![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
১.
এখন কি শুয়ে আছিস?
শীতের বিবর্জিত রাত,
হাহাকার নামে বুক চিরে, ফেঁটে পড়ে
আর্তনাদে।
তোর সুখ গাধাটির শয়নকক্ষে,
একই বিছানায় শুয়ে, এতো কাছাকাছি
থেকে
কেন নিদ্রাহীন রাত্রি কাটাও?
তুমি তো এটাই চেয়েছিলে,
তবে আমার উষ্ণতা কেন অনুভব কর?
কেন পিছে ফিরে তাকাও?
কেন বারেবারে অপমানিত হতে চাও?
তুমি কি জানো না,
এখন ভালবাসার মতো তোমায় ঘৃনা করি।
২.
যে গাধার হাত ধরে তুমি
হেঁটে চলে গেলে,
যার কাছে বিক্রি হয়ে, সপে দিয়েছ সব
যৌবন, প্রেম, সত্ত্বা, আবেগ।
সে গাধাটি অর্থ বিত্ত, টাকার
সাম্রাজ্য ।
সে কি তোমার স্পর্শের আকুতি বুঝতে
পারে?
চোঁখের মায়বী বৈশাখী ঝড়ে ডুবে
যেতে পারে?
সে কি তোমার কপালে চুমোর ছবি এঁকে
দিতে পারে?
গাধারা এসব পারে না,
রগাধারা এসব জানে না ।
৩.
নষ্ট প্রহরে জন্ম তোমার
জন্ম নিষিদ্ধ প্রনয়ে
ব্যাভিচার নাটকে ।
জন্মেছিলে বিশ্রি অর্গানের
খড়কুটো আকড়ে ধরে,
তুমি জন্মেছিলে অন্ধকারে
পরকীয়া সমাজে
আলকাতরা মেখে,
জন্মেছিলে সভ্যতা ভেঙ্গে,
তীব্র আক্রোশে
বিষধর মানবী,
তুমি স্পর্শে বিষ ঢেলে দাও
আর ইশারায় হত্যাকারী
এ তুমি কেমন নারী?
তুমি নারী নাকি বিধ্বংসী?
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩০
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: তিনটেতেই ভালো লাগা। তবে শেষেরটা অসাধারণ। +
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র ভাই :-)
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: তিনটা কি পারস্পরি সম্পর্কযুক্ত? ভালো লেগেছে।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১
নাহিদ রুদ্রনীল বলেছেন: কিছুটা। পড়ার জন্য ধন্যবাদ হামা ভাই :-)
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ শঙ্কু ভাই :-)
৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
কলমের কালি শেষ বলেছেন: তিনটাই অসাধারণ ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০২
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকবেন :-)
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: ১,২ ভা লেগেছে
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ আরণ্যক ভাই :-)
৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ :-)
৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১
অবনি মণি বলেছেন: তুমি নারী নাকি বিধ্বংসী???
বিধ্বংসী !
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: সেই আদিকাল থেকেই বিধ্বংসী রূপে জ্বলছে !
৯| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
তুষার কাব্য বলেছেন: তিনটাই চমৎকার লেগেছে।
শুভকামনা।
১০| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনোক ধন্যবাদ তুষার ভাই :-)
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
অসঙ্গায়িত বন্ধন বলেছেন: "তুমি কি জানো না,
এখন ভালবাসার মতো তোমায় ঘৃনা করি।"
ভালো লেগেছে...