![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
এক রাজ্যে এক কবি ছিল, একমনে লেখেন বসে কবি-তা
তিনিই লেখেন, তিনিই বোঝেন - কেউ বোঝে না সবি’তা
কাড়ি কাড়ি হাজার পাতা
উল্টে দেখে লেখার খাতা
সবাই বলে, নেইতো কিছু নষ্ট মাথা, লেখেন কবি যা’তা।
২
কিম্ভূত সুর শোনা যায়, কে বাজায় বীণা
সুর নাকি শোরগোল, মোটে তালহীনা!
লয়হীন একি গানা
শব্দে শব্দে হানা
আমাদের খুড়ো, নতুন কিনেছে কিনা!
৩
রাজার ছেলের উঠলো ফোঁড়া
কান্নাকাটি থোরা থোরা
বদ্যি এলেন
বদ্যি গেলেন
খেলেন খাসি তিন জোড়া।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৭
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪০
অধীতি বলেছেন: ওহ কি সুন্দর লাগল।
৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:২৬
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা সবসময়।
৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০২
ওমেরা বলেছেন: আসলেই কিছু কবিতা পড়ে আমি কিছুই বুঝি না।
৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:৩১
নেয়ামুল নাহিদ বলেছেন: পাঁচ লাইনের কবিতা/ছড়া যার প্রথম, দ্বিতীয় ও পঞ্চম লাইনে অন্ত্যমিল থাকবে । লিমেরিক সাধারণত হালকা বা মজার কোনো বিষয় নিয়ে লেখা হয়।
৪| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। অতি মনোরম।