নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

ঘুম আসা সহজ কথা নয়

০১ লা মার্চ, ২০২১ রাত ৮:২৯


জানি, সময় সময় ঘুম আসা সহজ কথা নয়
পৃথিবী যদিও কার্পণ্য করছে না কিছুতেই,
একেবারে সরল এক রাত এটি, প্রকৃতিও চেয়েছিল –
ঘুমাও তুমি; তাই সমস্ত কীট পতঙ্গও
নানা শব্দযোগের কর্মকাণ্ড থামিয়ে দিয়েছিল।

ধরে নাও – শুনশান পৃথিবী আজ তোমার, তুমি একলা;
তোমার মৃদু জ্যোৎস্না যদি ভাল লাগে, তবে দেখ –
চারিদিক সেই মৃদু জ্যোৎস্না, তা তামস উদ্ধত নয়।
সদ্যজাত শিশুর চাহনির মত কোমল।

পৃথিবী আজ ঢেউহীন সমুদ্রের মত,
তোমার দুঃসহ হবে বলে, কাউ আজ নামে নি জলকেলিতে;
কান পেতে শোনো – কত নিস্তব্ধ আজ পৃথিবী তোমার জন্য।
কিন্তু জানি, সময় সময় ঘুম আসা সহজ কথা নয়।

তুমি ভাবছ – একটু মেডিটেশন কাজে দিতে পারে
তোমার সামনে একটি অন্ধকার বিন্দু, তা বড় হচ্ছে;
তুমি ক্রমান্বয়ে তাতে বিলীন হয়ে গেলে।
তুমি ঘোড়া গুনছ, ভাবনার দুয়ার চেপে ধরছ
তোমার সামনে কালো বিন্দু, অগণিত ঘোড়া -
তবুও রক্ত প্রবাহ বাড়ে না ঘাড়ে, মাথায়।
আসলে জানো তো, সময় সময় ঘুম আসা সহজ কথা নয়।

তাহলে, হৃদয়ে কোন তেজস্ক্রিয় মৌল আছে কি?
ঘটে কি ফিশন-ফিউশন কোনো বিক্রিয়া?
ঘটেছে কি কোন ইলেকট্রনের যোজন-বিয়োজন?
বড্ড আবেগী কোন সুচাগ্রে ঝরেছিল ফোঁটা দুই রক্ত?

নাকি লেগেছিল অজান্তে দুঃসহ গোলাপের আঘাত?
নাকি ওয়াটার হেমলক পুড়িয়ে লিখেছিল কেউ কোন নাম?
জানো তো, হৃদয়ের হিসেবে গড়মিল হলে –
ঘুম আসা সহজ কথা নয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: 'তাহলে, হৃদয়ে কোন তেজস্ক্রিয় মৌল আছে কি?
লাইনটা সুন্দর...

০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৫০

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০২ রা মার্চ, ২০২১ সকাল ৭:৪৯

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:২০

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা

০২ রা মার্চ, ২০২১ সকাল ৭:৫০

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:৩২

ওমেরা বলেছেন: ঘুম না এলে , ঘুমের অষুধ খেলেই ঘুম আসবে। কবিতা ভালো হয়েছে।

০২ রা মার্চ, ২০২১ সকাল ৭:৫৭

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক সময় ঘুমের ওষুধেও কাজ হয় না অনেকের। ধন্যবাদ আপনাকে।

৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ভালো লাগলো কবিতা

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:০৬

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.