![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বলো নি কিছু, জালকে বিস্তৃত আমার আকাশ
সমুদ্র-পতন শব্দে তখন মগ্ন হৃদয়,
পাংশুলা অন্তরে এ কোন মায়া খেলা করে গেলো।
মায়াবী মৃদু জলপ্রবাহে সিক্ত হৃদয়, সিক্ত অনুভূতি
আমার চোখের জমাট অন্ধকারে তখন শুধু দুটি তারা;
তীব্র অন্ধকারে, তীক্ষ্ণ আলোর বিন্দুর মত দুটি চোখ
আমি দেখি নি কিছু, আমি দেখি নি ঠোঁট;
দেখি নি রাঙ্গা কপোল, দেখি নি মেঘকালো ছিল কিনা চুল
দেখি নি চিরল দাঁতের হাসি, কপালে-নাকে বিন্দু ঘাম মুক্ত-দানা;
ব্যগ্রতা ছিল না দেখার আলোড়িত দেহ
ভুবন মোহিনী হাসি দেখার ছিল না প্রয়োজন।
তুমি তো বলো নি কিছু, সব কথা – সব পেয়েছি ওই চোখে
তুমি তো বলো নি কিছু, শুধু চোখে চোখ গেছে মিশে।
আমি ওই চোখে দেখেছি নীল আকাশ, স্বচ্ছ সমুদ্র
আমি ভেসেছি সেথায়, ডুবেছি নিরন্তর।
আমি ওই চোখে দেখেছি উথান, দেখেছি নিকট পতন
আমার দারুণ – করুণ জীবন মরণ।
কিন্তু তবুও - সেই থেকে তোমার চোখদুটো বুকের ভেতর।
০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১
নেয়ামুল নাহিদ বলেছেন: বিষয়টা ধরতে পেরেছেন ভুলে যাওয়াটা দরকার।
২| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪১
অধীতি বলেছেন: তার চোঁখ তীর হয়ে আপাকে বিদ্ধ করে রেখেছে। তার প্রখর শাণিত দৃষ্টির ভার শিঘ্রই আপনাকে মুক্তি দিক।
০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ৯:১৪
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:১৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
চোখ দুটোই হোক জীবনের উত্থান …
০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ৯:১৫
নেয়ামুল নাহিদ বলেছেন: গ্রহণযোগ্য।
ধন্যবাদ আপনাকে।
৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বিষয়টা ধরতে পেরেছেন ভুলে যাওয়াটা দরকার।
আনন্দ করুন, আনন্দ নিয়ে বাচুন। ভালো করে তাকিয়ে দেখুন- চারিদিকে আনন্দের উপকরন ছড়িয়ে আছে।
০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ৯:১৬
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আর ওটা মূলত কবিতাই।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৬
জগতারন বলেছেন:
তুমি তো বলো নি কিছু, সব কথা – সব পেয়েছি ওই চোখে
তুমি তো বলো নি কিছু, শুধু চোখে চোখ গেছে মিশে।
আমি ওই চোখে দেখেছি নীল আকাশ, স্বচ্ছ সমুদ্র
আমি ভেসেছি সেথায়, ডুবেছি নিরন্তর।
আমি ওই চোখে দেখেছি উথান, দেখেছি নিকট পতন
আমার দারুণ – করুণ জীবন মরণ।
কিন্তু তবুও - সেই থেকে তোমার চোখদুটো বুকের ভেতর।
ভালোবাসা চির অম্লান।
০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
নেয়ামুল নাহিদ বলেছেন: জি, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: সেই চোখ দুটোর কথা ভুলে যাওয়াই উত্তম।