নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

। ঘুমহীনের কবিতা ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

আমি ঘুমোতে পারি না -
জেগে থাকি ।
আমার দু'চোখে ঘুম আসে না
যেদিন তুমি চলে গেলে, তারপর প্রতিরাতে আমি ঘুমোতে পারি না,
ব্যর্থ স্লিপিং পিল, ঘুমের কড়া বড়ি
আমার ঘুম আনে না ।


আমি ঘুমোতে পারি না
স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়,
আমি জেগে থাকি,
অসহ্য রাত্রি কাটাই, তবু ঘুম আসেনা,
ঘুম আসেনা আমার ।


আমি জেগে থাকি - একেকটি দুঃস্বপ্নের মতো রাত
ক্ষতের চিহ্ন , ডার্কস্পট স্থান করে নেয়
আমায় ঘুমোতে দেয় না
আমি ঘুমোতে পারি না ।
জেগে থাকি
অপেক্ষামান রাত্রি কাটাই,
ভোর কবে হবে,
শিশিরের মতো ছোঁয়াচে নীল, কাঁচা রোদ উপঁচে পরে, ঢেকে দেবে অমাবস্যা তিথি
মিলিয়ে যাবে নিকষ অন্ধকারে ।


আমি ঘুমোতে পারি না,
জেগে থাকি ।
তোমাকে ভালবাসার পর আমার ঘুম আসে না,
জেগে থাকি,
বিভোর স্বপ্নে কাটাই রাত্রি দিন,
যতোদিন তোমার স্পর্শে নেশার মতো উন্মাদনা
করে হাহাকার,
আমি ঘুমোবো না আর,
জেগে থেকে ভালোবাসবো,
ভালোবাসবো শুধুই তোমায় ।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

মায়াবী রূপকথা বলেছেন: এ অবস্থা কেন? এমন পাগলামী করলে চলবে ভাইয়া?

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালোবাসা মানেই তো পাগলামী :D

২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: তোমাকে ভালবাসার পর থেকে আমি আর ঘুমাতে পারি না।
সবারই এই অবস্থা হয় :)

কবিতায় ভালো লাগা
শুভ কামনা :)

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: তাই তো মনে হয়। ভালোবাসা ঘুম কেড়ে নেয়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: //শিশিরের মতো ছোঁয়াচে নীল, কাঁচা রোদ উপঁচে পরে, ঢেকে দেবে অমাবস্যা তিথি
মিলিয়ে যাবে নিকষ অন্ধকারে । //

দারুন। +

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র ভাই। আশা করি আমার ব্লগে আপনাকে নিয়মিত পাবো :)

৪| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

রোদেলা বলেছেন: আপনার লেখা পড়ে গান মনে হয়ে গেলো-View this link

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: লিংক কাজ করছে না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.