![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
তুমি ফিরে এসো
যখন মেঘের আড়ালে
সূর্য ঢাকে, ছায়া পড়ে
পথে ঘাটে প্রান্তরে;
পথিকের উদ্ভ্রান্ত মন
যেখানে ছুটে চলে যায়।
তুমি ফিরে এসো,
জগতের নিয়ম ভেঙ্গে
সমাজের শিকল ভেঙ্গে
আবেগে বাধহারা নিয়মে
মোহের একরোখা টানে।
তুমি ফিরে এসো,
উশৃংখল প্রেম খেলাতে
প্রসারিত বাহুতে, ওষ্ঠে আষ্টে পিষ্টে দেয়া চুম্বনে, বাধাহীন আলিঙ্গনে।
তুমি ফিরে এসো,
আমার নিঃশ্বাসে-বিশ্বাসে, প্রতিটি ক্ষনে- মুহূর্তে, জগতের নিয়ম বুড়ো আঙুল দেখিয়ে।
তুমি ফিরে এসো,
এই পাগলাটে, ক্ষ্যাপাটে, অভদ্র বালকের নমনীয়, প্রেমে ভঙ্গুর বুকে।
হতাশার ঘোর ছায়ার মাঝে, সূর্যতরী আলোক হয়ে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: অশেষ ধন্যবাদ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো।
চালিয়ে যান।
শুভ কামনা
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫০
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ অস্পিসাস ভাই। অনুপ্রানিত হলাম।
৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৭
রাসেলহাসান বলেছেন: তুমি ফিরে এসো,
উশৃংখল প্রেম খেলাতে
প্রসারিত বাহুতে, ওষ্ঠে আষ্টে পিষ্টে দেয়া চুম্বনে, বাধাহীন আলিঙ্গনে।
দারুন!
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। শুভকামনা জানবেন :-)
৪| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সাজিদ উল হক আবির বলেছেন: রবার্ট ব্রাউনিং-এর পরফেইরিয়া'স লাভার কবিতাটা পড়েছেন ?
যাকে উদ্যেশ্য করে এ কবিতা সে যদি রবার্ট ব্রাউনিং পড়ে থাকে তাহলে আহবানে সাড়া দিয়ে ফিরত আসার সম্ভাবনা কম।
০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: না আবির ভাই পড়া হয়নি। তবে আপনার কথা শুনে পড়তে ইচ্ছে করছে
৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
বেলা শেষে বলেছেন: এই পাগলাটে, ক্ষ্যাপাটে, অভদ্র বালকের নমনীয়, প্রেমে ভঙ্গুর বুকে।
হতাশার ঘোর ছায়ার মাঝে, সূর্যতরী আলোক হয়ে।
good Poem , sensible, beautiful,......
১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ। অনুপ্রানিত হলাম, শুভকামনা চিরন্তন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
উদাস কিশোর বলেছেন: চালিয়ে যান
শুভ কামনা