নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

তোমাকে আবার ভালবাসাই যেত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

তোমাকে আবার ভালবাসাই যেত

হয়তো কাছে আসাই যেত,

এতে বাধা ছিল না,

তোমার আপত্তি ছিল না।



আমাকে ভাবতেই পারো চারকোণে আবদ্ধ দন্ডিত প্রেমিক;

তোমার নতসার অন্তরে

সজীবতার নতুন পত্র,

গোপনে লিখে আসাই যেত;

তোমার নামে পদ্নপাতার খেয়া

জলে ভাসিয়ে দেয়াই যেত,

মনে প্রেমের ধ্রুব মান

উল্টে পাল্টে দেখাই যেত,

অকুন্ঠ উন্মাদনায় মত্ত

প্রেমিক হয়ে থাকাই যেত;



কিছুতেই তোমার আপত্তি নেই

ভালবাসতে, কাছে আসতে কিছুতেই নেই;

কিন্তু আমার আছে

অপ্রত্যাশিত লাগছে নাকি?

আমাকে ভুল বুঝো না

তোমাকে ভালবাসতে পারবো না,

এই নয় আমি অন্য কারো

তোমাকে ভালবেসে আমি বরং ক্লান্ত,

তোমার মিথ্যের বেড়াজালে

আটকে দমবদ্ধ,

তোমার চোঁখের ছলনায়

আমার দৃষ্টিভ্রম,

তোমায় মায়া কান্না

আমার জন্য বিষক্রিয়া ;



বেঁচে থাকার স্বাদ চাই

দূরে সড়তে চাই,

তোমার মিথ্যে থেকে

ছলনা থেকে,

মিথ্যে মায়া কান্না থেকে।



তোমাকে আবার ভালবাসাই যেত

তবে তোমার মিথ্যের জন্য

এবার অন্য কাউকে খুঁজে নিও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ভালো লাগার ছোঁয়া রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: আবারো ধন্যবাদ :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.