|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নাহিদ০৯
নাহিদ০৯
	ভালোবাসি বাংলা
আজকে প্রথম বইমেলায় গেছিলাম। ঢাকায় এই প্রথম আমার বইমেলায় যাওয়া। প্রথমেই এত বড় মেলার কল্পনা মাথায় ছিলোনা। ঢুকতেই অনেক পরিচিত স্টল বা পরিচিত লেখকের দেখা পাবো ভেবে পা দিয়েছিলাম মেলায়। কিন্তু এ যে বই আর বই প্রকাশকদের এক মহা সমূদ্র। 
 
আজকে প্রথম দিন তাই স্টল এর বাহার দেখতেই পা লেগে গেছে। মোবাইল দিয়ে ছবি তুলেছি ভালো লাগার মতো কিছু ব্যত্ক্রিমি স্টল আর প্যাভিলন এর। 
   
   
   
   
   
   
   
   
   
  
   
   
   
  
প্রথম বই কিনেছি কঙ্কাবতীর কথা আর তারপরেই অনেক খুঁজাখুঁজি করে বের করা ২২ নং প্যাভিলিয়নে বায়স্কোপ। 
 
বায়স্কোপ নিয়ে স্টলের মানুষদের ও আলাদা রকমের আগ্রহ। তারাও ভাবতে পারেনি হয়তো প্রথম লিখা বই এত বিক্রি হবে। 
 
বইদুটো পড়ে একটা আলাদা রিভিউ পোস্ট দিবো ইনশাল্লাহ।
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০১
নাহিদ০৯ বলেছেন: আমি মনে হয় দিনের শেষ ক্রেতা। মেলার দিনের শেষ সময়ে গেছি। আরেকটু দেরি করে গেলেই হয়তো বন্ধ হয়ে যেতো। তবে আপনার বই এর স্টল টা খুঁজতে খুঁজতেই মেলা দেখা শেষ।
২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২০
শায়মা বলেছেন: ওহ শিপুভাইয়া আমার বই এর মডেল হয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন। আমার প্রিয়ভাইয়ার  হাতে আমার বই দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি! 
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০২
নাহিদ০৯ বলেছেন: শিপু টা আবার কে? বই কিনেছি তার প্রমান হিসেবে ছবি তুলেছিলাম। আমার তো ফেসবুক নাই, তাই এখানেই পোস্ট করে দিলাম নিজের ছবি। :প
৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৩
ল বলেছেন: দারুণ খবর ++
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৩
নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ
৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:২০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৪
নাহিদ০৯ বলেছেন: আপনার অগোছালো ভাবে লিখা ডায়েরী গুলা সব গুছিয়ে প্রকাশ করে ফেলতে পারতেন। নাম হতো 'রাজীব নুর'স ডায়েরী'
৫|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৩১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ....
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০৪
নাহিদ০৯ বলেছেন: মেলায় আসেন। আরো বেশ লাগবে।
৬|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
চাঁদগাজী বলেছেন: 
ভালো চয়েস।
মেলায় তরমুজের শরবত ছিলো?
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৩
নাহিদ০৯ বলেছেন: আপনার শরবতের স্টল টা কোনদিকে? আগে বললে ছাড়ে শরবত খেয়ে আসতাম। (মজা করলাম)
চয়েস আরো কিছু ছিলো। একদিনেই সব কিনে ফেললে পরে আর কিনতে পারবো না। প্রতিবার যেয়ে যাতে অন্ততঃ একটা করে বই হাতে নিয়ে ঘুরতে পারি তাই এই কম কম কেনার ব্যবস্থা। পরে আবার কেউ যেন না বলে ঘুর ঘুরান্তি পাটি...
৭|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:২৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:২৪
যায্যাবর বলেছেন: যাক অবশেষে তাহলে বইমেলায় পৌছাতে পারলাম। না না স্বশরীরে নয়, আপনার সাথে কাল্পনিকভাবে। তবে বই কেনা হলো না। মজার ব্যাপার হলো আমার অফিস থেকে বইমেলার দূরত্ব হাঁটা পথে ১০-১৫ মিনিট, কিন্তু পোড়া কপাল যাওয়ার মত সৌভাগ্য এখনও হয়ে উঠল না। ধন্যবাদ নাহিদ ভাইয়া সুন্দর সুন্দর ছবি সহযোগে বইমেলা আমাদের সামনে নিয়ে আসার জন্য। তবে হ্যাঁ বায়োস্কোপ সংগ্রহ করা সম্ভব হতে পারে কারণ উৎস প্রকাশন আর আমার অফিস একইস্থানে একদম পাশাপাশি।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:০০
নাহিদ০৯ বলেছেন: অফিস থেকে কেন, বাসায় থেকেও সংগ্রহ করতে পারবেন। কিন্তু বইমেলা টা একবার ঘুরে আসতে পারেন। পেটে ব্যাথা, মাথা ব্যাথা টাইপের কোন স্কুল পালানো ট্রিক্স কাজে লাগিয়ে অফিস পালাতে পারেন।
ছবির স্টল গুলো আরো অনেক অনেক সুন্দর। তাড়াহুড়ো আর রাতের আলোয় খুব ভালো দেখাচ্ছে না এখানে। কিছু স্টল দেখেই থামতে মন চায়।
৮|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৩২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
খুবই সুন্দর তোমার প্রথম দিনের মেলায় ভ্রমণ ও বই কেনা। 
আচ্ছা বইমেলার কোন কোন দিকে চা'র স্টল বসেছে ঐ স্টলগুলোর নাম্বার একটু জানাইয়েন তো   
  
অফিস শেষ করর বাসায় গিয়ে প্রতিদিন বায়োস্কোপ পড়ছি, একটা একটক করে পড়ি আর পেনসিলের নাক নষ্ট করি। অসম্ভব ভালো লাগছে বায়োস্কোপ। বইটি পড়ে কোন ভাবেই মনে হচ্ছে না যে, এটা কাওসার ভাইয়ের নতুন বই। 
তোমার আজকের পোস্টে প্লাস ভায়া  +++
 +++
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৬
নাহিদ০৯ বলেছেন: এদিন আলাদা একটা মিটিং ছিলো উইকিপিডিয়ানদের সাথে। সেটা আলাদা একটা অভিজ্ঞতা। কাজ শেষে মেলায় ঢুকেছে একদম শেষ সময়ে ঘুরে শেষ করতে করতে বাংলা একাডেমী স্টল গুলো প্রায় বন্ধ হয়েই যাচ্ছিলো। তাই এটা প্রথম এবং মুটামুটি চোখ বুলিয়ে নেয়ার ভ্রমন। এরপর গেলে ইনশাল্লাহ থেমে থেমে ঘুরবো।
বাসে করে আসতে আসতে জ্যামেই ২ টা পড়েছি। আমারো বেশ ভালো লাগছে। শেষ করে রিভিউ দিবো।
৯|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৩২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৩২
শায়মা বলেছেন: ভাইয়া এইবার গেলে অবশ্যই চাঁদগাজীভাইয়ার তরমুজওয়ালার শরবৎ খেতে ভুলবে না..... 
আর যাযাবরভাইয়াকে ধরে নিয়েই যাবে ..... হা হা হা
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৮
নাহিদ০৯ বলেছেন: আপনি যেদিন ধরাধরি করবেন সেদিন আমাকেও বইলেন। তরমুজ এর শরবত খেয়ে আপনার লেখাজোকা কিনে নিয়ে আসবো।
১০|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:১৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:১৪
শায়মা বলেছেন: হা হা হা আগে চাঁদগাজী ভাইয়ার তরমুজের শরবৎ স্টলের ঠিকানাটা নিয়ে নেই ভাইয়া! 
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৯
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৯
নাহিদ০৯ বলেছেন:  
  
১১|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
বিবেকহীন জ্ঞানি বলেছেন: শায়মা আপু চট্টগ্রামে কি আপনার কঙ্কাবতী বই টি পাব?পেলে কতো নাম্বার স্টল এ অনুগ্রহ করে জানাবে।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৪
নাহিদ০৯ বলেছেন: ঢাকায় এক রঙ্গা এক ঘুড়ির স্টল থেকে আমি কিনেছি।
১২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৭
শায়মা বলেছেন: @ বিবেকহীন জ্ঞানী ভাইয়া। চট্টগ্রামে তো এখন এই বইটা পাওয়া যাবেনা ভাইয়া। ৪৩৪ নং স্টল এক রঙ্গা এক ঘুড়ির স্টলে সোহরোওয়ার্দী উদ্যান, বইমেলা ঢাকাতেই এখন আছে। কেবল কাল আসলো তো ভাইয়া। ১১৮ মেঘফুলেও পাওয়া যাবে বইটা বাংলা একাডেমী চত্বরে ....
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
নাহিদ০৯ বলেছেন: বাংলা একাডেমী চত্তরে বেশিরভাগ ই সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান আর রাজিনিত বিভিন্ন নামে স্টল। সত্যি কথা বলতে কি, ভেতরের এসব স্টলের নাম পড়েও গা ছম ছম করছিলো।
১৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৫
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৫
শায়মা বলেছেন: মেঘফুল ১১৪ তো সেদিকেই !!!!!!   
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৩
নাহিদ০৯ বলেছেন: ছাত্রলীড়, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, যুব জাগরন, বিভিন্ন মন্ত্রনালয় এর স্টল দেখে আসছি। কাছে যেতেও ভয় লাগছিলো। তবে ছাত্রলীগ এর স্টল এর দেয়াল টা সুন্দর ছিলো। মেঘফুল দেখা হয়নি। ততক্ষনে মনে হয় বন্ধ হয়ে গেছিলো।
১৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩২
বিবেকহীন জ্ঞানি বলেছেন: শায়মা আপু চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে বই মেলা।আশা করেছি কঙ্কাবতী কে  চট্টগ্রামে পেয়ে যাবো। 
তাহলে কঙ্কাবতী পড়তে হলে আমায় কুরিয়ার এর সমার্পন হতে হবে?
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৪
নাহিদ০৯ বলেছেন: দোয়া করি এই প্রিন্ট তাড়াতাড়ি শেষ হয়ে আবারো ২য় বা ৩য় পর্যায়ের নতুন প্রিন্ট আপনাদের চট্টগ্রামের মেলায় পৌঁছে যাক।
১৫|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০০
শায়মা বলেছেন: না আমি নীলভাইয়ার সাথে কথা বলেছি জ্ঞানী ভাইয়া। দুদিন পর থেকেই রকমারীতে পাওয়া যাবে ভাইয়া বলেছে।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০২
নাহিদ০৯ বলেছেন: রকমারীতেও বইমেলা চলছে। প্রায় প্রতিদিন ই ছাড় বিষয়ক মেসেজ পাচ্ছি।
১৬|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২৪
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২৪
সুমন কর বলেছেন: ছবি আর কিছু কথা মিলিয়ে পোস্ট ভালো লাগল।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৩
নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ আগ্রহ দেখানোর জন্য। 
১৭|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:১৫
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন: 
আমিও আজ গিয়েছি । 
আগে জানলে একসাথে যেতে পারতাম । 
[email protected] 
এই মেলে আমাকে আপনার নাম্বারটা দিয়েন । পারলে ফেসবুক আইডিও ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২২
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২২
নাহিদ০৯ বলেছেন: আরো যাওয়ার ইচ্ছে আছে। আমার তো ফেসবুক নাই ভা্ইয়া। আমার হোয়াটসএ্যাপ নাম্বার মেইল করে দিয়েছি। ধন্যবাদ।
১৮|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২২
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি সহ পোস্ট দারুণ !
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৭
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৭
নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ মনিরা আপু।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৮
শায়মা বলেছেন: ভাইয়া
 
 
কঙ্কাবতী আজকেই মেলায় গেছে....
আজ সে মেলাতে পদার্পন করতেই বুঝি তোমার হাতে পড়েছে। তবে নীলাকাশ ভাইয়াও বইটা এনেছে। তোমরা দুজনের একজনই প্রথম ক্রেতা! তাই অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়ামনি!