![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
এক একটি নির্বাসিত
সিগারেট খসিত রাত ।
বুকের বাম প্রকোষ্ঠে,
হতাশা আর ব্যথায়,
এ বিষাক্ত কালো ছাই, নিজের জায়গা খুঁজে পায় ।
তাহার প্রতিটি টানে, প্রতিটি জ্বালিয়ে দেবার নিষিদ্ধ আহ্বানে ।
আবার জেগে উঠি,
নিজেকে নিঃশেষ করার নেশায়,
পতিত মৃত্যুকূপে আরো এক আবার ।
এস-ট্রে কোন ছাই নেই
সব আমার প্রিয় কবিতা ।
যারা মৃত-প্রায়,
আজ অবলীলায় দেখে যায়
আমার দ্বিতীয় মৃত্য,
অথবা নিশ্চুপ চিরবিদায় ।
| সিগারেট অথবা দ্বিতীয় মৃত্যু |
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ দুপুর
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
অগ্নি সারথি বলেছেন: বিড়ি খাওয়া ছাইড়া দিতাসি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
নাহিদ রুদ্রনীল বলেছেন: বাহ্.....এতো মহৎ উদ্যোগ..তবে মনে হয় না পারবেন
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মামুন রশিদ বলেছেন: বিড়ি খাওয়া ভালু না!
সুন্দর লিখেছেন ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: আমি কিন্তু ছুডু মানুষ অইসব খাই না
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
বংশী নদীর পাড়ে বলেছেন: বিড়ি খাবি খা, মারা যাবি যা!
এই শ্লোগান কে না জানে কিন্তু তারপরও যে তারে ছাড়া যায় না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: আসক্তি, নেশা। অভ্যেস হয়ে গেলে ছাড়া মুশকিল।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫
কলমের কালি শেষ বলেছেন: দুঃখভাবের কবিতা । ভাল লাগলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
কবিতার পড়ার জন্য ধন্যবাদ।
৬| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: আমি যখন আনন্দে থাকি তখন সিগারেটের নেশা জাগে ৷
১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: আমার উল্টা টা। মন খারাপ থাকলে অথবা খুব বেশি টেনসড থাকলে সিগারেটের জন্য হাশফাঁস করি।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কে যেন কইছিল.....
সিগারেট ছাড়া খুব সহজ কাজ। আমি আমার জীবনে ৬৮ বার সিগারেট ছাড়ছি।
১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: "সিগারেট ছেড়ে দিবো" বলে কোন কথা নাই। সব মিডিয়ার সৃষ্টি
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১২
দুখাই রাজ বলেছেন: কবিতা ভালো লাগলো ভাই । শুভ সকাল ।