নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে না তাই

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৭


তুমি তাকাও নি বলে
আমার আকাশে চাঁদ হাসে না বহুদিন।
জ্যোৎস্না ভরা কত পূর্ণিমা রাত
তবু ঘোর কাটে না অন্ধকারের,
বসন্ত, শরতের কোথায় হারিয়ে গেছে
প্রমুদিত, প্রবাহিণী হৃদয় জাগানীয়া হাওয়া।


তুমি আসো নি তাই –
নষ্ট চোখে প্রচ্ছন্ন সব রঙ্গিন আয়োজন
আমার তো সাদাকালো পৃথিবী এখন।

তুমি এলে না তাই –
অভিমানী কলমের নিব
ভালবেসে কবিতার খাতায় খায় নি চুমু।

তুমি এলে না তাই –
কবিতা হয়ে আসে না একটি কথাও,
এখনো দূরে দূরে থাকে সব বর্ণমালা।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

খুব সুন্দর, হৃদয়গ্রাহী।

এবারে, 'তুমি এলে তাই'' নিয়ে একটা মন ভালো করা কবিতা দরকার।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

সেরকম কিছু একটা লিখবো।

২| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৫

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন!
শুভকামনা

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪২

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: তেজী এবং ধারালো কবিতা লিখুন। নজরুল এর মতোন।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৩

নেয়ামুল নাহিদ বলেছেন: কবিতা কবিতার মতই হোক।
ধন্যবাদ।

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

ওমেরা বলেছেন: কবিতা তো কবিতা কত কিছুই লিখা যায় ! বাস্তবে কি , সে আসেনি বলে কোন পরিবর্তন হয়েছে আপনার জীবনে ? দুষ্টামী করলাম কিছু মনে নিয়েন না। প্লিজ!
কবিতা সুন্দর হয়েছে ।
ভালো থাকুন।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫

নেয়ামুল নাহিদ বলেছেন: সে আসে নি বলে, আসলে অনেককিছুই কিন্তু হয়ে যায়। আর হয়তো অনেকক্ষেত্রে এটা স্বাভাবিকও :)
ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: আমি ভাবছিঃ

তিনি এলেন না, তাও-
কত সুন্দর করে তার কথা বলে গেলেন!
‘কবিতা হিসেবে আসেনা একটি কথাও’,
এ কথাটা বলেও,
একটি পূর্ণাঙ্গ কবিতাই এখানে রেখে গেলেন
কথার মেলায় বর্ণমালার সুন্দর সাড়া পেলেন!

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কেউ না এলে, কখনো কখনো হয়তো ভালো কিছুও হয়!

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

স্প্যানকড বলেছেন: তুমি এলে না তাই
আওলাদে চাঁদ
সব খানে দেখতে পাই =p~

খুব সুন্দর হইছে চালায় যান আর আওলাদের চাঁদের মুখে কবিতা দিয়ে আঘাত করুন। শুভকামনা। ভালো থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

নেয়ামুল নাহিদ বলেছেন: ভাল মন্তব্য করেছেন।
ধন্যবাদ আপনাকে। শুভকামনা নিরন্তর।

৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা কবিতার মতই হোক।
ধন্যবাদ।

ওকে।

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩১

স্প্যানকড বলেছেন: স্বাগতম! ভালো থাকবেন ।

১১| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

অক্পটে বলেছেন: কথা গুলো কত্ব সুন্দর করে সাজানো। কথার পিঠে কথা দিয়ে নির্মিত এক উপখ্যান। ভালো লাগল।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২২

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.