নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ থাপ্পড়

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

-কিরে গালে হাত দিয়ে আছিস কেন?

-এমনিই দাঁতে ব্যথা।

-দাঁতে ব্যথা? কি হইছে দেখি দেখি।

হাত সরা।

-কিছু না কাল আইসক্রিম খেয়ে পানি খাইছিলাম তাই ব্যথা।

-দেখি দেখি ইয়া আল্লাহ গালে হাতের

দাগ কেন? কে মারছে তোকে।

-কোথায়...কোথায়?

-এই যে স্পষ্ট পাঁচ আঙ্গুলের দাগ।

-কে আমাকে মারবে? এমনেই বন্ধুদের

সাথে দুষ্টামি করতে গিয়ে একটু লাগছে।

-একবার বলিস আইসক্রিম খেয়ে হইছে,একবার বলোছ দুষ্টামি করতে গিয়ে হইছে।কি ব্যাপার বল

তো বাবা..

-কিছু হয়নাই মা।এতো ত্যানা পেচাইয়ো নাতো।

এই বলে খাবার টেবিল থেকে উঠে গেল

ইফতি। মাকে বড়রকমের মিথ্যে কথা বলে ফেলেছে। এই দাগ আইসক্রিম বা বন্ধুদের দুষ্টামির ফল না। গতকাল

তানিয়ার থাপ্পড়ের ফল। এতো জোরে থাপ্পড় মেরেছে যে গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে। এখন কিছু

খাওয়া তো দূরে থাক,সারাদিন

গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় নাই। তানিয়া মেয়েটা দেখতে সুন্দর। অতিরিক্ত সুন্দর যেটাকে বোঝায়।

অনেক দিনের পরিচয়,সে তো সহজে রাগে না তাহলে হঠাত এরকম থাপ্পড়ের দিলো কেন। সমস্যাটা কোথায়? প্রপোজ করাতেও তো কোন ভুল ছিল না। মামুনীয় স্টাইলে প্রপোজ

করেছে। মামুন ভাই এলাকার কুখ্যাত

বড় ভাই কাম লাভ গুরু। ছোট ভাইদের

প্রেম বিষয়ক সকল সমস্যা, এক কাপ চা ও দুইটা বেনসনের বিনিময়ে সমাধান

করে দেন। তার তত্ত্ব অনুযায়ী,

৭টা তরতাজা লাল গোলাপ দিয়ে আর

কবিতার দুচার লাইন বুলি আউড়ালেই

প্রপোজ হয়ে যায়। উনি এই তত্ত্বে নাকি বহুবার সফলকাম হয়েছেন। ইফতি সেভাবেই প্রপোজ করেছিল। তাহলে গিট্টু

টা লাগলো কেন? আচ্ছা গোলাপে কি কোন সমস্যা ছিল, কবিতাটাও

তো ঠিকঠাক বলেছিল।

তাহলে থাপ্পড় টা মারলো কেন? অনেক গভীর বিশ্লেষণের পর ইফতি বুঝলো মামুনীয় স্টাইল পুরাই ভুয়া, শাহরুখীয় বা রনবীরীর স্টাইলে জয়ের সম্ভাবনা বেশি। পরের বার সেটাই ফলো করবে।



(খ) তানিয়ার মন খারাপ। ঘুম আসছে না। রাত ১টা বেজে ২০ মিনিট।

এখন গভীর ঘুমে থাকার কথা। তবে আজ ঘুমোতো পারছে না। ইফতির

কথা মনে পড়ছে। ছেলেটা কে এতো জোরে থাপ্পড় মারা উচিত হয়নি। যদিও এটা তার প্রাপ্য ছিল।

কোথায় কি করতে হয় এটা ঐ ছেলের

মাথায় আজও ঢুকলো নাই।

কোচিং থেকে বান্ধবীদের সাথে ফিরছিল,

এমন সময় রাস্তায় দাড় করিয়ে কি সব

ইনিয়ে বিনিয়ে বলে গোলাপের গুচ্ছ

হাতে ধরিয়ে দিলো। এমনিই

দিনটা ভালো কাটে নাই, পরে হঠাত

এরকম অনাকাঙ্গিত প্রপোজাল

পেয়ে টেম্পারটা কন্ট্রোল করতে পারলো না।বসিয়ে দিলো একটা। তবে থাপ্পড়

টা একটু বেশিই জোরে পড়ে গেছে।

ব্যথা পেয়েছে নিশ্চয়ই। এরকম

করা একটুও উচিত হয়নি। প্রেমের

প্রস্তাবই তো দিয়েছে, পালিয়ে নিয়ে যাওয়া হুমকি তো আর দেয়

নি। কাল ক্লাসে গিয়েই ইফতির

কাছে ক্ষমা চেতে হবে।নাহ কাজটা একটুও ঠিক হয়নি।





রাতটা গভীর হয়। রাত জাগা পাখিগুলো জোছনা সাক্ষী রেখে আলাপ

চালিয়ে। জোনাক পোকার

আলোতে প্রেম পত্র লেখে তা বাতাসে ভর করে আদান-প্রদান করে। কেউ বা কারও প্রতিক্ষায় থাকে। পৃথিবীর

দুপ্রান্তে দুটি মন কাছে আসার

অপেক্ষায়। খুব ধীরে ধীরে কাছে আসবে। খুব দ্রুত তৈরী হওয়া সম্পর্ক নড়বড়ে হয়।হালকা বাতাসেই পড়ে যেতে পারে।ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক

গভীরতা পায় বেশি। গভীর

সম্পর্কে খাদ থাকে না।থাকলেও

ছোটছোট।ছোট ছোট খাদে ভালবাসা কমে না।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ টাইপের

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: নতুন ব্লগার।লেখালেখি করার চেষ্টা করছি মাত্র।পড়ার জন্য ধন্যবাদ :-)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: অসুবিধা নেই, পড়বো!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭

এম এ কাশেম বলেছেন: মন্দ না , সুন্দর সাজিয়েছেন তো...........
অনেক ভাল লাগা।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪

মুরাদ-ইচছামানুষ বলেছেন: :) ভাল লেখছেন।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ, এম এ কাশেম ভাই।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ, ইচ্ছেমানুষ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: :) ভালো লাগলো।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ.....:-)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

কাকতড়ুয়া007 বলেছেন: আপনার তানিয়া তো দেখি Salt এর এন্জেলিনা জোলির মত এটাকিং মাইন্ডের !


আপনার উচিৎ অলিম্পিক T--20 বিস্কিট খেয়ে প্রপোজ করা ! B-)
দেখেন না টিভিতে এড দেখায় !

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: হাহা একটা কথা আছে না "সুন্দরীরা ভয়ংকর হয়"

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মামুন রশিদ বলেছেন: মামুন ভাই এলাকার কুখ্যাত বড় ভাই কাম লাভ গুরু :|


ভালো লেগেছে অনুগল্প ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

নাহিদ রুদ্রনীল বলেছেন: আরেক খাইসে মামুনে-মামুন মিলে গেছে :-P ধন্যবাদ পড়ার জন্য :-)

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

তাসজিদ বলেছেন: হা, ভালবাসা।

কি যে এই বস্তু জানা হল না

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

নাহিদ রুদ্রনীল বলেছেন: কোটি টাকার প্রশ্ন করেছেন। ভালবাসা জিনিসটা বোঝা যায়, প্রেম জিনিসটা কঠিন।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: থাপ্পড়টা এতো জোড়ে না দিলেও পারতো তানিয়া। :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: আসলেই। একটু বেশিই জোরে দিয়ে ফেলেছে!

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

নীল ভোমরা বলেছেন:
হুম...... ভাল প্রয়াস!...... তবে আরও একটু খাটতে হবে সুখপাঠ্য অনুগল্প লেখার জন্য।....... শুভকামনা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা। এটা আমার অনেক পুরনো লেখা। তাই লেখায় অপরিপক্কতা স্পষ্ট। লেখাতে ভুলগুলো আমি নিজেই ধরতে পারছি। সময়ের অভাবে একটু এডিট করে যে গুছিয়ে দিবো তাও পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.