![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
এসো এসো, দ্যাখো – কি স্নিগ্ধ বৃক্ষতল
তটিনী বক্ষে মৃদু বায় জল কলকল,
আশাতে রয়েছে যেন ওগো কতকাল
পেতেছে আসন, বিছায়েছে আঁচল।
২
একবার মন খোলো, ম্যালো দুটি আঁখি
হাত দুটো দাও তো, হাতে হাত রাখি,
প্রেমেতে প্রেম নেব, নেই কিছু ফাঁকি
নগদে নগদ সব, কিছু নেই বাঁকি।
৩
কাশফুল শরতের হেসে ক্ষণেক্ষণে,
পাখিরা কোলাহল থেমে আনমনে –
হিমহিম বাতাসে কি যেন বলে,
মন বুঝি হাওয়াতে ভেসে ভেসে চলে।
সবকিছু তোমাতে ওগো মোর প্রিয়ে
বেঁধে নেব ঠিক দেখো মায়াডোর দিয়ে।
২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১
নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিটা।
কবিতার পাশাপাশি অন্য কিছুও লিখতে চেষ্টা করুন।
২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৫
নেয়ামুল নাহিদ বলেছেন: অন্যকিছু লেখার চেষ্টা করি। সময় পাই না বলে, হয় না তেমন।
৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রকৃতি জুড়েই ছড়িয়ে আছে মায়া। মানুষের জীবনেও মায়ার এ অদৃশ্য বাঁধন অলখে কাজ করে যায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
এমন করে করলে আহ্বান
এ মায়াডোর ছিন্ন করে সাধ্য আছে কাহার!