![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাণ গেল এক ইঁদুরের, এক তেলাপোকার, এক তিমি মাছের
প্রাণ গেল এক হনূমানের, এক বাঘের, এক শুকুরের;
প্রাণ গেল এক জ্ঞানীর, প্রাণ গেল এক মূর্খের
প্রাণ হারাল বিত্ত-বৈভব, প্রাণ হারাল দারিদ্র্য
প্রাণ হারাল যোগী, প্রাণ হারাল ইতর
কালগ্রাসের কেন্দ্রপ্রসারিণী শক্তিতে আজ হয়েছে সমতা বিধান।
শৈবাল, ছত্রাক, নানা পরজীবীরা; আগুন, মাটি, বায়ু
সবার সহর্ষ, শীঘ্র সমতা নিশ্চিত করণের উদ্যোগ।
এই আজ ন্যায় বিচারের দিন; তেলাপোকার ক্ষোভ নেই
ইঁদুরের দুঃখ নেই, হনূমানের নেই আক্ষেপ।
বিদ্যমান বিত্ত-বৈভব জানি না কেন, মিটিমিটি হাসে
মূর্খ, দারিদ্র্য তো এই ন্যায় বিচারেরই করেছিল অপেক্ষা
যোগীর সাধনা, জ্ঞানীর জ্ঞান – অনুভূতি প্রকাশ করতে চায় না আজ
তারাও কিনা চেয়েছিল – দূর হোক ব্যাবধান।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১১
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
২| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৮
অক্পটে বলেছেন: এত এত অনাচারের নষ্টভূমিতে নষ্ট হওয়ার এত এত কারখানা তৈরি হয়েছে যে নষ্টশাসক সেখানে প্রতিদিন নষ্ট হওয়ার নব নব উপায় স্ব উৎসাহে বৃদ্ধি করে চলেছে। তবুও আশায় একটা নতুন সকালের।
মুগ্ধতা ছড়িয়েছেন কবিতায়।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৪
নেয়ামুল নাহিদ বলেছেন: মন্তব্যে ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।
৩| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:০১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্হাপন
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৬
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৩
ইসিয়াক বলেছেন: অনবদ্য
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৬
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি।
৫| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫২
ওমেরা বলেছেন: সবাই স্বপ্ন দেখে কিন্ত সামনে আসতে ভয় পায়, বলতে ভয় পায়।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৭
নেয়ামুল নাহিদ বলেছেন: তবুও সামনে আসতে হবে কাউকে না কাউকে।
৬| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:১৯
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ
৭| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: মুগ্ধতা।
০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:৪২
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০
গেঁয়ো ভূত বলেছেন: সুন্দরতম!
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৮
নেয়ামুল নাহিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:১৬
অধীতি বলেছেন: কি সুন্দর লিখলেন! মুগ্ধতা ভাই।