![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ভালো, যেদিন নিস্তব্ধ নিশীথ পৃথিবীর বুকে
ভাববো না আর, আছি কি সুখে?
ভাববো না কবে কে বলেছিল – এই নাও আশা;
মিটে দিয়ো দাম, দিয়ে ভালোবাসা।
আঁধারের সাথে এক হয়ে মিশে
ভাববো না, রয়ে গেলো জীবনে কি অধরা?
থাকবে না বারবার মরে গিয়ে, ফিরে এসে –
আবার সেই দম নিয়ে ছুটে চলার তাড়া।
আলো আমি চাইবো না, যত দূরে ভালো তত
একলা জগতের একলা পথের যাত্রী;
যদি দূরে থাকে অনিয়ম, নিদারুণ বেদনা যত
তবে না ফুরাক এই রাত্রি।।
২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬
নেয়ামুল নাহিদ বলেছেন: দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ভাবনার বহিঃপ্রকাশ হে সুপ্রিয়।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:০৪
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫১
অক্পটে বলেছেন: একটু দারুণ কবিতা পড়া হল! ভাবনা গুলো কতো নিপাট কাট কাট মনোমুগ্ধকর। শুভেচ্ছা নিরন্তর এমন একটি সুন্দর কবিতার জন্য।