নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে বাজে সাইরেন দীর্ঘশ্বাস

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১৫


এখনো চাঁদ দেখি, জ্যোৎস্নায় ভরা কুসুম গরম রাতে
এখনো কথা হয় রাত জাগা একাকী পাখির সাথে,
মনে মনে কত কথা আকুলি-বিকুলি ওঠে করে
ব্যাকুল ত্রস্ত মন পাখিটা ডানা ঝাপটিয়ে মরে।

এখনো মাতি তোমার গন্ধে
এখনো ভুলি তোমার ছন্দে,
যেই দ্বীপ জ্বলেছিল বহুকাল আগে,
সে তো এখনো সঙ্গী হয়ে রাত জাগে।
যে স্নিগ্ধতা ছড়েছিল একদিন আমার আকাশময়
সে তো এখনো তেমনি প্রেমের, তেমনি মায়াময়,
খুনি স্মৃতিরা মনের কুঠিরে জেগে রয় শাশ্বত
আবেগের ফলায় বিক্ষত করে নিয়ত।

আর আমি চুপচাপ, পরাধীন পৃথিবীর মানুষ
দেখে যাই, রক্ত ফোঁটায় বিকৃত ফানুস।
এক ফোঁটা আবেগের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা
জীবন সিঞ্চিত প্রেমের লাশে শকুনের অবহেলা।

তবুও আমি ভোরের পাখির সাথে
পূর্বেকার অভিজ্ঞতায় রিক্ত, তিক্ত, শঙ্কিত প্রভাতে;
সেই সুরে সেই গান, বেঁধেছিলাম আরেকবার
ফলাফলে তৃষিত আত্মার লাঞ্ছিত হাহাকার।

গোপনে আমার হৃদয়ে বাজে সাইরেন দীর্ঘশ্বাস
নিঃশব্দে একাকী মনের আক্ষেপ উপবাস;
অঙ্কুরিত স্বপ্নেরা থেকে থেকে যায় খসে
কেউ কেউ লজ্জিত, আপন আক্রোশে।

আমি স্বস্তির বাণী নিজেকেই শোনাই বারবার
করি - নিজের কাছে নিজেই অঙ্গীকার;
ভেতরে ভেতরে বিস্মিত মনে দ্বন্দ্ব অবিরাম
আজ আপনার সাথে আপনার সংগ্রাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.