![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।
আমার রক্ত প্রয়োজন
লাল রক্ত, নীল রক্ত ।
আমার দূর্লভ রক্ত প্রয়োজন, মানুষ হবার রক্ত।
সাদা চামড়ার লেবাস ঢেকে দিতে, লাগে রক্তের মিছিল।
রক্ত হবে রক্ত,
মানুষের রক্ত ?
মানুষ হবো আমি
আমার হৃদপিন্ড ছেদ করে রক্তনালী দেবে ভয়ানক আর্তনাদ
চামড়া শরীর জুড়ে রক্তের প্রবাহ দাগ,
আমি কি মানুষ হয়ে উঠেছি ?
মানুষ হতে আর প্রয়োজন কি ?
রক্ত, মাংসল শরীর, বিস্তৃর্ন বক্ষ কাঁধেতে ঝুলানো
মানবতাবাদী মুখশ্রী
কংকাল দেহ আর ভেতরে পঁচতে বসা রুহ্।
এবার মানুষ হয়ে উঠবে শরীর,
বিভৎস নগ্ন নৃত্যে দুলবে শরীর
এবার কি মানুষ হয়ে উঠেছি আমি ?
আর কত রক্ত মাংস হতে বাকি?
রক্ত লাগবে রক্ত,
লাল রক্ত, নীল রক্ত।
২| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
দীপংকর চন্দ বলেছেন: মানুষ হবো আমি
আমাদের অভিযাত্রা অবিরাম হোক মানুষ হবার প্রত্যাশায়!
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো, শুভেচ্ছা।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।