![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
খুব সম্ভবত আমি পরকীয়া করি,
খুব সম্ভবত আমি মিথ্যে বলি, ছলনার আশ্রয়ে লুকাই
অসভ্য আমিকে ।
খুব সম্ভবত আমি তোমার বুকের ঘন
নিঃশ্বাসে পরকীয়া করি,
গভীর উষ্ণতা বাঁধ ভেঙ্গে আছড়ে পরে, বুকের
পাঁজর ভাঙ্গে বারেবারে ।
খুব সম্ভবত আমি পরকীয়া করি,
তোমার স্পর্শে আমি নষ্ট প্রেমে পড়ি, অবৈধ
নেশায়
বুদ হয়ে থাকি ,
কি আছে স্পর্শে তোমার ?
খুব সম্ভবত আমি পরকীয়া করি,
স্বাচ্ছন্দ্যে ওড়া শাঁড়ির আঁচল,
কপালে খসে পরে কালো চাঁদ ।
জোছনা বিলায় ।
আমি জোছনাবিলাসী,
খুব সম্ভবত আমি কালো টিপ ভালবাসি, নীল চুড়ি,
নীলুয়া বাতাসে উড়বে শাড়ি ।
খুব সম্ভবত আমি পরকীয়া করি ।
খুব সম্ভবত আমি পরকীয়া করি,
তোমার বৈচিত্র্যে মুগ্ধ হতে পারি,
যতোবার তোমাকে দেখেছি, ততোবার আমি
প্রেমে পরেছি ।
আমি কি পরকীয়া করি ?
খুব সম্ভবত আমি তোমার সাথেই পরকীয়া করি ।
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:২৬
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ অবনি মণি।
২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩২
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো আরো ভালো।
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৫৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা। শুভকামনা জানবেন
৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
নাহিদ রুদ্রনীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৪২
অবনি মণি বলেছেন: ভালত !