রাহতের মত দেখতে পাই, নদীর পাড়ে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা রাশেদকে। রাইফেল ধরে আছে রাজাকার আজরফ আলী। শেষ বিকেলের আলো এসে পড়েছে এই এই কিশোরের মুখে। কি অসম্ভব দৃঢ়তায় সে উচ্চারন করে "জয় বাংলা"।গুলি করে আজরফ আলী। পড়ে যায় রাশেদ। ওহ, কি ভয়ঙ্কর বিষন্নতা যে সে মুহুর্তে চেপে ধরে তা বলার মত না। রাশেদ মরে গেছে? বিশ্বাস হয় না, সত্যি বিশ্বাস হয় না। সত্যি বলছি, চোখের পানি সামলানো তখন কষ্টকর হয়ে পড়েছিল। কারন রাশেদ তো শুধু উপন্যাসের কোন চরিত্র নয়। আমার সেরা সাহসী বন্ধু সে, আমার দেশটাকে তো স্বাধীন করেছে রাশেদরাই।





অনেক দিন পর সত্যিকারের একটা অসাধারন বাংলা মুভি দেখা হল মোর্শেদুল ইসলামের নৈপুন্যে। সত্যি বলতে কি, অনেক ক্ষেত্রে তিনি উপন্যাসকেও ছাড়িয়ে গিয়েছেন। তাইতো মুভিটা দেখা শেষ করে এটাকে কোন মুভি মনে হয় না, মনে হয় আমার সেই বহু বছর আগের বন্ধুটাকে দেখে এলাম। কোনভাবেই মনটা ভালো করতে পারি না, বার বার মনে হয় রাশেদ কে ওরা বাঁচতে দিল না।আমার এই লেখাটা আসলে কোন মুভি রিভিউ মূলক পোষ্ট না। শুধুমাত্র নিজের কিছু ভাবনা শেয়ার করতে চাইছিলাম সবার সাথে এই অসাধারন উপন্যাস আর উপন্যাসটাকেও ছাড়িয়ে যাওয়া সিনেমাটা নিয়ে। পুরো মুভিতে ক্যামেরার কাজ, শব্দধারন , কোরিগ্রাফি ছিল অসাধারন। অনুদানের ছবি বলে মনেই হয় নি কখনো। অনেক অনেক ধন্যবাদ জাফর ইকবাল স্যারকে এবং পরিচালক মোর্শেদুল ইসলামকে। যারা এখনো মুভিটা দেখেন নি, তারা দেখে আসতে পারেন। শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি, হৃদয়ের গভীর থেকে তীব্র গর্ব আর সেই সাথে সুতীব্র বিষন্নতা অনুভব করবেন এই অদ্ভুত কিশোরটির জন্য।

মন্তব্য ১৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৮

আমি তুমি আমরা বলেছেন: একাত্তরের আগে জন্মালে হয়ত আমাদের মাঝথেকেও অনেক রাশেদ বেরিয়ে আসত ...

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: তাইতো হওয়া উচিৎ। কারন জাতিগতভাবেই আমরা স্বাধীনচেতা আর আমাদের তরুনরা সব সময়ই প্রতিবাদী, নীতিবান ও সাহসী ছিল।বিশেষত একাত্তরের সময়টাই তো ছিল অন্যরকম। কিন্তু এখনকার সময় ভাবলে উল্টোটাই মনে হয়! নিজের বন্ধুদের দেখলেও অবাকই লাগে! এখন তো মুন্নির বদনাম আর শিলার যৌবনেই সব তারুন্য শেষ। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়

২| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৩

আলিম আল রাজি বলেছেন: রিভিউ পড়ে লগ ইন করতেই হলো। দেখার লোভ সামলাতে পারছি না এখন...

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৮

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আসলে ঠিক রিভিউ না রাজি। নিজের কিছু ভাবনা শেয়ার করলাম মাত্র। আমি তো বলব মুভিটা অবশ্যই দেখা দরকার। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! ভালো থাকো!

৩| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৪

ফলে পরিচয় বলেছেন: কয়েকদিন আগেই ফ্রেন্ডদের সাথে দেখে আসলাম " আমার বন্ধু রাশেদ"।ভালো লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই!

৪| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১১

প্রমিথিউস22 বলেছেন: যেদিন বইটা প্রথম পড়লাম, পড়া শেষে কান্না আটকাতে পারিনি। অনেকবার পড়েছি বইটা। অনেকবার মনে হয়েছে, এরকম একটা গল্প নিয়ে সিনেমা হওয়া উচিত। এখনও ছবিটা দেখার সুযোগ পাইনি। তবে শিগগিরই দেখব, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার অনুভূতি ভাগাভাগি করার জন্য।

২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর করে নিজের অনুভুতিগুলি জানানোর জন্য।

৫| ১১ ই মে, ২০১১ ভোর ৬:২৮

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: দেখা হয়নাই।দেখার ইচ্ছা হচ্ছে পড়ে।
পোস্ট ভাল লেগেছে।
ভাল থাকবেন।
সত্যের আলোয় বেরিয়ে আসুক রাশেদের মত সুন্দর সম্পর্কগুলো।আর জয় হোক বন্ধুত্বের,দেশের জন্য ভালবাসার, আলো ছড়াক মনে।

১১ ই মে, ২০১১ বিকাল ৩:১২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য!

৬| ১১ ই মে, ২০১১ ভোর ৬:৪১

িকম্ভূত িকমাকার বলেছেন: সিনেমাটার কোন অনলাইন ভার্স্ন থাকলে ভাল হতো কারন দেশের বাইরে থেকে প্রিয় উপন্যাসে চিত্রায়িত প্টভূমি দেখতে খুব ইচ্ছে করছে।

১১ ই মে, ২০১১ বিকাল ৩:১৪

নাহিয়ান বিন হোসেন বলেছেন: কিছুদিন অপেক্ষা করুন। পাওয়া যেতেও পারে। ধন্যবাদ ভাই।

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: বইটা পড়ার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.