নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

একজন ব্যর্থ প্রেমিকের কবিতা

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৬

একদিন তুমি নারী হবে,
একদিন মাথায় টোপর পরে, আলোকসজ্জায়
সাঁজ সাঁজ রবে ।
হাতে মেহেদির আল্পনা,সব আঁকিবুকি ঢেকে
দেবে আমার স্পর্শ ।
মুছে দেবে ব্যর্থতা যত,অযোগ্য প্রেমিকের
জন্য রাখা মনের ক্ষত ।
চলে যাবে তুমি অন্য পুরুষের সাথে,অন্য
মানবের হাতে রেখে হাত ।


আচ্ছা সে কি কবিতা লিখতে পারে?
সে কি রাতের আর্ধেকটা জেগে কাটায়,
আর্ধেকটা তোমার ঘোরে থাকতে পার?
সে কি জোছনা বিলাসী?
সে কি বর্ষার প্রথম বৃষ্টিতে,
কদম হাতে দাঁড়িয়ে থাকতে জানে?
ঘাসের গায়ে এঁটো শিশির কণা,
তোমার জন্য কিনে নিতে পারে?


আমি জানি না কিছুজানার প্রয়োজনই বা
কি?
জেনে নিও তুমি,খবর নিও একবার ।
সে কি ভালবাসতে পারে,
আমার থেকেও বেশি ভালবাসবে তোমাকে?
তুমি খুব সুখী হবে,খুব সুখী হবে ।


আমার অস্তিত্ব নিমিষে উড়ে
যাবে,শূন্যস্থান পূরন হবে।
আর আমি?ভালো থাকার মিথ্যা
চেষ্টায়,হেরে যাবো বারেবার ।
ব্যর্থ প্রেমিকের মতো,
আকাশ দেখবো,জোছনা ছোঁব,কদম হাতে
বৃষ্টির গায়ে কান্না লুকিয়ে রাখবো ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:২০

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আচ্ছা সে কি কবিতা লিখতে পারে?
সে কি রাতের আর্ধেকটা জেগে কাটায়,
আর্ধেকটা তোমার ঘোরে থাকতে পার?
সে কি জোছনা বিলাসী?
সে কি বর্ষার প্রথম বৃষ্টিতে,
কদম হাতে দাঁড়িয়ে থাকতে জানে?
ঘাসের গায়ে এঁটো শিশির কণা,
তোমার জন্য কিনে নিতে পারে?


প্রশ্নগুলোর উত্তর আমারও জানতে ইচ্ছে হয়। উত্তর যাই হোক তব্য চাইবো সে সুখী হোক। সুখী হোক তাঁর দ্বিতীয় জীবন।

আপনার কবিতাটি ভাল লাগলো।

ওয়াই প্লাটুন (Young Platoon) এর কিশোর গেরিলা যোদ্ধাদের গল্প। এই ব্লগটিতে একবার ঘুরে আসতে পারেন।

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অবশ্যই ঘুরে আসছি :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.