নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের নতুন সুর

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৬

জীবন থেকে যা গিয়েছে চলি
ফিরবে কি তা যতই বলি?
যতই তাহা স্বপ্নে আঁকি
যতই তাহার আশায় থাকি?

শুধু দুঃখ হয়ে বাজবে বুকে
এই জীবনখানি চলবে ধুকে,
বরং সেই তো ভালো, এগিয়ে চলা
নতুন দিনের কথা বলা।

আমি এখন আমার হয়ে
কালের মাঝে চলবো বয়ে,
সাজিয়ে আবার নতুন লয়
সুরগুলো সব বাঁধবো না হয়!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: দু'লাইনের দ্বিতীয় অনুচ্ছেদে একটু ছন্দপতন ঘটেছে। আর তা ছাড়া, 'লুকে' বলে সম্ভবতঃ কোন শব্দ নেই।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৫

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার এই মন্তব্যে আমি নতুন করে চিন্তা করছি। আমার সব লেখা আরেকবার দেখা দরকার। আর সময় নিয়ে ভবিষ্যতে লেখা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৬

নেয়ামুল নাহিদ বলেছেন: উপরের লেখাটি কিছুটা পরিবর্তন করেছি। দেখবেন একটু।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪২

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: "দেখবেন একটু" - দেখলাম, এবং বলতে পারি, এখন কবিতাটা আগের চেয়ে অনেক ভাল হয়েছে। তাই, কবিতায় প্রথম প্লাসটি দিয়ে গেলাম।
অবশ্য এখানেও একটু আপত্তি আছে। 'তাহা' এবং 'তাহার' পুরাতন যুগের কথা। আধুনিক কবিতাই যখন লিখেছেন, তখন 'তাহা' এবং 'তাহার' কে বদলে তা এবং তার করে দিতে পারেন।

৪| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫০

অক্পটে বলেছেন: কবিতা ছোট্ট তবে এর ম্যাসেজটা সার্বজনীন। অল্প কথায় অনেক কিছু বলে যাওয়া। আপনার ভাবনাগুলো খুবই নান্দনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.