নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

কেউ যেন হায়

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৯


কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে
একখানি মুখ, প্রেমের কথায় গাইল সুরে সুরে।
স্নিগ্ধ হাওয়া দমকা হয়ে, ছুটল পিছে পিছে
সাধের প্রেমের এই কি রূপ! সত্যি নাকি মিছে?

হঠাৎ নির্জনতার অন্ধকারে, উঠল কি যে জ্বলে
দৈন্যতার হিসেব সকল ভাসিয়ে নিল ঢলে;
একখানি মুখ, রইনা কাছে – শুধুই দূরে দূরে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল সরে।

হয় নি ছোঁওয়া, গন্ধ পাওয়া নিবিড় আলাপন
জানি না বুঝি অকারণেই জাগল শিহরণ;
তবু একজোড়া চোখ, একখানি মুখ আসল ঘুরে ফিরে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে।

এইতো মনে, ওইতো আবার, দূরে গেল কেউ
পাই না কিছু, একলা মনে – রইল পড়ে ঢেউ;
তবু – ছড়িয়ে গেল, প্রেমের হাওয়া মনের উঠোন জুড়ে
কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া।

গানের মত লাগছে....

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪০

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপু। নতুন করে লিখছি না তেমন, আগের লেখাগুলোই পোস্ট করছি।
তুমি অনেকদিন থেকে কোন পোস্ট করো না মনে হয়!

২| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৬

ওমেরা বলেছেন: আসি আসি করছে আসবে আরো পরে । :D
কবিতাটা সুন্দর লেগেছে ভাইয়া

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৫

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

শায়মা বলেছেন: করি কিন্তু অনলাইন ক্লাসের জন্য সব সময় বেশি ঝামেলায় থাকতে হয়। তাই একটু কমেছে।

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৬

নেয়ামুল নাহিদ বলেছেন: ও আচ্ছা।

৪| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৩

সিগনেচার নসিব বলেছেন: ভালো লাগা রইলো। সুন্দর কথামালা

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৭

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম, ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৯

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.