নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

এবার যাদের বই প্রকাশিত হয়েছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

এবার বইমেলায় যাদের বই প্রকাশিত হয়েছে তাদের জন্য শুভকামনা। কিছু বিচ্ছিন্ন পোস্ট এর মাধ্যমে ব্লগারদের বই প্রকাশ এর খবর পাচ্ছি। কিন্তু সেসব পোস্ট দিনে দিনেই হারিয়ে যাচ্ছে নতুন নতুন পোস্ট এর সাথে।



এর আগে একবার বই এ ডাটাবেইজ গুডরিডস এর কথা বলেছিলাম। আমরা কোন মুভি দেখার সময় যেমন এর রিভিউ আর রেটিং এর জন্য একবার হলেও imdb তে লগিন করি। এটা তেমনই একটা প্লাটফর্ম যা শুধুমাত্র বই আর বই এর লেখকদের ডাটাবেইজ হিসেবে ব্যবহৃত হয়।

কোন বই পড়ে কেউ রিভিউ লিখে রেখে যেতে পারে। কাউকে বই রিকমেন্ড করতে পারে, অথবা লেখকের আরো অন্যান্য বই সম্পর্কিত ধারনা পেতে পারে এখান থেকে। আমি ব্যক্তিগতভাবে আমার পড়া বই সমূহ সম্পর্কে লিস্টিং করে রাখি, অভিজ্ঞতা শেয়ার করে রাখি ভবিষ্যত পাঠকদের জন্য।

এর সব কিছু শুরু তখনই হয় যখন কেউ একটি নতুন বই এটাতে যোগ করে। বই যোগ করার ব্যাপার টা ভলান্টিয়ারি, যে কেউ ই যোগ করতে পারে। তবে লেখক বা প্রকাশক ই স্বপ্রনোদিত হয়ে এটাতে বই যোগ করার কাজ করতে পারবে। আর বই একটা যোগ হয়ে গেলে লেখক এর নামেও একটা উইকি স্টাইলের বায়োগ্রাফি প্রোফাইল তৈরি হয়ে যায়। এটা দেখতেও প্রফেশনাল আর গুগল এর সার্চ রেজাল্ট এ বেশ বেশ জায়গা করে নেওয়া যায়।

বই যোগ করার জন্য আপনারা https://www.goodreads.com/book/new ঠিকানায় গিয়ে প্রাথমিক ফর্ম পূরন করে সাবমিট করতে পারেন। অথবা যে পারে তাকে তথ্যসমূহ পাঠিয়ে সাহায্য নিতে পারেন। বই এর প্রচ্ছদ এর একটা ছবি আর বই সম্পর্কিত একটা সামারি যোগ করা অপশনাল হলেও এটা বেশ কাজে দিবে।

বই যোগ করা হয়ে গেলে অথর এর প্রোফাইল এডিট করতে গুডরিডস লাইব্রেরিয়ান বা এডমিন এর সাথে যোগাযোগ করে আপনার প্রোফাইল টাও সাজিয়ে নিতে পারেন। গুডরিডস এ আমার লাইব্রেরিয়ান এডমিন একসেস আছে। আমার পোস্ট এ মন্তব্য করলেও আমি স্বপ্রনোদিত হয়ে সহায়তা করি।

আপনাদের যে কোন সমস্যায় মন্তব্য করতে পারেন। আমি স্বল্প সময়েই উত্তর দেয়ার চেষ্টা করবো।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

যায্যাবর বলেছেন: দারুণ বিষয় তো। বিষয়টির সঙ্গে সম্পূর্ণ সহমত। যদিও আমি লেখক নই শুধুই পাঠক, তবুও বইয়ের এমন একটি সার্ভার এর কথা জেনে ভালো লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

নাহিদ০৯ বলেছেন: এখানে পাঠকদের সংখ্যা ই বেশি। আমিও একজন পাঠক। নিয়মিত বই সম্পর্কিত আপডেট সমূহ দেখি, রিভিউ পড়ি। ফেসবুকে নাই, তাই কিছু কোয়ালিটি সাইট এর তালিকার মধ্যে এটাও একটা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

গরল বলেছেন: চমৎকার তথ্য, সবারই কাজে লাগবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

নাহিদ০৯ বলেছেন: হুমম। বেশ কাজের জিনিস।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাদের বই বেরিয়েছে তাদের জন্য সুখবরতো বটেই :)

ভাল প্রস্তাবনা।
গতবারের মতো একটি ষ্টিকি পোস্টে সামুর ব্লগারদের প্রকাশিত বই সমূহ নিয়ে তথ্য থাকলে ভাল হয়!
অনেক পোষ্টে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন তথ্য গুলো।
একটি পোষ্টে সব তথ্য থাকলে ব্লগ এবং ব্লগারদের কাজে লাগবে মনে হয়।

+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

নাহিদ০৯ বলেছেন: সব বই এর পোস্ট সমূহ কালেক্ট করে রাখা শুরু করি তাহলে। এডমিন স্টিকি করলে করলো নাহলে নিজেই একটা পোস্ট দিয়ে রাখা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

নাহিদ০৯ বলেছেন: আপনিও গ্রেট।

আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে: কিছু কিছু পোস্ট এ আপনি বিশাল আকৃতির এবং অপ্রাসংগিক মন্তব্য করেন। এগুলা কি বড় কোন পোস্ট থেকে কপি পোস্ট মেরে যান নাকি মনে যা আসে তাই লিখে যান?

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কিছু তুলে ধরেছেন। সবার কাজে দিবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

নাহিদ০৯ বলেছেন: কাজের জিনিস। এটা দেখে কেউ কাজে লেগে পড়লে ভালো লাগবে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

ভুয়া মফিজ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সবা্রই এই সুযোগ কাজে লাগানো উচিত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনিও চাইলে আপনার প্রিয় লেখকের বই এর তথ্য যোগ করতে পারবেন। অথবা যে বই যোগ করা হয়ে গেছে তার ব্যাপারে রিভিউ লিখে সাহায্য করতে পারবেন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

তারেক ফাহিম বলেছেন: পাঠক হিসেবে আপনার প্রস্তাব ভালো লাগছে।

লেখকদের জন্যতো আনন্দের বিষয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার ভালো লেগেছে দেখে আমারো ভালো লাগছে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

নাহিদ০৯ বলেছেন: এবারের বইমেলায় প্রকাশিত বই সমূহ এর আপডেট সহ একটা পোস্ট ব্লগে আছে, এখনো স্টিকি করা হয়নি তাই চোখে পড়ছে না ঠিক মতো। যারা ব্লগারদের বই সম্পর্কে খোঁজখবর করছেন তারা ঢুঁ মেরে আসতে পারেন আজাদ ভাই এর এই পোস্ট এ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

হাবিব বলেছেন: সুন্দর পোস্ট++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

নাহিদ০৯ বলেছেন: আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই,

চমৎকার তথ্য বহুল পোস্ট, আশাকরি সবার উপকারে আসবে।

আপনার পোস্ট পড়ে একাউন্ট ওপেন করলাম কিন্ত বইগুলো যোগ করতে বলছে একদিন সময় লাগবে।

আর জীবনের ব্যাকরণ আপনি অলরেডি এড জরে দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ও অফুরান ভালবাসা।

আমার গল্পের বই " সোনালি স্বপ্নের অপমৃত্যু " যদি সম্ভব হয় তবে এড করে দিবেন। প্লিজ।


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

নাহিদ০৯ বলেছেন: সোনালি স্বপ্নের অপমৃত্যু এর জন্য তথ্যগুলো পাঠিয়ে রাখেন। যোগ করে দিবো কোন একসময়!!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

বলেছেন:
বইয়ের নামঃ সোনালি স্বপ্নের অপমৃত্যু
লেখকঃ এম রহমান লতিফ
ধরণঃ গল্প গুচ্ছ
প্রচ্ছদঃ এমদাদ আরেফিন
ব্লগ নিকঃ "ল"
মূল্য -- ১৫০
প্রকাশক - পায়রা প্রকাশ
স্টল নং -- ৩৩৭
অনলাইন - rokomari.com

#সোনালী স্বপ্নের অপমৃত্যু "
জীবনের ঘাত প্রতিঘাত নিয়ে বেড়ে ওঠা কিছু চরিত্রের সমন্বয়ে লেখা বাস্তবমুখী গল্প যা আপনার অন্তর-আত্মাকে সমৃদ্ধ করবে।


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

নাহিদ০৯ বলেছেন: বইটি যোগ করা হয়েছে। দেখা যাবে এই লিংক এ।

বই এর সাথে সাথে আপনার ও একটা প্রোফাইল লিংক তৈরি হয়েছে। ওটাতে কোন তথ্য যোগ করতে চাইলে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। এই ধরেন সুন্দর একটা ছবি, লেখক পরিচিতি, আরো সাধারন কিছু তথ্য।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১২

জাহিদ অনিক বলেছেন: গুড পোষ্ট। গুড রিদার ভালো জিনিস। আমার ওখানে একাউন্ট আছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

নাহিদ০৯ বলেছেন: আপনাকে খুঁজে বের করেছি। দেখে ভালো লাগলো। দেখা হবে ওখানেও।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: নাহিদ০৯ ,



বেশ ভালো একটা ডাটাবেজ এর খবর দিলেন। ব্লগার লেখকদের কাজে লাগবে। কাজে লাগবে বই কিনতে ইচ্ছুক ব্লগারদেরও।

আর ৪ নম্বর প্রতিমন্তব্যে :( ;) :P

হ্যা, মাহবুবুল আযাদের পোস্টটি স্টিকি হতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

নাহিদ০৯ বলেছেন: আপনার আমার পোস্ট এ কমেন্ট করেছেন দেখে খুবই ভালো লাগছে। বই কেনার আগে এরকম রিভিউ পড়ে নিয়ে কেনা বা পড়ার ঘটনা আমি নিজেই করি। বেশ ভালো কিছু রিভিউয়ার আছে যাদের রিভিউ পড়ে বই এর প্রতি আগ্রহ ও জন্মায়।

পোস্ট টা স্টিকি হচ্ছে না কেন সেটাই সবার প্রশ্ন। পোস্ট টা আপাতত প্রিয়তে রেখেছি। আজকে বইমেলাতে গিয়ে কাজে লেগেছে স্টল খোঁজার সময়।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

মাহের ইসলাম বলেছেন: নিঃসন্দেহে আমাদের অনেকের উপকারে আসবে।
অনেক অনেক ধন্যবাদ।

আরেকটা কথা বলে নেই, রাজীব ভাইকে যে প্রশ্ন করেছেন, আমারও একই প্রশ্ন ছিল।

আমার প্রথম বই এই বই মেলায় বেরোনোর অপেক্ষায় আছি। বের হলে, আপনার সাহায্য চাইতে আসব।
ভালো থাকবেন। শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

নাহিদ০৯ বলেছেন: বই বের হলে জানাবেন। সাধ্যমতো চেষ্টা করবো।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন:
ভয়াবহ অবস্থা .........
তবে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা অত্যন্ত চমৎকার। লেখকদের জন্য তো বটেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

নাহিদ০৯ বলেছেন: ঝড় মনে হচ্ছে থেমে গেছে। এখন নিয়ম করেই ভিউ বাড়ছে বলে মনে হয়। বিষয়টি চমৎকার লাগানোর ঠিক না, বাংলা বই এর ডাটাবেইজ বাড়তে থাকলে গুডরিডস এ বাঙ্গালী পাঠকদের বই চর্চা বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.