নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

ওরে, ও হরে

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

এতো করে পইড়া,
যদি যাস মইরা
লাভ কি বল হরে,
আর কত লাজ-ডরে?

শোন বলি মোদ্দা কথা
চলবি মেনে যথা যথা।
কখনোবা ঠিক তালে
আবার ধর বেতালে -
চোখ বুজে, মন বুঁদে
ঠিক ঠিক তোষামুদে,
প্রয়োজনে পা-চাটা
হোক তা কাঁটা কিবা ফাটা!
মনে রাখিস -
পা-চাটা চামচা
খায় ভালো, পায় ভালো
ভাত, কাপড় গামছা।

বুঝলি তো হরে,
মেনে চলিস যদি মনে ধরে।

আহা! আনন্দেতে
চোখ বুঝি ছলছল
বলি, এইসব -
ঠিকঠিক মেনে চল।
তবে কে ঠেকায় তোরে,
ওরে ও হরে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: স্যরি ভালো লাগে নি।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯

নেয়ামুল নাহিদ বলেছেন: সমস্যা নেই। আমার সব লেখাগুলোর একটা আর্কাইভ বানাচ্ছি।

২| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩২

করুণাধারা বলেছেন: আমার উল্টো, খুব ভালো লেগেছে। প্রানবন্ত ছড়া। অফলাইনে পড়েছিলাম, এখন খুঁজে খুঁজে এসে লাইক দিয়ে গেলাম।

১২ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪০

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার মন্তব্যে মনটা ভালো হয়ে গেছে। ছড়াটি আমার কাছেও নানা কারণেই উপযুক্ত মনে হয়। তারপরেও অনেকের ভালো নাও লাগতে পারে।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.