নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

তুমি বরং

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

তুমি বরং সিগারেট হও

উর্ধ্বায়ু ধোয়া, নিম্নগামী বিষ ;

হৃদপিন্ড কলুষিত করুক নিকোটিন ।



তুমি বরং নাগরিক হও

ব্যস্ততা ভুলে ঘুমরাজ্যের,

একনিষ্ঠ পথিক ।



তুমি বরং নেড়ি কুকুর হও

আবর্জনার স্তূপে বর্জ্য খুঁজে খাও,

তোমার মন ডাস্টবিন থেকে বা উন্নত কী?



তুমি বরং লোকের আকর্ষন হও

যাদের কাছে তুমি অপ্সরী নও

তুমি তাদের রাত্রিসঙ্গী ;

রাত জাগানিয়া নারী

হ্যা অপ্সরী ভেবে আমিই ভুল করেছি ।



তুমি বরং নোংরামী হও

নষ্টের অধিকারীনী,

চামড়ার সুবাস বেচে

হও অবৈধ রানী ।



তুমি বরং নর্দমার নোংরা জীবানুটি হও;

পরজীবি হও,

রক্তের বদলে ভালবাসা কেড়ে খাও ।



তুমি বরং যাদুকর হও

মোহের কালো যাদুতে ;

আটকে ফেলো হাজারটা মন ।



তুমি বরং রাতের নিঃসঙ্গতা হও

নৈস্বর্গিক প্রেম না ডুবে ;

একটু মুক্তি চেয়ে নেও

দেখবে সব ভুলের পরেও

আমার হৃদয়াধিকার তোমায় দিয়েছি ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: উর্ধ্বায়ু ধোয়া, নিম্নগামী বিষ ;



প্রেমিকার সাথে সিগারেটের উপমাটা ভাল লেগেছে । সুন্দর!

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রেমিকা আর সিগারেট মুদ্রার এপিঠ আর ওপিঠ। এ দুটো ছাড়া জীবন অর্থহীন। ধন্যবাদ মামুন ভাই।

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:১৩

রাসেলহাসান বলেছেন: খুব চমৎকার লাগলো! শুভ কামনা।

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই। শুভকামনা চিরন্তন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

তাসনিম রিফাত বলেছেন: আগেও পড়েছি.আবার পড়লাম ।খুব চমৎকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ রিফা্ত।

৪| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৫

সিফাত সারা বলেছেন: কবিতা আমি একটু কম বুঝি ।
তবে পরতে ভাল লেগেছে । অভিনন্দন :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: আমি নিজেও কবিতা তেমন বুঝি না। পড়ার জন্য ধন্যবাদ ।

৫| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৯

মিনুল বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১

নাহিদ রুদ্রনীল বলেছেন: থ্যাংক ইউ :)

৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধনবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.