নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

আমার যাপিত জীবন

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

মন মেজাজ কিছু ভালো নেই। অল্পেই মেজাজ বিগড়ে যায়। রাগ-অভিমান সৃষ্টিকর্তা আমাকে একটু বেশিই দিয়ে ফেলেছেন। সকাল সকাল বাসায় ঝগড়া করে বের হয়ে গেলাম। কোচিং-প্রাইভেট নামক অত্যাচারে নাজেহাল। পড়ার মতো কিছু হয় না। যেতেও ইচ্ছা করে না। কোচিং মিস করলে স্যারের ১৫ টাকা জরিমানা দিতে হয়। গত তিন ক্লাস মিস। এমনিতেই পকেটের অবস্থা খারাপ তার উপর এসব ঝামেলা।

বিকেলে আড্ডা দিতে টাউন হল বসলাম। সেখানেই একটা নিকোটিন পেটে গেলে। সারাদিনের প্রথম, হোক নিকোটিন তবুও ভালো। সেখানেও মেজাজ খারাপ। আকাইম্মা-ভ্যাদাইম্মা পাবলিক কোন এক বিশেষ কারনে আমার জীবনে বেশি আসে। এদের সাথে চলা মুশকিল। চলে আসলাম।

নিজের উপর কেন জানি মেজাজ খারাপ। জীবনে বাল ফালানো ছাড়া কিছুই করতে পারি নাই। মারা খেতে খেতে পার করলাম। ক'দিন পর পরীক্ষা আর প্রিপারেশন বলতে কিছুই নাই।

নিজেকে ব্যর্থ মনে হয়। ব্যর্থতার সাথে কিসের এতো বন্ধুত্ব আমার? একটু সুখী হতে পারি না কেন? একটু বাঁচার মতে বাঁচতে চাই। সবাই কত এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে পড়ে যাচ্ছি। কেউ এসে দেখে না আমার কষ্ট, আমার দুঃখগুলো কারও আকাশে ছেড়ে দিতে ইচ্ছে করে। যাহ্ উড়ে বেরা, আমায় শান্তি দে।

কেউ আমাকে আকাশ দেবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.