নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

খুব সম্ভবত আমি পরকীয়া করি

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:০১

খুব সম্ভবত আমি পরকীয়া করি,

খুব সম্ভবত আমি মিথ্যে বলি, ছলনার আশ্রয়ে লুকাই

অসভ্য আমিকে ।



খুব সম্ভবত আমি তোমার বুকের ঘন

নিঃশ্বাসে পরকীয়া করি,

গভীর উষ্ণতা বাঁধ ভেঙ্গে আছড়ে পরে, বুকের

পাঁজর ভাঙ্গে বারেবারে ।



খুব সম্ভবত আমি পরকীয়া করি,

তোমার স্পর্শে আমি নষ্ট প্রেমে পড়ি, অবৈধ

নেশায়

বুদ হয়ে থাকি ,

কি আছে স্পর্শে তোমার ?



খুব সম্ভবত আমি পরকীয়া করি,

স্বাচ্ছন্দ্যে ওড়া শাঁড়ির আঁচল,

কপালে খসে পরে কালো চাঁদ ।

জোছনা বিলায় ।

আমি জোছনাবিলাসী,

খুব সম্ভবত আমি কালো টিপ ভালবাসি, নীল চুড়ি,

নীলুয়া বাতাসে উড়বে শাড়ি ।

খুব সম্ভবত আমি পরকীয়া করি ।



খুব সম্ভবত আমি পরকীয়া করি,

তোমার বৈচিত্র্যে মুগ্ধ হতে পারি,

যতোবার তোমাকে দেখেছি, ততোবার আমি

প্রেমে পরেছি ।

আমি কি পরকীয়া করি ?

খুব সম্ভবত আমি তোমার সাথেই পরকীয়া করি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৪২

অবনি মণি বলেছেন: ভালত !

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:২৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ অবনি মণি।

২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩২

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো আরো ভালো।

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৫৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা। শুভকামনা জানবেন :)

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২২

নাহিদ রুদ্রনীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.