![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
(১)
দেয়ালের কার্নিশ বেয়ে উঠে, দমবন্ধ
শ্বাসরোধী হা-হুতাশ ।
আহত দিনকালে ফুটনোট হয়ে আসে, এক কাপ
গরম চা'য়ে সিগারেটে দুটি টান ।
আমার সাঁঝবেলা, ধূলোর
শহরে হেঁটে চলে যায় ।
আমি বসি নিয়ন আলোয়,
চারিদিক যখন আঁধার ।
(২)
কুচকে যাওয়া এঁটো বিছানা
গতরাত বারোটায়, ব্যবহৃত উষ্ণতা
ঝরিয়ে ধরে,
দমকা বাতাসের ন্যায়, গাঢ় নিঃশ্বাস
প্রচন্ড দমবন্ধকারী অতৃপ্ত সুখ ।
সব ছায়া রাতের আঁধারে, সব গভীর
আর্তনাদ শব্দের ঠিকানাতে
আসে উড়ো চিঠি হয়ে লেখে সে রাতের
গল্পটারে ।
(৩)
নৈশপ্রহরে তোমার দেহের ঘ্রান,
এঁটো বিছানায়, লেগে থাকে বিভ্রমে
তুমি নেই বলে,
আমার ঘুম, কবেই যে চলে গেছে ।
(৪)
ঘুম গুলো তোর সকালে বন্দি হতে চায়,
আমি রাত জেগে রই,
সকাল তুমি কোথায় ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা জানবেন
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
এনামুল রেজা বলেছেন: আহত দিনকালে ফুটনোট হয়ে আসে
কুচকে যাওয়া এঁটো বিছানায়..
চমৎকার।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ রেজা ভাই।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ রাজপুত্র
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৬
জাফরুল মবীন বলেছেন: অভিব্যক্তির সুন্দর প্রকাশ হয়েছে কবিতাগুচ্ছে।
সব জায়গায় তুমি ব্যবহৃত হলেও ৪র্থ কবিতাংশের ১ম লাইনে ‘তোর’ শব্দটা কী কবি ইচ্ছাকৃতভাব ব্যবহার করেছেন?
ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনিচ্ছাকৃত। কবিতাগুলো বিভিন্ন সময়ে লেখা। তাই তুমি-তোর ব্যাপারগুলো গুরুত্ব দেই নি।
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
এহসান সাবির বলেছেন: কুচকে যাওয়া এঁটো বিছানা
গতরাত বারোটায়, ব্যবহৃত উষ্ণতা
ঝরিয়ে ধরে,
দমকা বাতাসের ন্যায়, গাঢ় নিঃশ্বাস
প্রচন্ড দমবন্ধকারী অতৃপ্ত সুখ ।
সব ছায়া রাতের আঁধারে, সব গভীর
আর্তনাদ শব্দের ঠিকানাতে
আসে উড়ো চিঠি হয়ে লেখে সে রাতের
গল্পটারে.........
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
নাহিদ রুদ্রনীল বলেছেন: কবিতাগুচ্ছ পড়ার জন্য অনেক ধন্যবাদ এহসান সাব্বির ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগল। তবে ৪নং বেশি ভাল লাগছে।