নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ লাশ

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

বাতাসে লাশের গন্ধ

তাজা লাশ,

গ্রেনেডে বিধ্বস্ত, ক্ষতবিক্ষত লাশ,

বুলেট বিদ্ধ বুকের পাজর ছিদ্র হওয়া লাশ।



ধূসর মাটি রক্তিম হলো,

লাল রঙা রক্ত স্রোতে

নারকীয় তান্ডব শকুন-হায়নার দলে।



এখানে লাশের গন্ধ, তীব্র বদ্ধ। মাথা ধরে যায়। চোঁখ জল এসে পড়ে। রুমাল দিয়ে মুখ ধরা।তাও গন্ধ, তীব্র বদ্ধ।



বেনয়টের দিয়ে খুঁচিয়ে মারা লাশ। বুটের গাঢ় দাগ পড়ে রয়েছে যোদ্ধার মুখে।মুক্তির সংগ্রাম শহীদ কোন জনতার লুটিয়ে পড়া দেহ নীরবে মুক্তির অট্টহাসিতে।



এখানে আরও লাশ,

ঠিক এখানেই যেখানে আগে স্বপ্নঘুড়ির মেলা বসতো, লোক লোকারন্য জমজমাট।তা আজ লাশের স্তূপ। তাজা লাশ, রক্তবর্ণ লাশ।



লাশ হয়ে এসেছে সেই মায়ের অবাধ্য ছেলেটি, বোনের ঝগড়াটে ভাই আর কোন বধুর প্রানপ্রিয় স্বামী।লাশের স্তূপে সবাই বদ্ধ জমাট বেঁধে অবরুদ্ধ।



এখন যুদ্ধের দামাদল, হানাদারের বিরুদ্ধে মুক্তিসেনার দল, সাথে আরও কোটিকোটি জনতা, রয়েছে স্বাধীনতার উন্মাদনা, মুক্তি লাভের নেশা।



এখানোও লাশের গন্ধ, তীব্র বদ্ধ। মায়াকান্নার ক্রোন্দনে আটকে থাকা লাশ।এখানে লাশের গন্ধ আরও তীব্র, আরও তীব্র।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর হইছে

সমসাময়িক কবিতায় ভালো লাগা

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই। শুভকামনা জানবেন।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

একলা ফড়িং বলেছেন: অনেকটা একইরকম একটা কবিতা আমিও ৪-৫ লাইন লিখে রেখে দিয়েছি! বিশেষ করে প্রথম চারটা লাইন প্রায় পুরো মিলে গেছে!! অদ্ভুত!!!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

নাহিদ রুদ্রনীল বলেছেন: কি বলেন? হাহাহা বিরাট কাকতালীয় ব্যাপার....!

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

একলা ফড়িং বলেছেন: ভাইয়া, কেউ আপনার পোস্টে কমেন্ট করলে ওই কমেন্টের উপরে ডানদিকে সবুজ রঙের একটি তীর চিহ্ন দেখা যায়, ওই তীরের উপর ক্লিক করে তার কমেন্টের রিপ্লাই দিন। আপনি যেভাবে দিয়েছেন তাতে আরেকটি নতুন কমেন্ট করা হয়ে গেছে। এভাবে দিলে যাদের কমেন্টের রিপ্লাই দিলেন তারা কোন নোটিফিকেশন পায় না, আর আপনার রিপ্লাইও দেখতে পাবে না! নতুন থাকতে এই ভুল আমিও করেছিলাম!!!

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: আমি তো মোবাইলে ব্লগ ইউজ করি। এখানে রিপ্লাই দেয়ার অপশন নেই :-( পরীক্ষা শেষ হলে লেপটপ নিবো, তাই আপাতত সমস্যার সমাধানের উপায় নেই।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

বেলা শেষে বলেছেন: ধূসর মাটি রক্তিম হলো,
লাল রঙা রক্ত স্রোতে
নারকীয় তান্ডব শকুন-হায়নার দলে।
নাহিদ রুদ্রনীল Brother you are perfect right.

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ বেলা শেষে :-)

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ অভি ভাই। আমার ব্লগে স্বাগতম।

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ইমিনা বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভকামনা রইলো :)

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ ইমিনা আপু....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.