![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো করে পইড়া,
যদি যাস মইরা
লাভ কি বল হরে,
আর কত লাজ-ডরে?
শোন বলি মোদ্দা কথা
চলবি মেনে যথা যথা।
কখনোবা ঠিক তালে
আবার ধর বেতালে -
চোখ বুজে, মন বুঁদে
ঠিক ঠিক তোষামুদে,
প্রয়োজনে পা-চাটা
হোক তা কাঁটা কিবা ফাটা!
মনে রাখিস -
পা-চাটা চামচা
খায় ভালো, পায় ভালো
ভাত, কাপড় গামছা।
বুঝলি তো হরে,
মেনে চলিস যদি মনে ধরে।
আহা! আনন্দেতে
চোখ বুঝি ছলছল
বলি, এইসব -
ঠিকঠিক মেনে চল।
তবে কে ঠেকায় তোরে,
ওরে ও হরে।
০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯
নেয়ামুল নাহিদ বলেছেন: সমস্যা নেই। আমার সব লেখাগুলোর একটা আর্কাইভ বানাচ্ছি।
২| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩২
করুণাধারা বলেছেন: আমার উল্টো, খুব ভালো লেগেছে। প্রানবন্ত ছড়া। অফলাইনে পড়েছিলাম, এখন খুঁজে খুঁজে এসে লাইক দিয়ে গেলাম।
১২ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪০
নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার মন্তব্যে মনটা ভালো হয়ে গেছে। ছড়াটি আমার কাছেও নানা কারণেই উপযুক্ত মনে হয়। তারপরেও অনেকের ভালো নাও লাগতে পারে।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: স্যরি ভালো লাগে নি।