![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
লোকটা দারুণ, নাকটা শুধু বিঘৎ খানিক লম্বা
দাঁড়ায় যখন পা খানি ভাই, বিদ্যুতেরই থোম্বা
দেখে খুকির ভীষণ খুশি
কতই না তার হাসাহাসি
ডাক শুনে তার হাম্বা, খুকি নাম দিয়েছে ভোম্বা।
২
এসো এসো মোরগ ভাই, এসো মাই ডেয়ার
এসো বসো এইখানে, পাতা আছে চেয়ার
ভয় পাও?
ভুলে যাও -
কোথাকার শেয়াল ব্যাটা, কে করে কেয়ার!
৩
বলতে পারো ছাগল ভায়া, কোথায় তোমার বাড়ি
বলো কি করে যাওগো সেথায়, আছে নাকি গাড়ি?
বলো না ভাই
শুনতে চাই -
আরে বলছো না যে একটা কথাও, নাড়ছ শুধু দাঁড়ি?
২২ শে মার্চ, ২০২১ রাত ১০:১০
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে মার্চ, ২০২১ রাত ১০:১২
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে