নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবহমান ...

নাহিদ তানভীর

সাধারণ বাঙালী।

নাহিদ তানভীর › বিস্তারিত পোস্টঃ

জীবন এতো নিষ্ঠুর কেন?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

রাত বাড়ছে। রানা প্লাজায় ধ্বসে যাওয়া ভবনে আটকে পড়া মানুষগুলো কি অন্য কোন রাতে ক্লান্ত শরীরে এসময়ে ঘুমাতে যেত না?



হয়ত দুবোনের মাঝে ছোট্ট অভিমান গোমড়া মুখচ্ছবি তৈরি করত। আজ বোনের সমস্ত অভিমান ঘুছে গেছে কেবল সহোদরার সুস্থ শরীরে ফিরে আসার আকুতিতে। পছন্দের রান্নাটি হয়নি বলে ছেলে আজ আর অভিমানে না খেয়ে কোন দৃশ্যের উপস্থাপন করেনি। মা আজ চাইছে তাঁর বুকের ধন শত সহস্র বার রাগ অভিমান করুক কেবল তাঁর কোলে ফিরে আসুক।



অন্ধকার প্রকোষ্ঠ কি নারকীয় আবহই না তৈরি করেছে! ক্ষুধা,তৃষ্ণার প্রতি মুহূর্তে মৃত্যুর আশংকায় জর্জরিত অসংখ্য প্রাণের উৎকণ্ঠা ভাষাহীন। যে কোন মুহূর্তে যমদূত এসে কেড়ে নিতে পারে শেষ চেতনা। হায় জীবন এতো নিষ্ঠুর কেন?



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: ক্ষুধা,তৃষ্ণার প্রতি মুহূর্তে মৃত্যুর আশংকায় জর্জরিত অসংখ্য প্রাণের উৎকণ্ঠা ভাষাহীন। যে কোন মুহূর্তে যমদূত এসে কেড়ে নিতে পারে শেষ চেতনা... ফিরে আসুক প্রান নিয়ে সবাই এই কমনা...

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

নাহিদ তানভীর বলেছেন: ফিরে আসুক,বেঁচে আসুক ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.