নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি তো চাইলেই

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৮:৩৩


পার্থক্য অথবা দুরুত্ব! খুব বেশি কি?
আলোক বর্ষ, লক্ষ মাইল, হাজার ক্রোশের দুরুত্বে তুমি নও।
তবে কেন এই অযাচিত দুরুত্বের প্রবর্তন।
দরকার কি ফ্লাইং সসার, হিল ক্লাইম্বিং
অথবা সঙ্কটাপন্ন পথের দুর্দান্ত কোন যান;
শুধু তুমি তো চাইলেই!

কল্পনায় কি দরকার রকেট উৎক্ষেপণ
মিছেমিছি স্পাইডার ম্যান, সুপারম্যান হবার;
উড়ে উড়ে ভেসে বেড়াবার অথবা,
আকাশের কোন কোণা থেকে তোমাকে আসমানি হাওয়া,
বেগুনী শূন্যতা, সমুদ্র অজানা থেকে নীল পদ্ম এনে দেবার।
তুমি তো চাইলেই টানতে পারো আমার
শ্রমসাধ্য কল্পনার যবনিকা।

দৃষ্টি যেখানে বেঁধেছে সীমানা তোমার,
তোমার ভাবনা যেখানে থমকে গেছে হঠাৎ,
জানি না তারও ঊর্দ্ধে কিনা আমি?
শুধু জানি – তুমি চাইলেই পারো,
তবুও কেন এই দূরে দূরে বিচরণ!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৫১

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৫২

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.