নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

মায়াডোর

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬



এসো এসো, দ্যাখো – কি স্নিগ্ধ বৃক্ষতল
তটিনী বক্ষে মৃদু বায় জল কলকল,
আশাতে রয়েছে যেন ওগো কতকাল
পেতেছে আসন, বিছায়েছে আঁচল।


একবার মন খোলো, ম্যালো দুটি আঁখি
হাত দুটো দাও তো, হাতে হাত রাখি,
প্রেমেতে প্রেম নেব, নেই কিছু ফাঁকি
নগদে নগদ সব, কিছু নেই বাঁকি।


কাশফুল শরতের হেসে ক্ষণেক্ষণে,
পাখিরা কোলাহল থেমে আনমনে –
হিমহিম বাতাসে কি যেন বলে,
মন বুঝি হাওয়াতে ভেসে ভেসে চলে।
সবকিছু তোমাতে ওগো মোর প্রিয়ে
বেঁধে নেব ঠিক দেখো মায়াডোর দিয়ে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

এমন করে করলে আহ্বান
এ মায়াডোর ছিন্ন করে সাধ্য আছে কাহার!

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিটা।
কবিতার পাশাপাশি অন্য কিছুও লিখতে চেষ্টা করুন।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৫

নেয়ামুল নাহিদ বলেছেন: অন্যকিছু লেখার চেষ্টা করি। সময় পাই না বলে, হয় না তেমন।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রকৃতি জুড়েই ছড়িয়ে আছে মায়া। মানুষের জীবনেও মায়ার এ অদৃশ্য বাঁধন অলখে কাজ করে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.