নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

ভাইরাল সেই রাজনীতিবিদ - আব্দুল হাই

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম!” ডায়ালগ দিয়ে তিনি বেশ ভাইরাল। এরকম হালকা টাইটেল ভাইরাল পরিচয়ে চিনলেও তিনি কিন্তু পাঁচ পাঁচবার জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য। ছিলেন বাংলাদেশ সরকারের উপমন্ত্রী।



ইউটিউব এ কিছুদিন আগে একটা ভিডিও দেখে উনার নাম জানলাম এবং আরো পড়তে পড়তে আশ্চর্য হলাম। উনার বর্নাঢ্য কার্যক্রম দেখে পাগল ও মনে হয়না। উনি মাতাল বা ভাঁড় টাইপের কেউ হলে অন্ততঃ এলাকার মানুষ পর পর ৫ বার নির্বাচিত করতো না। আর চালাক দূর্নিতিবাজ হলে নিশ্চয়ই কেন্দ্রীয় রাজনীতি’র আলোচিত কোন পদে থাকতেন।

উনার নাম আব্দুল হাই আব্দুল হাই বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার একজন রাজনীতিবিদ। তিনি পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়ীত্ব পালন করেন এবং বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী হিসেবেও তিনি দায়ীত্বে ছিলেন। তিনি বাংলাদেশ বিএনপি এর একজন রাজনৈতিক নেতা।

আব্দুল হাই মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি। এছাড়াও তিনি কেন্দ্রীয় বিএনপির কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়ীত্ব পালন করেছেন। তিনি মুন্সিগঞ্জ-৩ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) আসন থেকে পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

নবম সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের পরিবর্তে তাকে ঢাকা মনোনয়ন দেয়া হয়। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি। এরশাদ সরকারের সময় ১৯৮৬ সালেও বিএনপি নির্বাচনে অংশ নেননি। সেই সময়ও তিনি নির্বাচনে যাননি।

বিএনপি তে এত রদবদল এত দল পাল্টানো দেখি আমরা টিভি পত্রিকায় কিন্তু তার মধ্যে মধ্যে আব্দুল হাই কে একজন টিকে থাকা কর্মি ই মনে হয়েছে। যার মাঝে আধুনিকতার নামে তথাকথিত ভণ্ডামি নাই, নাই অপরাজনীতি করার মানসিকতা, নাই জ্ঞানপাপীদের মতো নষ্টামিতে ভরা পাপী মস্তিষ্ক।

তবে কোন কারনে সেই বিতর্কিত ভিডিও তে তিনি ওরকম বক্তব্য দিয়েছিলেন সেটা জানতে খুব ইচ্ছে করে আমারো।

*** তথ্য সমূহ বিভিন্ন পত্রিকা এর খবর এবং উনার উইকিপিডিয়া পাতা থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

খাঁজা বাবা বলেছেন: আমার ও জানতে ইচ্ছা করে।

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

নাহিদ০৯ বলেছেন: উনার বর্নাঢ্য কার্যক্রম দেখে পাগল ও মনে হয়না। উনি মাতাল বা ভাঁড় টাইপের কেউ হলে অন্ততঃ এলাকার মানুষ পর পর ৫ বার নির্বাচিত করতো না। আর চালাক দূর্নিতিবাজ হলে নিশ্চয়ই কেন্দ্রীয় রাজনীতি’র আলোচিত কোন পদে থাকতেন।

অংক মিলে না।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মানুষটা অনেক ভালোই বলা যায় মনে হচ্ছে

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

নাহিদ০৯ বলেছেন: পাঁচ কাঠার একটি প্লট কেনার সময় ভুল তথ্য দেয়া নিয়ে ঝামেলায় উনার নামে একটা কেইস আছে দুদক এর। স্ত্রীর নামে প্লট বরাদ্দ থাকা সত্ত্বেও তা গোপন করে রাজউক থেকে পুনরায় প্লট নেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি করছে মানে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের হত্যাকে সমর্থন করেছে, নিশ্চয় সে ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিলো।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাংলাদেশে এখন সকল নেতাই ভাঁড় --গত কয়েকসপ্তাহ ধরে সবকটা চ্যানেল হিরো আলমকে নিয়ে যেভাবে টক শো করলো তাতে মনে হয় ওদের আর কোন এলিমেন্ট /ইস্যু ছিলনা। আর এইসকল ভাঁড়দের হাতের স্টিয়ারিং।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

নাহিদ০৯ বলেছেন: মিডিয়া স্টিয়ারিং আর জনগনের রায় সম্পূর্ন আলাদা। হিরো আলম তো মিডিয়া’র বানানো। তাও আবার নিয়ন্ত্রনহীন সোশ্যাল মিডিয়া।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

তারেক ফাহিম বলেছেন: যাক পূর্ণ করলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর উনার সম্পকে জানতে আমারও ইচ্ছে করলো।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

নাহিদ০৯ বলেছেন: উনার নাম বা ঠিকানা আগে তেমন পরিচয়ে আসেনি ইন্টারনেট এ। কিছুদিন আগে একটা চ্যানেল এর সাক্ষাৎকারে উনি বলেন যে উনি ৫ বারের এমপি। এর পরে নাম সার্চ দিয়ে জানতে পারলাম। আমার ও জানার আগ্রহ ছিলো।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

আল ইফরান বলেছেন: উনি আমার এলাকার এমপি। মানুষ হিসেবে ভালো- অহংকারী না। স্বজনপ্রীতির দায়ে কিছুটা অভিযুক্ত কিন্তু চোর না। আর এই ভিডিওর কিছুক্ষণ আগেই উনি আওয়ামী সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হয়েছিলেন।


চাঁদগাজী বলেছেন:

বিএনপি করছে মানে...... নিশ্চয় সে ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে।

@ এই ধরনের দলকানা মন্তব্য করে অযথা নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং বিএনপিকে সমর্থন করেছেন।
এখন বলেন যে আমার বাবা রাজাকার ছিলেন অথবা একবার মুক্তিযুদ্ধ করলে কেউ আজীবন মুক্তিযোদ্ধা থাকে না! ! !
আওয়ামী স্বৈরাচার তো আপনাকে সইতে হচ্ছে না (অথবা হয়নি), তাই এই ধরনের অন্তঃসার কথাবার্তা বলতে পারেন।


২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

নাহিদ০৯ বলেছেন: উনার স্বজনপ্রীতির যতটা নমুনা দেখলাম তাতে মুটামুটি একজন গ্রামের মেম্বার এর ও এর চাইতে বেশি কেলেঙ্কারি থাকে।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

জাহিদ হাসান বলেছেন: সব জেনে বুঝলাম উনি ভালো মানুষ । এখন তো তার জনপ্রিয়তা আরো বেড়েছে। আগে কতিপয়ে চিনতো এখন সারা দেশের মানুষ চিনে।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

নাহিদ০৯ বলেছেন: সারাদেশের মানুষ তো তাকে ভোট দিবে না। উনার নিজের এলাকার মানুষ ই ভোট দিবে। তবে হ্যাঁ, ভিডিও না আসলে হয়তো আমরা কোনদিন খোঁজ ও নিতাম না।

আমার এলাকায় ও একজন ছিলেন। ৫ বারের এমপি। উনার নামে ইন্টারনেট ঘেঁটে কোন তথ্যই পাইনি। কিন্তু ছোটকালে উনার নামের স্লোগান গুলা সব মনে আছে। মারা গেছেন উনি। উনার কোন সন্তান ও রাজনীতি তে নাই।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: একদিন কারো কিছু দেখে তার চরিত্র ও যোগ্যতা বিচার করা যায়না।
ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। একদিন একজন রাজনীতিবিদ এর জন্য অনেক কিছু। একটা মাত্র কথা, একটা মাত্র দিন, রাজনীতি তে অনেক বেশি গুরুত্বপূর্ন।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ আল ইফরান ভাই, ব্লগে দলকানারা-ই শাক দিয়ে পাপ ঢাকে-দিনরাত হুক্কাহুয়া ডাকে।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

নাহিদ০৯ বলেছেন: এরকম লেইম যুক্তি দেয়া দলকানাদের মানুষ খুব সিরিয়াসলি নেয় না। ;)

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @লেখক--জনগন কি রায় দিতে পেরেছে না পারবে???

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

নাহিদ০৯ বলেছেন: ৫ বার এমপি হয়েছেন। অন্ততঃ একবার হলেও তো সুষ্ঠ নির্বাচন হয়েছে!! সে হিসেবে উনি মিডিয়া স্টিয়ারিং এর বাইরেও জনগনের রায় নিয়ে সম্পূর্ন আলাদা একজন মানুষ।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে একমাত্র আল্লাহই ভরসা
সুতরাং বিচার, আবদার, অভিযোগ, অনুযোগ
আল্লাহর কাছেই করত হয়।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

নাহিদ০৯ বলেছেন: এরকম একটা বিশুদ্ধ গণতান্ত্রিক(!) দেশে আপনি এসব কি বলছেন!!

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন: আল্লাহ তোমার কাছে বিচার দিলাম.........

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

নাহিদ০৯ বলেছেন: আপনিও ভাইরাল হয়ে যাবেন কিন্তু!! সাবধান!!

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

করুণাধারা বলেছেন: উনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। আগে জানা ছিল না।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

নাহিদ০৯ বলেছেন: আমারো জানা ছিলো না। নাম জানার পরে কেঁচো খুঁড়তে কেউটে বলতে পারেন।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: লোকটার সেই ভাষন আমি প্রায়ই দেখি।
খুব হাসি পায়।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

নাহিদ০৯ বলেছেন: উনার ভাষনের অংশ সমূহ প্রায় ট্রল ভিডিও তেই ব্যবহার করা হয়।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


@আল ইফরান ,

মুক্তিযু্দ্ধ করলে আপনার বাবা রাজাকার নন, জেনারেল জিয়া রাজাকার নন, কিন্তু উনি শেষে বৃহত্তর পাকিস্তানের সাথে তাল মিলায়েছেন।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন, . . . কিন্তু উনি শেষে বৃহত্তর পাকিস্তানের সাথে তাল মিলায়েছেন।

আমি আপনার সাথে কঠিনভাবে দ্বিমত পোষণ করি। President Zia was a solider of fortune এবং উনার মত করে কেউ সেই অবস্থায় দেশের হাল ধরতে পারে নাই।

আর বৃহত্তর পাকিস্তান ছিলো একটা দুঃস্বপ্ন যাকে মাওলানা সাহেব সেই '৪৯ এ সালাম জানিয়ে দিয়েছিলেন। তারপরে ইতিহাস সাক্ষ্য দেয় না যে আর কেউ (জামাতিরা ছাড়া) এই খায়েশ নিয়ে এগিয়েছে স্বাধীন বাংলাদেশের বুকে।
আর এইভাবে যদি নির্বিচারে সবাইকে কাঠগড়ায় দাড় করিয়ে দেন, সেখান থেকে তাহলে বঙ্গবন্ধুকেও বাদ দেয়া উচিত না। স্বাধীন বাংলাদেশে ঠিক কি পরিপ্রেক্ষিতে তাজউদ্দিন সাহেবের সাথে শেখ সাহেবের এত দ্বান্দিক অবস্থান তৈরি হল অথবা ১৫ই আগস্টের পরে দুই বছর কাদের হাতে শাসনভার ছিলো আশা করি সেটাও ভেবে দেখবেন।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আঁধার রাত বলেছেন: দলদাস বলেছেন ”বিএনপি করছে মানে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের হত্যাকে সমর্থন করেছে, নিশ্চয় সে ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিলো।”
ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মোতাবেক- দেশী মুরগী গু খায়, দলদাস পাঁজী সাহেব দেশী মুরগী খান, তার মানে দলদাস পাঁজী গু খায়”।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: তাকে আমার ভালো লোক মনে হয়।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে কখন ভাইরাল হয় বলা শক্ত।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

হাবিব বলেছেন: ভাই কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

নাহিদ০৯ বলেছেন: আলহামদুলিল্লাহ্। আল্লাহ অনেক ভালো রেখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.