![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
মুখ বেঁকিয়ে দাঁত বেরুলেই যায় না বলা হাসি
খুকখুক খুক করলেই যেমন যায় না বলা কাশি
হাসলে যদি কষ্ট করে
ক্যামনে বলি হাসি তারে
মন থেকে যে আসে হাসি, তারেই ভালোবাসি।
২
ভূপেন মোদের খারাপ ছেলে মোটেই নয়
যদিও তার ভাগ্যগুণে বছর বছর ফেল হয়
তবুও সে ভালো ছেলে
হাজারে বা কটা মেলে
মুখে লাগা হাসির ছেলে, আস্ত একটা গুডবয়।
৩
এইটুকুতো আমসত্ত্ব, এতেই তোমার বাড়াবাড়ি
সমান করে ভাগ করো, করছো কেন কাড়াকাড়ি?
সব নিলে যে তোমার ভাগেই
বলছি শোনো ভীষণ রাগেই
ইচ্ছে হলে সব নিয়ে যাও, তোমার সাথে আড়ি!
২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৭
নেয়ামুল নাহিদ বলেছেন: মন থেকে যে আসে হাসি, তারেই ভালোবাসি।
২| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৯
নেওয়াজ আলি বলেছেন: ভুপেন পাশ করবে কবে
২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২১
নেয়ামুল নাহিদ বলেছেন: ভাগ্য যেদিন ভালো হবে
৩| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৩
সিগনেচার নসিব বলেছেন: লিমেরিক পর্ব অব্যহত থাকুক
২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২২
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন।
অব্যাহত রাখবো ইনশা'আল্লাহ।
৪| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৩
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!১
দারুন সব ছড়িতা।
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩০
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, শায়মা আপু।
৬| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আমার লিমেরিক লিখতে ইচ্ছা জেগেছে।
২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫
নেয়ামুল নাহিদ বলেছেন: ইচ্ছে পূরণে পদক্ষেপ নিন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৩
ওমেরা বলেছেন: খুব সুন্দর বলেছেন তো ।
সব হাসি নয় তো খুশী ।